ETV Bharat / state

Presidency University Student Agitation: কলেজ খোলার দাবিতে আজও চলবে প্রেসিডেন্সির পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ

রাজ্য সরকার ইতিমধ্যেই কোচিং সেন্টার খোলার নির্দেশ দিয়েছে ৷ অথচ এখনও স্কুল-কলেজ খোলার নির্দেশ দেয়নি ৷ এই পরিস্থিতিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন চালুর দাবিতে বিক্ষোভ অবস্থান কর্মসূচি সংগঠিত করল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ ৷

Presidency University Student Agitation
কলেজ খোলার দাবিতে বিক্ষোভ অবস্থান কর্মসূচি প্রেসিডেন্সির পড়ুয়াদের
author img

By

Published : Sep 10, 2021, 7:53 AM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: 72 ঘন্টা পার হয়ে গিয়েছে ৷ এখনও চলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিক্ষোভ কর্মসূচি । ক্লাসরুমে পঠন-পাঠন শুরুর প্রস্তুতি ও ইচ্ছুক পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা চালিয়ে যাচ্ছে তাদের বিক্ষোভ সমাবেশ । অবিলম্বে কলেজে ক্লাস শুরু করার দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ চলছে তা আরও জোরালো হল । আজ, শুক্রবার বিশ্ববিদ্যালয় চত্বরে আবারও পড়ুয়ারা জমায়েত করে প্রতিবাদে সরব হবে বলে জানিয়েছে ।

মোট দশ দফা দাবি-দাওয়া নিয়ে গতকাল পড়ুয়াদের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক হয় । বিক্ষোভকারী এক ছাত্রী জানান, পড়ুয়াদের সঙ্গে ডিন অফ স্টুডেন্ট-এর বৈঠক হওয়ার কথা ছিল । কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা করেননি । আমরা বারে বারে ই-মেল করা সত্ত্বেও তিনি আমাদের সঙ্গে দেখা করলেন না । তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শুক্রবার আরও বড় জমায়েত করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব । ওই ছাত্রী আরও বলেন, "রাজ্য সরকারের প্রকাশিত সর্বশেষ যে কড়া বিধিনিষেধের নোটিফিকেশনটি বেরিয়েছে তাতে কোচিং সেন্টারগুলি খোলার কথা বলা হয়েছে । কোচিং সেন্টার খোলার অনুমতি দেওয়া হলে স্কুল কলেজ খুলবে না কেন ?"

আমাদের দাবিগুলি হল-

1. ক্যাম্পাসের সমস্ত ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ভ্যাকসিনেশন করাতে হবে ।

2. অবিলম্বে লাইব্রেরির কাজ পুনরায় শুরু করতে হবে ।

3. বিজ্ঞান বিভাগের বিষয়গুলির ল্যাবরেটরি খুলে রেমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব ।

4. স্টুডেন্ট সেকশনের স্বাভাবিক কাজকর্ম পুনরায় চালু করতে হবে ।

5. 2021 সালের পাস আউট ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ, ভর্তি ইত্যাদির কারণে অবিলম্বে তাদের গ্রেড কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে ।

6. অবিলম্বে রিভিউ এবং পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে ।

7. ক্যাম্পাস খোলার বিষয়ে পর্যালোচনার জন্য ছাত্র সংসদ সহ বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টেকহোল্ডারকে নিয়ে কমিটি গঠন করতে হবে ।

8. ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের দুটি হস্টেল খুলতে হবে।

9. করোনা প্যানডেমিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে সকল ইউজি পাস আউটদের ভর্তি নিশ্চিত করতে হবে ।

10. আগামী বছরের প্রবেশিকা পরীক্ষা নিশ্চিত করতে হবে ।

আরও পড়ুন: প্রাথমিক থেকে স্নাতকোত্তর, প্রেসিডেন্সি জেলে এবার বন্দিদের শিক্ষাদান

কলকাতা, 10 সেপ্টেম্বর: 72 ঘন্টা পার হয়ে গিয়েছে ৷ এখনও চলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিক্ষোভ কর্মসূচি । ক্লাসরুমে পঠন-পাঠন শুরুর প্রস্তুতি ও ইচ্ছুক পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা চালিয়ে যাচ্ছে তাদের বিক্ষোভ সমাবেশ । অবিলম্বে কলেজে ক্লাস শুরু করার দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ চলছে তা আরও জোরালো হল । আজ, শুক্রবার বিশ্ববিদ্যালয় চত্বরে আবারও পড়ুয়ারা জমায়েত করে প্রতিবাদে সরব হবে বলে জানিয়েছে ।

মোট দশ দফা দাবি-দাওয়া নিয়ে গতকাল পড়ুয়াদের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক হয় । বিক্ষোভকারী এক ছাত্রী জানান, পড়ুয়াদের সঙ্গে ডিন অফ স্টুডেন্ট-এর বৈঠক হওয়ার কথা ছিল । কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা করেননি । আমরা বারে বারে ই-মেল করা সত্ত্বেও তিনি আমাদের সঙ্গে দেখা করলেন না । তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শুক্রবার আরও বড় জমায়েত করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব । ওই ছাত্রী আরও বলেন, "রাজ্য সরকারের প্রকাশিত সর্বশেষ যে কড়া বিধিনিষেধের নোটিফিকেশনটি বেরিয়েছে তাতে কোচিং সেন্টারগুলি খোলার কথা বলা হয়েছে । কোচিং সেন্টার খোলার অনুমতি দেওয়া হলে স্কুল কলেজ খুলবে না কেন ?"

আমাদের দাবিগুলি হল-

1. ক্যাম্পাসের সমস্ত ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ভ্যাকসিনেশন করাতে হবে ।

2. অবিলম্বে লাইব্রেরির কাজ পুনরায় শুরু করতে হবে ।

3. বিজ্ঞান বিভাগের বিষয়গুলির ল্যাবরেটরি খুলে রেমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব ।

4. স্টুডেন্ট সেকশনের স্বাভাবিক কাজকর্ম পুনরায় চালু করতে হবে ।

5. 2021 সালের পাস আউট ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ, ভর্তি ইত্যাদির কারণে অবিলম্বে তাদের গ্রেড কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে ।

6. অবিলম্বে রিভিউ এবং পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে ।

7. ক্যাম্পাস খোলার বিষয়ে পর্যালোচনার জন্য ছাত্র সংসদ সহ বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টেকহোল্ডারকে নিয়ে কমিটি গঠন করতে হবে ।

8. ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের দুটি হস্টেল খুলতে হবে।

9. করোনা প্যানডেমিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে সকল ইউজি পাস আউটদের ভর্তি নিশ্চিত করতে হবে ।

10. আগামী বছরের প্রবেশিকা পরীক্ষা নিশ্চিত করতে হবে ।

আরও পড়ুন: প্রাথমিক থেকে স্নাতকোত্তর, প্রেসিডেন্সি জেলে এবার বন্দিদের শিক্ষাদান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.