কলকাতা, 22 অক্টোবর: দু'দিন আগেই কালীপুজোর উদ্বোধন করলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya) । শনিবার উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট শ্রী শ্রী কালীপুজো (Amherst street Kali Puja) কমিটির 81তম পুজোর উদ্বোধন করেন তিনি । দীর্ঘ 40 বছর ধরে এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন প্রদীপ ভট্টাচার্য । এক সময় এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রও (Pradip Bhattacharya inaugurates Kali Puja) ৷
আরও পড়ুন: বন্দনার আগেই শ্যামা বিদায় ! গায়ের রং 'কালো', বউকে তাড়িয়ে অন্য মেয়েকে বিয়ে করল স্বামী
এদিন পুজোর উদ্বোধনের পর প্রদীপ ভট্টাচার্য বলেন,"যেভাবে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন, দুর্নীতির শিকার হচ্ছেন তা থেকে অবসান জরুরি । মায়ের কাছে সেটাই চেয়েছি । যাতে প্রতারক, দুর্নীতিবাজদের থেকে সমস্ত মানুষ দ্রুত নিস্তার পান ।" এদিন সোমেন মিত্রর স্মৃতিচারণাও করেন প্রদীপ ভট্টাচার্য ৷ বলেন, "সোমেনবাবুর মৃত্যুতে আমি শোকাহত । তাঁর অনুপস্থিতি সত্যিই বেদনাদায়ক । তাঁর স্মৃতিচারণ করতে বারবার আমি এখানে ফিরে আসি ।