ETV Bharat / state

Doctor Donate Organ: মরণোত্তর দেহদান ! চিকিৎসকের কিডনি পেলেন জামশেদপুরের এক মহিলা - মৃত চিকিৎসকের কিডনি পেলেন ভিন রাজ্যের বাসিন্দা

মৃত্যুর পরেও দায়িত্ব পালনে অটুট ব্রেন ডেথ হয়ে মৃত চিকিৎসক সংযুক্তা শ্যাম ৷ মরনোত্তর দেহ দান করেছেন তিনি ৷ নিউরো অ্যানাস্থেটিস্ট সংযুক্তা শ্যাম রায়ের দু’টি কিডনি, লিভার ও কর্ণিয়া প্রতিস্থাপনের অনুমতি পাওয়া গিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে (Doctor Donate Her Kidney) ৷

Doctor Donate Organ
মরণোত্তর দেহদান ! চিকিৎসকের কিডনি পেলেন জামশেদপুরের এক মহিলা
author img

By

Published : May 4, 2022, 7:28 PM IST

সল্টলেক, 4 মে: মরণোত্তর অঙ্গদান করে মৃত্যুর পরও কর্তব্য পালনে অবিচল নিউরো অ্যানাস্থেটিস্ট সংযুক্তা শ্যাম রায় ৷ বাঁচিয়ে গেলেন আরও অনেক প্রাণ ৷ মঙ্গলবার শহরের ইএমবাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ব্রেন ডেথ হয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ তারপরে পরিবারের পক্ষ থেকে অঙ্গদানের সিদ্ধান্ত নেয় ৷ মাত্র 41 বছর বয়সেই মৃত্যু হয়েছে এই অ্যানাস্থেটিস্টের ( Doctor Donate Organ) ৷ মৃত্যুর পরেও বেঁচে থাকলেন আরও অনেকের মধ্যে ৷

রাজ্য স্বাস্থ্য দফতরের অনুমতি পাওয়ার পরেই বুধবার সকালে অ্যাপোলো হাসপাতালে শুরু হয় অঙ্গদানের প্রস্তুতি ৷ সংযুক্তার লিভার পেয়েছেন অ্যাপোলো হাসপাতালের এক রোগী ৷ সংযুক্তার দু'টি কিডনির একটি এসএসকেএম হাসপাতালে চিকিসাধীন এক রোগীকে দেওয়া হবে। অন্যটি পেয়েছেন দমদমের বেসরকারি হাসপাতাল আইএলএস-এ চিকিৎসাধীন এক রোগী ৷

মরণোত্তর দেহদান ! চিকিৎসকের কিডনি পেলেন জামশেদপুরের এক মহিলা

আরও পড়ুন : canning : মানসিক ভারসাম্যহীন দুই সন্তান, কিডনি বিকল গৃহকর্তার ; সরকারি সাহায্যের আর্জি গৃহকত্রীর

অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, ম্যাচিং গ্রহীতা পাওয়ার পরেই গ্রিন করিডর করে আইএলএস হাসপাতালে নিয়ে আসা হয় একটি কিডনি ৷ এখানে চিকিৎসাধীন জামশেদপুরের বাসিন্দা 52 বছরের এক মহিলার শরীরে কিডনি স্থাপন করা হয় ৷ দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি ৷ গতকালই দমদমের আইএলএস হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ কিডনি পাওয়া যাওয়ায় আজই কিডনি প্রতিস্থাপন পক্রিয়া শুরু হয় ৷ অ্যাপালো হাসপাতাল থেকে মাত্র 14 মিনিটে দমদমের আইএলএস হাসপাতালে পৌছয় কিডনি ৷

সল্টলেক, 4 মে: মরণোত্তর অঙ্গদান করে মৃত্যুর পরও কর্তব্য পালনে অবিচল নিউরো অ্যানাস্থেটিস্ট সংযুক্তা শ্যাম রায় ৷ বাঁচিয়ে গেলেন আরও অনেক প্রাণ ৷ মঙ্গলবার শহরের ইএমবাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ব্রেন ডেথ হয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ তারপরে পরিবারের পক্ষ থেকে অঙ্গদানের সিদ্ধান্ত নেয় ৷ মাত্র 41 বছর বয়সেই মৃত্যু হয়েছে এই অ্যানাস্থেটিস্টের ( Doctor Donate Organ) ৷ মৃত্যুর পরেও বেঁচে থাকলেন আরও অনেকের মধ্যে ৷

রাজ্য স্বাস্থ্য দফতরের অনুমতি পাওয়ার পরেই বুধবার সকালে অ্যাপোলো হাসপাতালে শুরু হয় অঙ্গদানের প্রস্তুতি ৷ সংযুক্তার লিভার পেয়েছেন অ্যাপোলো হাসপাতালের এক রোগী ৷ সংযুক্তার দু'টি কিডনির একটি এসএসকেএম হাসপাতালে চিকিসাধীন এক রোগীকে দেওয়া হবে। অন্যটি পেয়েছেন দমদমের বেসরকারি হাসপাতাল আইএলএস-এ চিকিৎসাধীন এক রোগী ৷

মরণোত্তর দেহদান ! চিকিৎসকের কিডনি পেলেন জামশেদপুরের এক মহিলা

আরও পড়ুন : canning : মানসিক ভারসাম্যহীন দুই সন্তান, কিডনি বিকল গৃহকর্তার ; সরকারি সাহায্যের আর্জি গৃহকত্রীর

অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, ম্যাচিং গ্রহীতা পাওয়ার পরেই গ্রিন করিডর করে আইএলএস হাসপাতালে নিয়ে আসা হয় একটি কিডনি ৷ এখানে চিকিৎসাধীন জামশেদপুরের বাসিন্দা 52 বছরের এক মহিলার শরীরে কিডনি স্থাপন করা হয় ৷ দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি ৷ গতকালই দমদমের আইএলএস হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ কিডনি পাওয়া যাওয়ায় আজই কিডনি প্রতিস্থাপন পক্রিয়া শুরু হয় ৷ অ্যাপালো হাসপাতাল থেকে মাত্র 14 মিনিটে দমদমের আইএলএস হাসপাতালে পৌছয় কিডনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.