কলকাতা, 1 জুন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাসের প্রথম দিন থেকেই চালানো হল বেসরকারি বাস ও মিনি বাস । তবে, তার সংখ্যা নেহাতই কম । ভাড়া বৃদ্ধি নিয়েও জট কাটেনি এখনও । তাই পুরোদমে বাস নামল না রাস্তায় । পরীক্ষামূলকভাবে আজ কয়েকটি রুটে বাস চালান মালিকরা । অভিজ্ঞতা অত্যন্ত খারাপ বলে জানালেন তাঁরা ।
বাস মালিক গৌতম সাহা বলেন, "আজ আমি 40জন যাত্রী নিয়ে দু'টি ট্রিপে পরীক্ষামূলকভাবে বাস চালিয়েছি । তবে, আমার কোনও লাভ হয়নি । শুধু জ্বালানির খরচ উঠেছে । বাস চালক ও অন্যান্য কর্মীদের এবার নিজের পকেট থেকে টাকা দিতে হবে ।" সকাল আটটা থেকে রাস্তায় বাস চালালেও বেলার দিকে যাত্রীর অভাবে বাস বন্ধ করে দেন বলে জানান তিনি ।
কোথাও কোথাও বাসের কনডাক্টারদের যাত্রীদের হুমকির মুখেও পড়তে হয় । গৌতম সাহা বলেন, "বাসে আসন পূর্ণ হয়ে গেলেও বাস স্টপ থেকে যাত্রীরা হুমকির সুরে কথা বলেন । জোর করে বাস উঠতে চান অনেকেই । এর ফলে বাসের কনডাক্টারদের সঙ্গে বচসা বেধে যায় । অনেকে মাস্ক পরা বাধ্যতামূলক থাকলেও অনেক যাত্রীই মাস্ক না পরে বাসে উঠতে চান । উঠতে না দিলে ঝগড়া করতে থাকেন ।" একদিনে কী রকম আয় হল ? গৌতম সাহা জানান, "সাধারণত আপ-ডাউন মিলিয়ে 2200-2400 টাকা আয় হয় । সেখানে আজ আয় হয়েছে 1100 টাকা । এভাবে কতদিন পরিষেবা চালানো সম্ভব হবে জানি না ।"
আজ যে রুটগুলিতে পরীক্ষামূলকভাবে বাস ও মিনি বাস চালানো হয় সেগুলি হল- 71, 72, C, 28, 63, 73, 52, 75, 78, 32 (মিনি বাস), 39, 189 (মিনি বাস), 180 (মিনি বাস), 27 (মিনি বাস) ও 79D । অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "29 মে থেকে বেশ কয়েকটি রুটে পরীক্ষামূলকভাবে বেসরকারি বাস ও মিনিবাস চলাচল করছে । তবে বাস মালিকরা এই ক'দিন বাস চালিয়ে কোনও লাভ করতে পারেননি । তাই অনেকেই আর বাস চালাতে চাইছেন না। হয়তো পরিষেবা বন্ধ করে দিতে তাঁরা বাধ্য হবেন । তবে সর্বোপরি তাঁদের অভিজ্ঞতা খুবই খারাপ ।"