কলকাতা, 6 মে : কাশীপুরের বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (HC orders on Arjun Chaurasia Death Case) ৷ মৃতের পরিবার ও বিজেপি'র আবেদনের ভিত্তিতে শুক্রবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে কলকাতার কমান্ড হাসপাতালে অর্জুনের দেহের ময়নাতদন্ত করতে হবে ৷ আদালত আরও জানিয়েছে, ভিডিওগ্রাফি করতে হবে ময়নাতদন্তের ৷
আরও পড়ুন : রাজনৈতিক হত্যার পরম্পরা চলছে বাংলায় : অমিত শাহ
এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, অর্জুন চৌরাসিয়ার দেহ ময়নাতদন্তের জন্য একটি মেডিক্যাল টিম গঠন করবেন কমান্ড হাসপাতালের প্রধান ৷ কল্যাণীর এইমস হাসপাতালের এক চিকিৎসক থাকবেন সেই টিমে ৷ আরজি কর হাসপাতালের ফরেনসিক সায়েন্স বিভাগের প্রধানও উপস্থিত থাকতে পারেন এই মেডিক্যাল টিমে ৷ কলকাতার পুলিশ কমিশনারকে আদালত নির্দেশ দিয়েছে, মৃতদেহ যাতে সাবধানে আরজি কর হাসপাতাল থেকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেটা তিনি নিশ্চিত করবেন ৷ এই গোটা প্রক্রিয়া চলাকালীন উপস্থিত থাকবেন দক্ষিণ চব্বিশ পরগানার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ।
এদিন আদালতে পরিবারের তরফে আইনজীবী সুবীর সান্যাল বলেন, "26 বছরের তরুণ ছেলে অর্জুন চৌরাসিয়া । গতকাল সন্ধ্যা বেলা ঘুরতে বেরিয়েছিল । আজ সকালে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । পা মাটিতে ছুঁয়েছিল । পরিত্যক্ত রেলওয়ে আবাসন থেকে তার দেহ পাওয়া যায় । ভোট পরবর্তী হিংসায়ও সে আক্রান্ত হয়েছিল । পুলিশ ময়নাতদন্তের জন্য অর্জুনের দেহ নিতে এলে বাধা দেওয়ায় তাঁর মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের মারা হয় । পুলিশ লাঠিচার্জ করে । ফরেনসিক টিম দিয়ে ময়নাতদন্ত করা হোক তাঁর দেহের ৷" বিজেপি নেত্রী তথা অর্জুনের মায়ের আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, " চিৎপুর পুলিশ স্টেশনে গিয়েছিলাম । পুলিশ কোনও সহযোগিতা করেনি । এটা ভোট পরবর্তী হিংসারই পুনরাবৃত্তি । গতকাল রাত ন'টার সময় এই ঘটনা ঘটে । অমিত শাহের সফর উপলক্ষে কাশীপুরে অর্জুনের 200 জন বিজেপি সদস্যকে নিয়ে মিছিল করার কথা ছিল । ময়নাতদন্ত সিএফএসএল টিম করুক বা এইমসের চিকিৎসক করুন । পুলিশের উপর আমাদের আস্থা নেই । যে পুলিশ ছেলেটির মায়ের চুলের মুঠি ধরে টেনেছে । সেই পুলিশকে বিশ্বাস করা সম্ভব? "
আরও পড়ুন : কাশীপুরে মৃত বিজেপি কর্মীর বাড়িতে শাহ, সিবিআই তদন্তের দাবি
অন্যদিকে, রাজ্যের তরফে আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় বলেন, "এই মুহূর্তে আরজি কর হাসপাতালে রয়েছে ছেলেটির দেহ । আরজি কর হাসপাতালের ফরেনসিক সায়েন্স বিভাগের প্রধান ও অন্যান্য ডাক্তাররা ময়নাতদন্ত করছেন ৷ জেলা বিচারক বা অন্য কারও নেতৃত্বে ময়নাতদন্ত করার নির্দেশ দিক আদালত । এখানে লুকোনোর কিছু নেই ।" কেন্দ্রের তরফে আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, "কমান্ড হাসপাতাল রয়েছে । সেখানে ময়নাতদন্ত হতে পারে ।"পরিবারের তরফে সুবীর সান্যাল ফের বলেন, "যেটাই হোক, রাজ্যের তত্ত্বাবধানে যেন না করা হয় । এর আগে অভিজিৎ সরকারের মৃত্যুতে কমান্ড হাসপাতালেই ময়নাতদন্ত হয়েছিল।" সব পক্ষের বক্তব্য শোনার পর এদিন হাইকোর্ট নির্দেশ দেয় কমান্ড হাসপাতালেই অর্জুনের দেহের ময়নাদতন্ত হবে ৷ এইমসের চিকিৎসক উপস্থিত থাকবেন ৷