ETV Bharat / state

কলকাতায় কালবৈশাখির দাপট, বিপর্যস্ত জনজীবন - kolkata

কলকাতায় কালবৈশাখির দাপটে বিপর্যস্ত জনজীবন। ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। ট্রেন চলাচল ব্যাহত।

কলকাতায় কালবৈশাখির সতর্কতা জারি
author img

By

Published : Apr 5, 2019, 5:57 PM IST

Updated : Apr 5, 2019, 11:28 PM IST

কলকাতা, 5 এপ্রিল : কালবৈশাখির দাপটে বিপর্যস্ত কলকাতার জনজীবন। ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হাওড়া শাখার বিভিন্ন ট্রেন দেরিতে চলছে।

ঝড়বৃষ্টির কারণে কামারকুণ্ডু, বেলানগর, জনাই রোড ও ডানকুনি লাইনের অনেকগুলি ট্রেন দেরিতে চলছে। ওভারহেডের তারের উপর গাছের ডাল ভেঙে পড়ার কারণে সন্ধে 7টা 10 মিনিট থেকে 8টা 10মিনিটের মধ্যে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে হাওড়া -ব্যান্ডেল ও শেওড়াফুলি-তারকেশ্বর শাখায় ট্রেন চলাচলে সমস্যা হয়। রাত 8টা নাগাদ শিয়ালদা শাখায় বি বা দী বাগ স্টেশনের লাইনের উপর গাছ পড়ে যায়। 8টা 27 মিনিটে গাছ সরিয়ে লাইনটি আবার পরিষ্কার করা হয়।

কলকাতায় ঝড় বৃষ্টি, দেখুন ভিডিয়ো

সাউদার্ন অ্যাভিনিউ, প্রিন্স আনোয়ার শাহ রোড, বরোজ রোড(রোয়িং ক্লাব), ফেয়ারলি প্লেস স্যান্ড রোড, পটুয়াপাড়া কালীঘাট রোড এবং এ জে সি রোডে ঝড়ের কারণে গাছ ভেঙে পড়েছে। আগামী তিনদিন কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি।

কলকাতা, 5 এপ্রিল : কালবৈশাখির দাপটে বিপর্যস্ত কলকাতার জনজীবন। ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হাওড়া শাখার বিভিন্ন ট্রেন দেরিতে চলছে।

ঝড়বৃষ্টির কারণে কামারকুণ্ডু, বেলানগর, জনাই রোড ও ডানকুনি লাইনের অনেকগুলি ট্রেন দেরিতে চলছে। ওভারহেডের তারের উপর গাছের ডাল ভেঙে পড়ার কারণে সন্ধে 7টা 10 মিনিট থেকে 8টা 10মিনিটের মধ্যে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে হাওড়া -ব্যান্ডেল ও শেওড়াফুলি-তারকেশ্বর শাখায় ট্রেন চলাচলে সমস্যা হয়। রাত 8টা নাগাদ শিয়ালদা শাখায় বি বা দী বাগ স্টেশনের লাইনের উপর গাছ পড়ে যায়। 8টা 27 মিনিটে গাছ সরিয়ে লাইনটি আবার পরিষ্কার করা হয়।

কলকাতায় ঝড় বৃষ্টি, দেখুন ভিডিয়ো

সাউদার্ন অ্যাভিনিউ, প্রিন্স আনোয়ার শাহ রোড, বরোজ রোড(রোয়িং ক্লাব), ফেয়ারলি প্লেস স্যান্ড রোড, পটুয়াপাড়া কালীঘাট রোড এবং এ জে সি রোডে ঝড়ের কারণে গাছ ভেঙে পড়েছে। আগামী তিনদিন কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি।

Intro:আজ কলকাতায় কালবৈশাখীর সতর্কতাঃ দিয়েছে আলিপুর আবহাওয়া। কলকাতার সঙে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ঝড়ের সময় 45 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস চলতে পারে। আজ কাল পরশু অর্থাৎ আগামী তিন দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ঝড় ও বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


Body:আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির জন্য সর্তকতা জারি করা হয়েছে। মালদা, পূর্ব বর্ধমান, নদীয়া ,পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি তে সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। কলকাতা তেও কালবৈশাখী ঝড়ের সর্তকতা দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও আগামী তিন দিন উত্তরবঙ্গ কালবৈশাখী ও বিদ্যুৎসহ বৃষ্টি চলবে।


Conclusion:আলিপুর আবহাওয়া অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পশ্চিমবাংলা উড়িষ্যা ও ছত্রিশগড়ের ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পানি জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলে আকাশ মূলত মেঘলা রয়েছে। এইটুকু জেরে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। ও সর্বোচ্চ তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রী বেশি।
Last Updated : Apr 5, 2019, 11:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.