ETV Bharat / state

সরকারের অপরিকল্পিত নীতির জন্যই বিপাকে রাজ্যের গরিবরা:SUCI

author img

By

Published : Apr 27, 2020, 11:50 PM IST

সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ রাজ্য সরকারের তরফে নোটিস জারি করে "প্রচেষ্টা" ফর্ম জমা নেওয়া বন্ধ করে দেওয়া হয় । এর ফলে রাজ্য সরকার গরিব মানুষদের সঙ্গে চূড়ান্ত প্রতারণা করেছেন বলে আজ এক বিবৃতিতে জানিয়েছে SUCI ।

SUCI
SUCI

কলকাতা, 27 এপ্রিল: কেন্দ্রীয় সরকার পরিকল্পনাহীন লকডাউন ঘোষণা করেছে । আর রাজ্য সরকার পরিকল্পনাহীন প্রকল্প চালু করে রাজ্যের দুস্থ গরিব মানুষকে স্বপ্ন দেখিয়ে সেই প্রকল্প বন্ধ করে দিল । রাজ্য সরকারের "প্রচেষ্টা" প্রকল্প বন্ধ করা নিয়ে এমনই মন্তব্য করেছেন SUCI-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য । রাজ্য সরকার গরিব মানুষদের সঙ্গে চূড়ান্ত প্রতারণা করেছেন বলেও আজ এক বিবৃতিতে জানিয়েছে SUCI ।

সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ রাজ্য সরকারের তরফে নোটিস জারি করে "প্রচেষ্টা" ফর্ম জমা নেওয়া বন্ধ করে দেওয়া হয় । অথচ রাজ্যের প্রত্যেক BDO অফিসে ভোর ছ-টা থেকে হাজার হাজার গরিব মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন ফর্মের জন্য । তাদের কথা চিন্তা করেই উদ্বেগ প্রকাশ করেছেন চণ্ডীদাস ভট্টাচার্য । তিনি বলেন, "রোদ-বৃষ্টিতে লাইন দিয়েছিল গরিব মানুষরা । তাদের এই দুর্ভোগের জন্য রাজ্য সরকারের অপরিকল্পিত নীতিই দায়ী । আমাদের দাবি, 'প্রচেষ্টা' প্রকল্পকে দলবাজি মুক্ত করে, সুষ্ঠুভাবে কার্যকরী করার জন্য সরকার অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক । অনেক সময়ই দেখা যাচ্ছে কেন্দ্র বা রাজ্য সরকার যেসব প্রকল্পের ঘোষণা করছে, বাস্তবে তার সুবিধা পাওয়ার নির্ধারিত কোনও নীতি স্পষ্ট করছে না । এর ফলে অসহায় শ্রমিক, কৃষক, দিনমজুর, পরিচারিকা সহ সকলেই অসুবিধার মধ্যে পড়ছেন ।"

SUCI-এর পক্ষ থেকে এই প্রকল্প দ্রুত চালু করার দাবি জানানো হয়েছে । পাশাপাশি এর মধ্যে বার্ধ‍ক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যুবশ্রী প্রভৃতি SSY ভুক্ত যে সকল গরিব মানুষকে বাদ দেওয়া হয়েছিল, তাদেরকেও ফের যুক্ত করার দাবি উঠেছে ।

কলকাতা, 27 এপ্রিল: কেন্দ্রীয় সরকার পরিকল্পনাহীন লকডাউন ঘোষণা করেছে । আর রাজ্য সরকার পরিকল্পনাহীন প্রকল্প চালু করে রাজ্যের দুস্থ গরিব মানুষকে স্বপ্ন দেখিয়ে সেই প্রকল্প বন্ধ করে দিল । রাজ্য সরকারের "প্রচেষ্টা" প্রকল্প বন্ধ করা নিয়ে এমনই মন্তব্য করেছেন SUCI-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য । রাজ্য সরকার গরিব মানুষদের সঙ্গে চূড়ান্ত প্রতারণা করেছেন বলেও আজ এক বিবৃতিতে জানিয়েছে SUCI ।

সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ রাজ্য সরকারের তরফে নোটিস জারি করে "প্রচেষ্টা" ফর্ম জমা নেওয়া বন্ধ করে দেওয়া হয় । অথচ রাজ্যের প্রত্যেক BDO অফিসে ভোর ছ-টা থেকে হাজার হাজার গরিব মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন ফর্মের জন্য । তাদের কথা চিন্তা করেই উদ্বেগ প্রকাশ করেছেন চণ্ডীদাস ভট্টাচার্য । তিনি বলেন, "রোদ-বৃষ্টিতে লাইন দিয়েছিল গরিব মানুষরা । তাদের এই দুর্ভোগের জন্য রাজ্য সরকারের অপরিকল্পিত নীতিই দায়ী । আমাদের দাবি, 'প্রচেষ্টা' প্রকল্পকে দলবাজি মুক্ত করে, সুষ্ঠুভাবে কার্যকরী করার জন্য সরকার অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক । অনেক সময়ই দেখা যাচ্ছে কেন্দ্র বা রাজ্য সরকার যেসব প্রকল্পের ঘোষণা করছে, বাস্তবে তার সুবিধা পাওয়ার নির্ধারিত কোনও নীতি স্পষ্ট করছে না । এর ফলে অসহায় শ্রমিক, কৃষক, দিনমজুর, পরিচারিকা সহ সকলেই অসুবিধার মধ্যে পড়ছেন ।"

SUCI-এর পক্ষ থেকে এই প্রকল্প দ্রুত চালু করার দাবি জানানো হয়েছে । পাশাপাশি এর মধ্যে বার্ধ‍ক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যুবশ্রী প্রভৃতি SSY ভুক্ত যে সকল গরিব মানুষকে বাদ দেওয়া হয়েছিল, তাদেরকেও ফের যুক্ত করার দাবি উঠেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.