ETV Bharat / state

গতকাল 163 বছরের ঐতিহ্য নষ্ট হল : ধনকড়

গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান থেকে ফিরে যেতে হয় আচার্য জগদীপ ধনকড়কে ৷ আজ তা নিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি ৷ বললেন, "কাল যা হল, তা আগে হয়নি ৷ গতকালের ঘটনা অনভিপ্রেত ৷"

জগদীপ ধনকড়
জগদীপ ধনকড়
author img

By

Published : Jan 29, 2020, 5:20 PM IST

Updated : Jan 29, 2020, 10:36 PM IST

কলকাতা, 29 জানুয়ারি : কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপাল জগদীপ ধনকড়কে ৷ আচার্য হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে গেলেও বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হয় তাঁকে ৷ আজ সাংবাদিক সম্মেলন করে গতকালের ঘটনায় দুঃখপ্রকাশ করলেন তিনি ৷ বললেন, "কাল যা হল, তা আগে কখনও হয়নি ৷"

গতকালের ঘটনার নিন্দা করে আচার্য বলেন, "163 বছরের ঐতিহ্য নষ্ট করা হল ৷ গতকালের ঘটনা অনভিপ্রেত ৷ রাজ্যের পক্ষে এটা একটা অন্ধকারতম দিন ৷" নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়ের তরফে D.Litt দেওয়ার সিদ্ধান্তে যুক্ত থাকতে পেরে তিনি গর্বিত বলেও জানান ৷ তবে, সমাবর্তন অনুষ্ঠানে ঢুকতে না দেওয়ায় দুঃখপ্রকাশ করে বলেন, "সমাবর্তনে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে D.Litt দেওয়া হল ৷ আর আচার্য হিসেবে রাজ্যপালকে বাধা দেওয়া হল ৷" গতকাল বিশ্ববিদ্যালয়ের সামনে যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নয় বলেও দাবি করেন তিনি ৷

প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রবেশ করতে বাধা দেওয়া হয় জগদীপ ধনকড়কে ৷ অভিযোগ, তাঁর গাড়ি নজরুল মঞ্চের চত্বরে আসতেই গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন TMCP সদস্যরা ৷ চলে গো ব্যাক স্লোগান ৷ বিক্ষোভের মধ্যেই মঞ্চে প্রবেশ করেন জগদীপ ধনকড় ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷

তবে, কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান ছেড়ে চলে যান ধনকড় ৷ তারপরই টুইটে জানান, নোবেলজয়ীকে D.Litt দিতে যাতে কোনও সমস্যা না হয়, তাই তিনি বেরিয়ে যান ৷

কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়েও বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে ৷ সেখানেও ছিল গো ব্যাক স্লোগান ৷ যাদবপুরেও সমাবর্তন অনুষ্ঠানে যোগ না দিয়ে ফিরে যেতে হয়েছিল ধনকড়কে ৷

কলকাতা, 29 জানুয়ারি : কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপাল জগদীপ ধনকড়কে ৷ আচার্য হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে গেলেও বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হয় তাঁকে ৷ আজ সাংবাদিক সম্মেলন করে গতকালের ঘটনায় দুঃখপ্রকাশ করলেন তিনি ৷ বললেন, "কাল যা হল, তা আগে কখনও হয়নি ৷"

গতকালের ঘটনার নিন্দা করে আচার্য বলেন, "163 বছরের ঐতিহ্য নষ্ট করা হল ৷ গতকালের ঘটনা অনভিপ্রেত ৷ রাজ্যের পক্ষে এটা একটা অন্ধকারতম দিন ৷" নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়ের তরফে D.Litt দেওয়ার সিদ্ধান্তে যুক্ত থাকতে পেরে তিনি গর্বিত বলেও জানান ৷ তবে, সমাবর্তন অনুষ্ঠানে ঢুকতে না দেওয়ায় দুঃখপ্রকাশ করে বলেন, "সমাবর্তনে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে D.Litt দেওয়া হল ৷ আর আচার্য হিসেবে রাজ্যপালকে বাধা দেওয়া হল ৷" গতকাল বিশ্ববিদ্যালয়ের সামনে যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নয় বলেও দাবি করেন তিনি ৷

প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রবেশ করতে বাধা দেওয়া হয় জগদীপ ধনকড়কে ৷ অভিযোগ, তাঁর গাড়ি নজরুল মঞ্চের চত্বরে আসতেই গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন TMCP সদস্যরা ৷ চলে গো ব্যাক স্লোগান ৷ বিক্ষোভের মধ্যেই মঞ্চে প্রবেশ করেন জগদীপ ধনকড় ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷

তবে, কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান ছেড়ে চলে যান ধনকড় ৷ তারপরই টুইটে জানান, নোবেলজয়ীকে D.Litt দিতে যাতে কোনও সমস্যা না হয়, তাই তিনি বেরিয়ে যান ৷

কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়েও বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে ৷ সেখানেও ছিল গো ব্যাক স্লোগান ৷ যাদবপুরেও সমাবর্তন অনুষ্ঠানে যোগ না দিয়ে ফিরে যেতে হয়েছিল ধনকড়কে ৷

New Delhi, Jan 29 (ANI): Badminton star player Saina Nehwal joined the Bharatiya Janata Party (BJP) in the national capital on Jan 29. She joined the party in the presence of party's National General Secretary Arun Singh. Saina's sister Chandranshu also joined the BJP. Both sisters also met BJP national president JP Nadda after joining the party.
Last Updated : Jan 29, 2020, 10:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.