কলকাতা, 29 জানুয়ারি : কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপাল জগদীপ ধনকড়কে ৷ আচার্য হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে গেলেও বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হয় তাঁকে ৷ আজ সাংবাদিক সম্মেলন করে গতকালের ঘটনায় দুঃখপ্রকাশ করলেন তিনি ৷ বললেন, "কাল যা হল, তা আগে কখনও হয়নি ৷"
গতকালের ঘটনার নিন্দা করে আচার্য বলেন, "163 বছরের ঐতিহ্য নষ্ট করা হল ৷ গতকালের ঘটনা অনভিপ্রেত ৷ রাজ্যের পক্ষে এটা একটা অন্ধকারতম দিন ৷" নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়ের তরফে D.Litt দেওয়ার সিদ্ধান্তে যুক্ত থাকতে পেরে তিনি গর্বিত বলেও জানান ৷ তবে, সমাবর্তন অনুষ্ঠানে ঢুকতে না দেওয়ায় দুঃখপ্রকাশ করে বলেন, "সমাবর্তনে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে D.Litt দেওয়া হল ৷ আর আচার্য হিসেবে রাজ্যপালকে বাধা দেওয়া হল ৷" গতকাল বিশ্ববিদ্যালয়ের সামনে যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নয় বলেও দাবি করেন তিনি ৷
প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রবেশ করতে বাধা দেওয়া হয় জগদীপ ধনকড়কে ৷ অভিযোগ, তাঁর গাড়ি নজরুল মঞ্চের চত্বরে আসতেই গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন TMCP সদস্যরা ৷ চলে গো ব্যাক স্লোগান ৷ বিক্ষোভের মধ্যেই মঞ্চে প্রবেশ করেন জগদীপ ধনকড় ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷
তবে, কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান ছেড়ে চলে যান ধনকড় ৷ তারপরই টুইটে জানান, নোবেলজয়ীকে D.Litt দিতে যাতে কোনও সমস্যা না হয়, তাই তিনি বেরিয়ে যান ৷
কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়েও বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে ৷ সেখানেও ছিল গো ব্যাক স্লোগান ৷ যাদবপুরেও সমাবর্তন অনুষ্ঠানে যোগ না দিয়ে ফিরে যেতে হয়েছিল ধনকড়কে ৷