ETV Bharat / state

Pradip Bhattacharya: কালীপুজোর উদ্বোধন করে দুর্নীতির অবসান চাইলেন প্রদীপ ভট্টাচার্য

author img

By

Published : Oct 22, 2022, 10:43 PM IST

আমহার্স্ট স্ট্রিট কালীপুজোর উদ্বোধনে এসে রাজ্যে দুর্নীতি, প্রতারণার অবসান চাইলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya) ৷

ETV Bharat
Pradip Bhattacharya

কলকাতা, 22 অক্টোবর: দু'দিন আগেই কালীপুজোর উদ্বোধন করলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya) । শনিবার উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট শ্রী শ্রী কালীপুজো (Amherst street Kali Puja) কমিটির 81তম পুজোর উদ্বোধন করেন তিনি । দীর্ঘ 40 বছর ধরে এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন প্রদীপ ভট্টাচার্য । এক সময় এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রও (Pradip Bhattacharya inaugurates Kali Puja) ৷

আরও পড়ুন: বন্দনার আগেই শ্যামা বিদায় ! গায়ের রং 'কালো', বউকে তাড়িয়ে অন্য মেয়েকে বিয়ে করল স্বামী

কালীপুজোর উদ্বোধন করে দুর্নীতির অবসান চাইলেন প্রদীপ ভট্টাচার্য

এদিন পুজোর উদ্বোধনের পর প্রদীপ ভট্টাচার্য বলেন,"যেভাবে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন, দুর্নীতির শিকার হচ্ছেন তা থেকে অবসান জরুরি । মায়ের কাছে সেটাই চেয়েছি । যাতে প্রতারক, দুর্নীতিবাজদের থেকে সমস্ত মানুষ দ্রুত নিস্তার পান ।" এদিন সোমেন মিত্রর স্মৃতিচারণাও করেন প্রদীপ ভট্টাচার্য ৷ বলেন, "সোমেনবাবুর মৃত্যুতে আমি শোকাহত । তাঁর অনুপস্থিতি সত্যিই বেদনাদায়ক । তাঁর স্মৃতিচারণ করতে বারবার আমি এখানে ফিরে আসি ।

কলকাতা, 22 অক্টোবর: দু'দিন আগেই কালীপুজোর উদ্বোধন করলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya) । শনিবার উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট শ্রী শ্রী কালীপুজো (Amherst street Kali Puja) কমিটির 81তম পুজোর উদ্বোধন করেন তিনি । দীর্ঘ 40 বছর ধরে এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন প্রদীপ ভট্টাচার্য । এক সময় এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রও (Pradip Bhattacharya inaugurates Kali Puja) ৷

আরও পড়ুন: বন্দনার আগেই শ্যামা বিদায় ! গায়ের রং 'কালো', বউকে তাড়িয়ে অন্য মেয়েকে বিয়ে করল স্বামী

কালীপুজোর উদ্বোধন করে দুর্নীতির অবসান চাইলেন প্রদীপ ভট্টাচার্য

এদিন পুজোর উদ্বোধনের পর প্রদীপ ভট্টাচার্য বলেন,"যেভাবে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন, দুর্নীতির শিকার হচ্ছেন তা থেকে অবসান জরুরি । মায়ের কাছে সেটাই চেয়েছি । যাতে প্রতারক, দুর্নীতিবাজদের থেকে সমস্ত মানুষ দ্রুত নিস্তার পান ।" এদিন সোমেন মিত্রর স্মৃতিচারণাও করেন প্রদীপ ভট্টাচার্য ৷ বলেন, "সোমেনবাবুর মৃত্যুতে আমি শোকাহত । তাঁর অনুপস্থিতি সত্যিই বেদনাদায়ক । তাঁর স্মৃতিচারণ করতে বারবার আমি এখানে ফিরে আসি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.