ETV Bharat / state

ছেলে মোহনবাগানে খেলছে, স্বপ্ন দেখেন প্রসেনজিৎ

author img

By

Published : Jul 30, 2019, 3:46 AM IST

ছেলে তৃষাণজিৎ বড় হয়ে মোহনবাগানে খেলছে । স্বপ্ন দেখেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ।

সম্মান নেওয়ার পর প্রসেনজিৎ

কলকাতা, 30 জুলাই : তৃষাণজিৎ বড় হয়ে মোহনবাগানে খেলছে । এই স্বপ্ন দেখেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । মোহনবাগান দিবস অনুষ্ঠানে এসে নিজের ইচ্ছের কথা তিনি জানালেন ।

মোহনবাগান দিবস অনুষ্ঠানে এসেছিলেন । তাঁর হাতে তুলে দেওয়া হয় লাইফটাইম মেম্বারশিপ কার্ড । সবুজ মেরুন সদস্য হতে পেরে আপ্লুত তিনি । বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে দেখে ছোটোবেলা থেকেই তিনি মোহনবাগানের সমর্থক । আবার ছেলে তৃষাণজিৎ সিদ্ধান্ত নিয়েছে, সে একজন পেশাদার ফুটবলার হতে চায় । তার বয়স এখন চোদ্দ । প্রসেনজিৎ নিজেও চান ছেলে ফুটবলার হোক । ময়দানে সবুজ মেরুন জার্সিতে দাপিয়ে বেড়াক । বলেন, "এটা বিরাট সম্মান আমার কাছে । আমার বাবাকে ছোটোবেলাতে মোহনবাগান নিয়ে যা করতে দেখেছি, তা ভাষায় প্রকাশ করতে পারব না । আমি খুব কাছ থেকে দেখেছি মোহনবাগান নিয়ে বাবার উদ্দীপনা । আমি সিনেমা জগতে আছি । কিন্তু আমার ছেলে ফুলটলার হতে চায় । ও সেভাবেই নিজেকে তৈরি করছে । আমি ওকে যখন এটা তুলে দেব, ও আরও অনুপ্রেরণা পাবে ।"

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেই গতকাল লাইফটাইম মেম্বারশিপ কার্ড পান অভিনেতা দেবশংকর হালদারও । তাঁরও ইচ্ছে, তৃষাণজিৎকে মোহনবাগানের জার্সি গায়ে মাঠে খেলতে দেখা ।

লাইফটাইম মেম্বারশিপ কার্ড পান চুনী গোস্বামী ও সৌরভ গাঙ্গুলিও । সকলের স্মৃতিচারণায় মোহনবাগানের একাধিক গল্প উঠে আসে । উঠে আসে পুরোনো দিনের অনেক কথা । যেমন সৌরভ গাঙ্গুলির সঙ্গে এই ক্লাবের সম্পর্ক বহুদিনের । দাদা স্নেহাশিস গাঙ্গুলির প্র্যাকটিস দেখতে আসার স্মৃতি তাঁর আজও উজ্জ্বল । একইভাবে ফুটবল ম্যাচ দেখতে আসার ছবি ও প্রসূন-মানস বা সুব্রত ভট্টাচার্যের খেলা দেখার পাগলামি করার কথাও শোনালেন তিনি । খুশি প্রাচীন এই ক্লাবের মেম্বারশিপ কার্ড পেয়ে ।

মোহনবাগানের পাড়ায় বেড়ে ওঠা, নাটকে হাতেখড়ি সবই সবুজ মেরুন আবহাওয়ায় । ইস্টবেঙ্গলের সমর্থকদের অস্বীকার করেন না । তবে তাদের কোণঠাসা করে রাখাই পছন্দের । একনাগাড়ে বলে গেলেন দেবশংকর । মোহনবাগান রত্ন প্রসূন ব্যানার্জি আবার চান, তাঁর মৃতদেহর উপরেও যেন থাকে সবুজ মেরুন পতাকা । অন্যদিকে, টুটু বসুর গলায় সংঘবদ্ধ মোহনবাগান গড়ে তোলার আহ্বান । মোহনবাগানের অনুষ্ঠানে শুভেচ্ছা পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা পাঠায় ইস্টবেঙ্গল । IFA- র তরফেও পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।

কলকাতা, 30 জুলাই : তৃষাণজিৎ বড় হয়ে মোহনবাগানে খেলছে । এই স্বপ্ন দেখেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । মোহনবাগান দিবস অনুষ্ঠানে এসে নিজের ইচ্ছের কথা তিনি জানালেন ।

