ETV Bharat / state

রাজ্যে আগামী তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আজ দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির সম্ভাবনা ৷ অন্যদিকে আজ অমাবস্যার কোটাল ৷ পাশাপাশি 11 তারিখ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করবে ৷ ফলে আগামী তিনদিন রাজ্যজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ৷

রাজ্যে আগামী তিন দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস
রাজ্যে আগামী তিন দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস
author img

By

Published : Jun 10, 2021, 10:53 AM IST

কলকাতা, 10 জুন : আজও দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ পাশাপাশি আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে ৷ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর ও উত্তর 24 পরগনায়।

অন্যদিকে, 11 তারিখ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করবে ৷ তারপর থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এছাড়াও হাওড়া, হুগলি, কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই মর্মেই আলিপুর আবহাওয়া অফিস আজ সন্ধ্যের পর থেকে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার জন্য সতর্কতা জারি করেছে ৷ পাশাপাশি আগামী কয়েকদিন তাঁদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞাও জারি করেছে ৷

12 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামের দু এক জায়গায় এবং দুই দিনাজপুর ও মালদাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 13 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলোতে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে।

উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় দার্জিলিং , কালিম্পং এর দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 12 তারিখ এবং 13 তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ,আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে।


আরও পড়ুন : Corona in India : মৃতের সংখ্যা সংশোধন বিহারের, দেশে দৈনিক মৃত্যু 6 হাজার পার

আজ অমাবস্যার কোটাল ৷ সমুদ্রে জলস্ফীতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ গঙ্গার জলস্তর 16 ফুট পর্যন্ত উঠতে পারে ৷ আগামীকাল 17 ফুটের বেশি জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে ৷ গঙ্গার উপকূলবর্তী নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। কলকাতার নিচু এলাকাগুলিতে জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে ।

আজ কলকাতার আকাশ মেঘলা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ শহরতলিতে। গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.0 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27. 7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। আগামী 24 ঘণ্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

কলকাতা, 10 জুন : আজও দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ পাশাপাশি আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে ৷ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর ও উত্তর 24 পরগনায়।

অন্যদিকে, 11 তারিখ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করবে ৷ তারপর থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এছাড়াও হাওড়া, হুগলি, কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই মর্মেই আলিপুর আবহাওয়া অফিস আজ সন্ধ্যের পর থেকে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার জন্য সতর্কতা জারি করেছে ৷ পাশাপাশি আগামী কয়েকদিন তাঁদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞাও জারি করেছে ৷

12 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামের দু এক জায়গায় এবং দুই দিনাজপুর ও মালদাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 13 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলোতে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে।

উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় দার্জিলিং , কালিম্পং এর দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 12 তারিখ এবং 13 তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ,আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে।


আরও পড়ুন : Corona in India : মৃতের সংখ্যা সংশোধন বিহারের, দেশে দৈনিক মৃত্যু 6 হাজার পার

আজ অমাবস্যার কোটাল ৷ সমুদ্রে জলস্ফীতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ গঙ্গার জলস্তর 16 ফুট পর্যন্ত উঠতে পারে ৷ আগামীকাল 17 ফুটের বেশি জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে ৷ গঙ্গার উপকূলবর্তী নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। কলকাতার নিচু এলাকাগুলিতে জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে ।

আজ কলকাতার আকাশ মেঘলা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ শহরতলিতে। গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.0 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27. 7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। আগামী 24 ঘণ্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.