ETV Bharat / state

12 ঘণ্টার অনশন কর্মসূচির ডাক দিল বেসরকারি বাস সংগঠন - Private bus organization called hunger strike

সংগঠনের তরফে জানানো হয়েছে , 22 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত চলবে এই অনশন কর্মসূচি । ওইদিন 12 ঘণ্টার রিলে অনশনে বসবেন বেসরকারি বাস মালিকরা ।

বেসরকারি বাস
বেসরকারি বাস
author img

By

Published : Sep 10, 2020, 6:59 AM IST

কলকাতা , 10 সেপ্টেম্বর : শেষ পর্যন্ত অনশনের পথ বেছে নিল বেসরকারি বাস সংগঠন । তেলের দামের উপর নিয়ন্ত্রণ, বাস-ভাড়া বৃদ্ধি , ব্যাঙ্কের EMI মকুবসহ একাধিক দাবি নিয়ে বারবার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ । তাই এবার 22 সেপ্টেম্বর 12 ঘণ্টার অনশনের ডাক দিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট (JCB) । তাদের দাবিগুলি না মানা হলে আমরণ অনশনের পথ বেছে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠন ।

সংগঠনের সাধারণ সম্পাদক তপন কুমার বন্দ্যোপাধ্যায় বলেন , "ভাড়া বৃদ্ধির বিষয়ে সুরাহার জন্য যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির তরফে এখনও কোনও সমাধান সূত্র বের হয়নি । প্রায় দেড় মাস অতিক্রান্ত হতে চলল । কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পরিবহন দপ্তরসহ অন্যান্য দপ্তরগুলিতে একাধিক চিঠি দিয়েছি । কোনও সাড়া মেলেনি। তাই আর কোনও পথ না পেয়ে আমরা 22 সেপ্টেম্বর 12 ঘণ্টার অনশনের ডাক দিতে বাধ্য হলাম ।"

সংগঠনের তরফে জানানো হয়েছে , 22 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত চলবে এই অনশন কর্মসূচি । ওইদিন 12 ঘণ্টার রিলে অনশনে বসবেন বেসরকারি বাস মালিকরা । ধর্মতলার মেট্রো চ্যানেলের সামনে অনশনে বসবেন তাঁরা । পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকের কার্যালয়ের সামনেও ওই একই দিনে অনশন চলবে ।

পুলিশের তরফে সমাবেশের অনুমতি না মিললেও কর্মসূচি হবে । এরপর তাঁদের দাবিগুলি না মানা হলে তাঁরা আমরণ অনশনের পথ বেছে নেবেন বলে জানান । অনশনের দিন বাস পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে ।

কলকাতা , 10 সেপ্টেম্বর : শেষ পর্যন্ত অনশনের পথ বেছে নিল বেসরকারি বাস সংগঠন । তেলের দামের উপর নিয়ন্ত্রণ, বাস-ভাড়া বৃদ্ধি , ব্যাঙ্কের EMI মকুবসহ একাধিক দাবি নিয়ে বারবার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ । তাই এবার 22 সেপ্টেম্বর 12 ঘণ্টার অনশনের ডাক দিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট (JCB) । তাদের দাবিগুলি না মানা হলে আমরণ অনশনের পথ বেছে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠন ।

সংগঠনের সাধারণ সম্পাদক তপন কুমার বন্দ্যোপাধ্যায় বলেন , "ভাড়া বৃদ্ধির বিষয়ে সুরাহার জন্য যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির তরফে এখনও কোনও সমাধান সূত্র বের হয়নি । প্রায় দেড় মাস অতিক্রান্ত হতে চলল । কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পরিবহন দপ্তরসহ অন্যান্য দপ্তরগুলিতে একাধিক চিঠি দিয়েছি । কোনও সাড়া মেলেনি। তাই আর কোনও পথ না পেয়ে আমরা 22 সেপ্টেম্বর 12 ঘণ্টার অনশনের ডাক দিতে বাধ্য হলাম ।"

সংগঠনের তরফে জানানো হয়েছে , 22 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত চলবে এই অনশন কর্মসূচি । ওইদিন 12 ঘণ্টার রিলে অনশনে বসবেন বেসরকারি বাস মালিকরা । ধর্মতলার মেট্রো চ্যানেলের সামনে অনশনে বসবেন তাঁরা । পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকের কার্যালয়ের সামনেও ওই একই দিনে অনশন চলবে ।

পুলিশের তরফে সমাবেশের অনুমতি না মিললেও কর্মসূচি হবে । এরপর তাঁদের দাবিগুলি না মানা হলে তাঁরা আমরণ অনশনের পথ বেছে নেবেন বলে জানান । অনশনের দিন বাস পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.