মোহনবাগান দিবস অনুষ্ঠানে এসেছিলেন । তাঁর হাতে তুলে দেওয়া হয় লাইফটাইম মেম্বারশিপ কার্ড । সবুজ মেরুন সদস্য হতে পেরে আপ্লুত তিনি । বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে দেখে ছোটোবেলা থেকেই তিনি মোহনবাগানের সমর্থক । আবার ছেলে তৃষাণজিৎ সিদ্ধান্ত নিয়েছে, সে একজন পেশাদার ফুটবলার হতে চায় । তার বয়স এখন চোদ্দ । প্রসেনজিৎ নিজেও চান ছেলে ফুটবলার হোক । ময়দানে সবুজ মেরুন জার্সিতে দাপিয়ে বেড়াক । বলেন, "এটা বিরাট সম্মান আমার কাছে । আমার বাবাকে ছোটোবেলাতে মোহনবাগান নিয়ে যা করতে দেখেছি, তা ভাষায় প্রকাশ করতে পারব না । আমি খুব কাছ থেকে দেখেছি মোহনবাগান নিয়ে বাবার উদ্দীপনা । আমি সিনেমা জগতে আছি । কিন্তু আমার ছেলে ফুলটলার হতে চায় । ও সেভাবেই নিজেকে তৈরি করছে । আমি ওকে যখন এটা তুলে দেব, ও আরও অনুপ্রেরণা পাবে ।"

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেই গতকাল লাইফটাইম মেম্বারশিপ কার্ড পান অভিনেতা দেবশংকর হালদারও । তাঁরও ইচ্ছে, তৃষাণজিৎকে মোহনবাগানের জার্সি গায়ে মাঠে খেলতে দেখা ।

লাইফটাইম মেম্বারশিপ কার্ড পান চুনী গোস্বামী ও সৌরভ গাঙ্গুলিও । সকলের স্মৃতিচারণায় মোহনবাগানের একাধিক গল্প উঠে আসে । উঠে আসে পুরোনো দিনের অনেক কথা । যেমন সৌরভ গাঙ্গুলির সঙ্গে এই ক্লাবের সম্পর্ক বহুদিনের । দাদা স্নেহাশিস গাঙ্গুলির প্র্যাকটিস দেখতে আসার স্মৃতি তাঁর আজও উজ্জ্বল । একইভাবে ফুটবল ম্যাচ দেখতে আসার ছবি ও প্রসূন-মানস বা সুব্রত ভট্টাচার্যের খেলা দেখার পাগলামি করার কথাও শোনালেন তিনি । খুশি প্রাচীন এই ক্লাবের মেম্বারশিপ কার্ড পেয়ে ।

মোহনবাগানের পাড়ায় বেড়ে ওঠা, নাটকে হাতেখড়ি সবই সবুজ মেরুন আবহাওয়ায় । ইস্টবেঙ্গলের সমর্থকদের অস্বীকার করেন না । তবে তাদের কোণঠাসা করে রাখাই পছন্দের । একনাগাড়ে বলে গেলেন দেবশংকর । মোহনবাগান রত্ন প্রসূন ব্যানার্জি আবার চান, তাঁর মৃতদেহর উপরেও যেন থাকে সবুজ মেরুন পতাকা । অন্যদিকে, টুটু বসুর গলায় সংঘবদ্ধ মোহনবাগান গড়ে তোলার আহ্বান । মোহনবাগানের অনুষ্ঠানে শুভেচ্ছা পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা পাঠায় ইস্টবেঙ্গল । IFA- র তরফেও পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।

Intro:তৃষানজিৎ বড় হয়ে মোহনবাগানে খেলছে এই স্বপ্ন দেখেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মোহনবাগান দিবস অনুষ্ঠানে এসেছিলেন। তার হাতে তুলে দেওয়া হল লাইফ মেম্বারশীপ কার্ড। সবুজ মেরুন সদস্য হতে পেরে আপ্লুত তিনি। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের প্রশয়ে তিনি ছোটবেলা থেকে মোহনবাগানি। বুম্বাদা র ছেলের বয়স এখন চোদ্দ। সে সিদ্ধান্ত নিয়েছে পেশাদার ফুটবলার হওয়ার। প্রসেনজিৎ নিজেও চান ছেলে ফুটবলার হোক। ময়দানে সবুজ মেরুন জার্সিতে দাপিয়ে বেড়াক। নাট্য ব্যক্তি ত্ব দেবশংকর হালদারের কথায় ফুটে উঠল মোহনবাগান ঘিরে নানান স্মৃতি। তিনিও লাইফ মেম্বার হলেন।রাম্পাটে দাঁড়িয়ে খেলা দেখার গল্প। মোহনবাগানের পাড়ায় বেড়ে ওঠা। নাটকের তার হাতে খড়ি সবুজ মেরুন আবহাওয়ায়। ইস্টবেঙ্গলের সমর্থকদের অস্বীকার করছেন না। তবে তাদের কোনঠাসা করে রাখাই পছন্দের। তিনি স্বপ্ন দেখেন প্রসেনজিৎ এর ছেলে বড় হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করছে। মোহনবাগান রত্ন প্রসুন ব্যানার্জি চান তার মৃতদেহ এর ওপরেও যেন থাকে সবুজ মেরুন পতাকা। টুটু বসুর গলায় সংঘবদ্ধ মোহনবাগান গড়ে তোলার আহ্বান। মোহনবাগানের অনুষ্ঠানে শুভেচ্ছা র পুষ্পস্তবক ইস্টবেঙ্গলের।আইএফএ র তরফে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা দেওয়া হয়। লাইফ টাইম মেম্বারশীপ কার্ড তুলে দেওয়া চুনি গোস্বামী কেও। শেষবেলায় লাইফটাইম মেম্বারশীপ নিতে উপস্থিত হন সৌরভ গাঙ্গুলী ও।


Body:সমর্থন


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.