ETV Bharat / state

সোমবার থেকে দ্বিগুণ ভাড়ায় চলবে বেসরকারি বাস ! - coronavirus

গ্রিন জ়োনে বেসরকারি বাস চালানো নিয়ে ইতিমধ্যেই যে জটিলতার সৃষ্টি হয়েছিল তা কিছুটা হলেও কেটেছে । আগামী সোমবার থেকেই পথে বাস নামাবেন বলে জানিয়েছে বেসরকারি বাস মালিকরা ।

private buses
private buses
author img

By

Published : May 9, 2020, 6:41 PM IST

কলকাতা, 9 মে : দেশজুড়ে চলছে লকডাউন । বন্ধ রয়েছে সমস্ত গণপরিবহন ব্যবস্থা । তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন গ্রিন জ়োনে বেসরকারি বাস চালানো যাবে । তবে 20 জনের বেশি যাত্রী নেওয়া যাবে না । পাশাপাশি বাসগুলিকে গ্রিন জ়োনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে । মুখ্যমন্ত্রী বাস চালানোর পক্ষে মত দিলেও ভাড়া না বাড়ালে গ্রিন জ়োনে শুধু মাত্র 20 জন যাত্রী নিয়ে বাস চালানো আর্থিক দিক থেকে অসম্ভব বলে জানিয়েছিলেন মালিক পক্ষ । তবে দীর্ঘ লকডাউনের ফলে বাস পরিষেবা বন্ধ থাকায় চরম আর্থিক অভাবের মধ্যে পড়েছেন বাস মালিক ও চালকেরা । পরিস্থিতি কবে স্বাভাবিক হবে ও কতদিনেই বা সবকটি জেলা গ্রিন জ়োনের আওতায় আসবে সে বিষয় এখনও কিছুই বলা যাচ্ছে না । তাই সার্বিক পরিস্থিতি বিচার করেই বাস মালিকরা রাজ্য সরকারের কাছে কয়েক দফা দাবি জানিয়ে গ্রিন জ়োনে বাস চালাতে সম্মত হয়েছিলেন ।

সে মতোই আজ পরিবহন দপ্তর সূত্রে খবর আগামী সোমবার থেকে দ্বিগুণ ভাড়ায় চলবে বেসরকারি বাস । অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "ইতিমিধ্যেই কয়েক দফায় RTO-র আধিকারিকদের সঙ্গে জেলার বাস মালিকদের বৈঠক হয়েছে । তাঁদের কাছে আমরা আমাদের দাবিগুলি তুলে ধরেছি । শুক্রবার আবার জেলা পরিবহন দপ্তরের সঙ্গে বাস মালিকদের বৈঠক হয় । সোমবার থেকে পরীক্ষামূলকভাবে বিভিন্ন রুটে বাস চলবে। তবে জেলার সব রুটে এখনই বাস চলবে না । প্রথমে একটি বা দুটি রুটে বাস নামানোর পরিকল্পনা রয়েছে । নামানো হবে মিনিবাস । কাজে যোগ দেওয়ার সময় প্রশাসনের তরফে চালক ও বাস কর্মীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার দেওয়া হবে ।"

তিনি আরও বলেন, "বাস চালক ও কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিয়েও পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পরিবহন দপ্তর । ঝাড়গ্রাম জেলা বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপক পাল বলেন যে, "আমাদের কাছে বাস স্যানিটাইজ় করার কাঠামো নেই । তাই পরিবহন দপ্তরের আধিকারিকেরা জানিয়েছেন দমকলের সাহায্যে বাসগুলিকে স্যানিটাইজ় করানোর ব্যবস্থা করা হবে ৷ সোমবার ও মঙ্গলবার গ্রিন জ়োনে দুটি বাস চালানো হবে । বাস দুটি সকাল ও বিকেল মিলে মোট দুটি ট্রিপের পরিষেবা দেবে ।" যাত্রীর ভিড় দেখে অন্যান্য রুটেও বাস দেওয়া হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে । প্রয়োজনে বাসের সংখ্যাও বাড়ানো হতে পারে বলেও জানান তিনি ।

কলকাতা, 9 মে : দেশজুড়ে চলছে লকডাউন । বন্ধ রয়েছে সমস্ত গণপরিবহন ব্যবস্থা । তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন গ্রিন জ়োনে বেসরকারি বাস চালানো যাবে । তবে 20 জনের বেশি যাত্রী নেওয়া যাবে না । পাশাপাশি বাসগুলিকে গ্রিন জ়োনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে । মুখ্যমন্ত্রী বাস চালানোর পক্ষে মত দিলেও ভাড়া না বাড়ালে গ্রিন জ়োনে শুধু মাত্র 20 জন যাত্রী নিয়ে বাস চালানো আর্থিক দিক থেকে অসম্ভব বলে জানিয়েছিলেন মালিক পক্ষ । তবে দীর্ঘ লকডাউনের ফলে বাস পরিষেবা বন্ধ থাকায় চরম আর্থিক অভাবের মধ্যে পড়েছেন বাস মালিক ও চালকেরা । পরিস্থিতি কবে স্বাভাবিক হবে ও কতদিনেই বা সবকটি জেলা গ্রিন জ়োনের আওতায় আসবে সে বিষয় এখনও কিছুই বলা যাচ্ছে না । তাই সার্বিক পরিস্থিতি বিচার করেই বাস মালিকরা রাজ্য সরকারের কাছে কয়েক দফা দাবি জানিয়ে গ্রিন জ়োনে বাস চালাতে সম্মত হয়েছিলেন ।

সে মতোই আজ পরিবহন দপ্তর সূত্রে খবর আগামী সোমবার থেকে দ্বিগুণ ভাড়ায় চলবে বেসরকারি বাস । অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "ইতিমিধ্যেই কয়েক দফায় RTO-র আধিকারিকদের সঙ্গে জেলার বাস মালিকদের বৈঠক হয়েছে । তাঁদের কাছে আমরা আমাদের দাবিগুলি তুলে ধরেছি । শুক্রবার আবার জেলা পরিবহন দপ্তরের সঙ্গে বাস মালিকদের বৈঠক হয় । সোমবার থেকে পরীক্ষামূলকভাবে বিভিন্ন রুটে বাস চলবে। তবে জেলার সব রুটে এখনই বাস চলবে না । প্রথমে একটি বা দুটি রুটে বাস নামানোর পরিকল্পনা রয়েছে । নামানো হবে মিনিবাস । কাজে যোগ দেওয়ার সময় প্রশাসনের তরফে চালক ও বাস কর্মীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার দেওয়া হবে ।"

তিনি আরও বলেন, "বাস চালক ও কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিয়েও পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পরিবহন দপ্তর । ঝাড়গ্রাম জেলা বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপক পাল বলেন যে, "আমাদের কাছে বাস স্যানিটাইজ় করার কাঠামো নেই । তাই পরিবহন দপ্তরের আধিকারিকেরা জানিয়েছেন দমকলের সাহায্যে বাসগুলিকে স্যানিটাইজ় করানোর ব্যবস্থা করা হবে ৷ সোমবার ও মঙ্গলবার গ্রিন জ়োনে দুটি বাস চালানো হবে । বাস দুটি সকাল ও বিকেল মিলে মোট দুটি ট্রিপের পরিষেবা দেবে ।" যাত্রীর ভিড় দেখে অন্যান্য রুটেও বাস দেওয়া হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে । প্রয়োজনে বাসের সংখ্যাও বাড়ানো হতে পারে বলেও জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.