ETV Bharat / state

কোরোনার বিপদ কাটাতে দিনভর হোম ভারত সেবাশ্রমে - ভারত সেবাশ্রম সংখ

কোরোনা ভাইরাসের মোকাবিলাতে আম জনতা ও প্রশাসনের সাফল্য কামনায় এবার দিনভর হোম চলল ভারত সেবাশ্রমে ৷

ছবি
ছবি
author img

By

Published : Mar 22, 2020, 8:37 PM IST

কলকাতা, 22 মার্চ: কোরোনার মহামারী রুখতে হোম, যজ্ঞ ও প্রার্থনা করলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা । আজ কলকাতার বালিগঞ্জের আশ্রমে দিনভর প্রার্থনা এবং হোম যজ্ঞ করলেন তাঁরা ‌। আধ্যাত্মিক শক্তি দিয়ে বিপদ কাটানোর জন্য ভগবানের কাছে সাধারণ মানুষের হয়ে দরবার করলেন তাঁরা । পাশাপাশি বিলি করলেন মাস্ক ও স্যানিটাইজ়ার ।

দেশের সাধারণ মানুষের সংকটময় মুহুর্তে, তা থেকে পরিত্রাতা হিসেবে ঝাপিয়ে পড়ে ভারত সেবাশ্রম সংঘ । কোরোনা ভাইরাসের মোকাবিলাতে আমজনতা ও প্রশাসনের সাফল্য কামনায় এবার দিনভর হোম চলল ভারত সেবাশ্রমে ৷ স্বামী প্রণবানন্দ মহারাজের সম্মুখে দেশের মানুষের হয়ে কোরোনা ব্যাধির ভয়াবহতা দূর করতে প্রার্থনা করলেন সন্নাসীরা । সকলের মঙ্গলের জন্য করলেন হোম- যজ্ঞ ।

সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সে কারণে ভারত সেবাশ্রমের দেশ-বিদেশের কার্যালয়গুলি, মন্দির দর্শন ও প্রসাদ বিতরণ আগামী 10 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে । তবে আশ্রম বন্ধ থাকলেও সাধারণ মানুষের কল্যাণের জন্য প্রার্থনা হোম-যজ্ঞ চালিয়ে গেলেন সন্ন্যাসীরা । একইরকমভাবে মাস্ক এবং স্যানিটাইজ়ারও বিলি করলেন তাঁরা ।

কলকাতা, 22 মার্চ: কোরোনার মহামারী রুখতে হোম, যজ্ঞ ও প্রার্থনা করলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা । আজ কলকাতার বালিগঞ্জের আশ্রমে দিনভর প্রার্থনা এবং হোম যজ্ঞ করলেন তাঁরা ‌। আধ্যাত্মিক শক্তি দিয়ে বিপদ কাটানোর জন্য ভগবানের কাছে সাধারণ মানুষের হয়ে দরবার করলেন তাঁরা । পাশাপাশি বিলি করলেন মাস্ক ও স্যানিটাইজ়ার ।

দেশের সাধারণ মানুষের সংকটময় মুহুর্তে, তা থেকে পরিত্রাতা হিসেবে ঝাপিয়ে পড়ে ভারত সেবাশ্রম সংঘ । কোরোনা ভাইরাসের মোকাবিলাতে আমজনতা ও প্রশাসনের সাফল্য কামনায় এবার দিনভর হোম চলল ভারত সেবাশ্রমে ৷ স্বামী প্রণবানন্দ মহারাজের সম্মুখে দেশের মানুষের হয়ে কোরোনা ব্যাধির ভয়াবহতা দূর করতে প্রার্থনা করলেন সন্নাসীরা । সকলের মঙ্গলের জন্য করলেন হোম- যজ্ঞ ।

সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সে কারণে ভারত সেবাশ্রমের দেশ-বিদেশের কার্যালয়গুলি, মন্দির দর্শন ও প্রসাদ বিতরণ আগামী 10 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে । তবে আশ্রম বন্ধ থাকলেও সাধারণ মানুষের কল্যাণের জন্য প্রার্থনা হোম-যজ্ঞ চালিয়ে গেলেন সন্ন্যাসীরা । একইরকমভাবে মাস্ক এবং স্যানিটাইজ়ারও বিলি করলেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.