কলকাতা, 15 জুন : পরিবহ মুখার্জি এখন অনেকটাই সুস্থ । জানালেন হাসপাতাল সুপার প্রসেনজিৎ বর্ধন রায় ।
রোগীমৃত্যুকে কেন্দ্র করে সোমবার (10 জুন) থেকে উত্তপ্ত NRS । রোগীর পরিবারের মারধরে পরিবহ নামে ওই জুনিয়র ডাক্তারের মাথাও ফেটে যায় । এর প্রতিবাদে আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা । শিকেয় ওঠে পরিষেবা ।
পরিবহের শারীরিক অবস্থা নিয়েও দুশ্চিন্তায় ছিল সবাই । গতকাল তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । তিনি বলেন, "ভালো আছে পরিবহ ।" এরপর আজ চিকিৎসক প্রসেনজিৎ বর্ধন রায় বলেন, "পরিবহ ভালো আছে । স্বাভাবিক খাওয়া-দাওয়া করছে। রিপোর্টও নরমাল । কথাবার্তা বলছে । আজ ক্ষত ড্রেসিং করা হয়েছে ।"
তবে, এখনই বাড়ি ফিরতে পারবেন না পরিবহ । চিকিৎসক রায়ের কথায়, "পরের সপ্তাহে ওকে ছাড়া হতে পারে । সেলাই না কাটলে ছাড়া যাবে না ।" তিনি আরও বলেন, "কনসালটেন্টের অনুমতি নিয়ে তবেই পুলিশ ওর বয়ান নিতে পারে ।" তবে, তিনি এও জানান, আর ট্রমার মধ্যে নেই পরিবহ ।