ETV Bharat / state

মুখে আজ়াদি স্লোগান, BJP কার্যালয়ের সামনে বিক্ষোভ SFI-র - Presidency student rally

JNU-তে পড়ুয়া ও অধ্যাপকদের উপর হামলার প্রতিবাদ । কলকাতায় মিছিল যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ।

photo
ছবি
author img

By

Published : Jan 6, 2020, 11:09 PM IST

কলকাতা, 6 জানুয়ারি : "লো আয়ি আয়ি আজ়াদি" স্লোগান দিতে দিতে BJP-র সদর কার্যালয়ের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখাল SFI । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI-র কর্মী- সমর্থকরা ছিলেন এই বিক্ষোভ মিছিলে ৷ JNU-র ঘটনায় যারা দোষী তাদের কঠোর শাস্তির দাবিও জানানো হয় মিছিল থেকে ৷

বিক্ষোভ চলাকালীন নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ায় বিক্ষোভকারীরা ৷ তাদের বক্তব্য, JNU এর ঘটনায় ABVP, BJP ও RSS যুক্ত । তাঁরা এখন অস্বীকার করছে । যতক্ষণ না পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হবে ততক্ষণ আন্দোলন চলবে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আরও পড়ুন : রণক্ষেত্র সুলেখার মোড়, লাঠিচার্জের পর ক্ষমা প্রার্থনা পুলিশের

অন্যদিকে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক পার্থ বসু বলেন , "JNU-তে যা হল তা নিন্দনীয় ৷ তাঁর প্রতিবাদে ছাত্রছাত্রীরা BJP অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করছে ।"

কলকাতা, 6 জানুয়ারি : "লো আয়ি আয়ি আজ়াদি" স্লোগান দিতে দিতে BJP-র সদর কার্যালয়ের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখাল SFI । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI-র কর্মী- সমর্থকরা ছিলেন এই বিক্ষোভ মিছিলে ৷ JNU-র ঘটনায় যারা দোষী তাদের কঠোর শাস্তির দাবিও জানানো হয় মিছিল থেকে ৷

বিক্ষোভ চলাকালীন নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ায় বিক্ষোভকারীরা ৷ তাদের বক্তব্য, JNU এর ঘটনায় ABVP, BJP ও RSS যুক্ত । তাঁরা এখন অস্বীকার করছে । যতক্ষণ না পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হবে ততক্ষণ আন্দোলন চলবে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আরও পড়ুন : রণক্ষেত্র সুলেখার মোড়, লাঠিচার্জের পর ক্ষমা প্রার্থনা পুলিশের

অন্যদিকে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক পার্থ বসু বলেন , "JNU-তে যা হল তা নিন্দনীয় ৷ তাঁর প্রতিবাদে ছাত্রছাত্রীরা BJP অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করছে ।"

Intro:JNU ইস্যুতে বিজেপির সদর কার্যালয়ের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখালো এসএফআই। মূলত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীরাই এই বিক্ষোভে শামিল হয়। তাদের মূল দাবি জে এন ইউ এর ঘটনায় যারা দোষী ব্যক্তি তাদের অবিলম্বে কঠোর শাস্তি দিতে হবে।

JNU এর ঘটনায় ABVP-BJP-RSS যুক্ত। তারা এখন অস্বীকার করছেন। যতক্ষণ না পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হবে ততক্ষণ আন্দোলন চলবে। SFI এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করেন।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রাক্তন অধ্যাপক পার্থ বসু বলেন ,JNU তে যে নক্কারজনক ঘটনা ঘটেছে তা তার প্রতিবাদেই ছাত্রছাত্রীরা বিজেপি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছে।



Body:Story


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.