ETV Bharat / state

Tiljala Minor Girl Murder Case: যৌন হেনস্থার পর মাথা থেঁতলে শ্বাসরোধ করে হত্যা, ময়নাতদন্তের মিলল তথ্য - Postmortem report of Tiljala Minor girl

ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া গেল নয়া তথ্য ৷ তিলজলায় নাবালিকা খুনের মোটিভ কেমন ছিল তা জানালেন তদন্তকারী আধিকারিকরা (Tiljala Murder Case)৷

Etv Bharat
তিলজলায় নাবালিকা খুন
author img

By

Published : Mar 27, 2023, 10:23 PM IST

কলকাতা, 27 মার্চ: ময়নাতদন্তের রিপোর্ট আসতেই নয়া তথ্য তিলজলায় নাবালিকা খুনের ঘটনায় (Postmortem Report of Tiljala Minor Girl Murdered)৷ প্রথমে যৌন হেনস্থা ৷ তারপর মাথায় হাতুড়ি জাতীয় ভোঁতা ও ভারী কোনও বস্তু দিয়ে বারবার আঘাত করে থ্যাঁতলানো হয় মাথা । এরপরও মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয় নাবালিকার । পরে দেহটি একটি সুটকেসের ভিতর ঢুকিয়ে রাখা হয় । দেহের প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা জানতে পেরেছেন যে মাথায় স্ক্রু ড্রাইভার দিয়ে বারবার মারা হয়েছে ওই নাবালিকাকে । দেহে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে । দেহ দেখে স্পষ্টতই প্রমাণিত যে ওই নাবালিকা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল ।

যদিও তদন্তকারীদের দাবি, এই ঘটনায় ধৃত অলোক কুমার একাধিকবার জেরায় নিজের বয়ান পরিবর্তন করছে । পুলিশ জানিয়েছে, অলোক কুমার এবং তাঁর স্ত্রী নিঃসন্তান । প্রথমে জেরায় ধৃত অলোক জানায়, বেশ কয়েক বছর আগে বিহারের সমস্তিপুর এলাকার এক ব্যক্তি তাকে বলেছিল যদি একটি শিশুকে হত্যা করা যায় তাহলে সে পিতৃত্বের সুখ পাবে । তবে পরে আবার সেই বয়ান পরিবর্তন করে অলোক ।

তদন্তকারীদের অভিযোগ, যে তদন্তে বিভ্রান্তি ছড়ানোর জন্য বয়ান পরিবর্তন করছে অলোক । আরও ভালোভাবে জেরা করা অত্যন্ত প্রয়োজন । গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে এলাকার বাসিন্দারা রবিবার তিলজলা থানার মূল ফটক ভেঙে দেওয়ার চেষ্টা করার পাশাপাশি থানার মধ্যে ঢোকার চেষ্টা করে । গতকালের পর আজ সোমবার ফের সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে তিলজলা এলাকা । শিয়ালদা দক্ষিণ শাখায় বন্ডেল গেটে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে ৷ সেখানে অটো এবং বাস চলাচলে বাধা দেওয়া হয় ।

পরে এদিন দুপুরে বন্ডেল গেটের কাছে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় ৷ এছাড়াও বন্ডেল গেটে শিয়ালদা দক্ষিণ শাখায় দীর্ঘক্ষণ রেললাইন অবরুদ্ধ করে রাখা হয় । ফলে উত্তেজিত জনতাকে সামাল দিতে নামানো হয় ব়্যাফ ৷ ছোড়া হয় কাঁদানে গ্যাস । এলাকার বাসিন্দাদের একটাই অভিযোগ, পুলিশ প্রথম পর্যায়ে কেন নিষ্ক্রিয় থাকল ? পাশাপাশি থানায় হাঙ্গামা চালানোর অভিযোগে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে ।

আরও পড়ুন : সন্তান লাভের আশাতেই তিলজলায় খুন নাবালিকা ! ধন্ধে পুলিশ

কলকাতা, 27 মার্চ: ময়নাতদন্তের রিপোর্ট আসতেই নয়া তথ্য তিলজলায় নাবালিকা খুনের ঘটনায় (Postmortem Report of Tiljala Minor Girl Murdered)৷ প্রথমে যৌন হেনস্থা ৷ তারপর মাথায় হাতুড়ি জাতীয় ভোঁতা ও ভারী কোনও বস্তু দিয়ে বারবার আঘাত করে থ্যাঁতলানো হয় মাথা । এরপরও মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয় নাবালিকার । পরে দেহটি একটি সুটকেসের ভিতর ঢুকিয়ে রাখা হয় । দেহের প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা জানতে পেরেছেন যে মাথায় স্ক্রু ড্রাইভার দিয়ে বারবার মারা হয়েছে ওই নাবালিকাকে । দেহে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে । দেহ দেখে স্পষ্টতই প্রমাণিত যে ওই নাবালিকা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল ।

যদিও তদন্তকারীদের দাবি, এই ঘটনায় ধৃত অলোক কুমার একাধিকবার জেরায় নিজের বয়ান পরিবর্তন করছে । পুলিশ জানিয়েছে, অলোক কুমার এবং তাঁর স্ত্রী নিঃসন্তান । প্রথমে জেরায় ধৃত অলোক জানায়, বেশ কয়েক বছর আগে বিহারের সমস্তিপুর এলাকার এক ব্যক্তি তাকে বলেছিল যদি একটি শিশুকে হত্যা করা যায় তাহলে সে পিতৃত্বের সুখ পাবে । তবে পরে আবার সেই বয়ান পরিবর্তন করে অলোক ।

তদন্তকারীদের অভিযোগ, যে তদন্তে বিভ্রান্তি ছড়ানোর জন্য বয়ান পরিবর্তন করছে অলোক । আরও ভালোভাবে জেরা করা অত্যন্ত প্রয়োজন । গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে এলাকার বাসিন্দারা রবিবার তিলজলা থানার মূল ফটক ভেঙে দেওয়ার চেষ্টা করার পাশাপাশি থানার মধ্যে ঢোকার চেষ্টা করে । গতকালের পর আজ সোমবার ফের সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে তিলজলা এলাকা । শিয়ালদা দক্ষিণ শাখায় বন্ডেল গেটে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে ৷ সেখানে অটো এবং বাস চলাচলে বাধা দেওয়া হয় ।

পরে এদিন দুপুরে বন্ডেল গেটের কাছে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় ৷ এছাড়াও বন্ডেল গেটে শিয়ালদা দক্ষিণ শাখায় দীর্ঘক্ষণ রেললাইন অবরুদ্ধ করে রাখা হয় । ফলে উত্তেজিত জনতাকে সামাল দিতে নামানো হয় ব়্যাফ ৷ ছোড়া হয় কাঁদানে গ্যাস । এলাকার বাসিন্দাদের একটাই অভিযোগ, পুলিশ প্রথম পর্যায়ে কেন নিষ্ক্রিয় থাকল ? পাশাপাশি থানায় হাঙ্গামা চালানোর অভিযোগে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে ।

আরও পড়ুন : সন্তান লাভের আশাতেই তিলজলায় খুন নাবালিকা ! ধন্ধে পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.