ETV Bharat / state

স্কুল না খোলা পর্যন্ত রোড ট্যাক্স দেওয়া সম্ভব নয়, জানাল পুলকার সংগঠনগুলি - PoolCar organizations said , Road taxes will not be given until the school reopens

স্কুলগুলি আবার কবে খুলবে তা এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না । আনলক ফেজ়ে অনেক কিছু স্বাভাবিক হলেও স্কুল বন্ধ থাকায় পুলকার ব্যবসার খুবই খারাপ অবস্থা । চরম আর্থিক অভাবের মধ্যে দিয়ে দিন গুজরান করতে হচ্ছে মালিক ও চালকদের ।

PoolCar organizations said , Road taxes will not be given until the school reopens
স্কুল না খোলা পর্যন্ত বন্ধ থাকবে রোড ট্যাক্স , জানালো পুলকার সংগঠনগুলি
author img

By

Published : Oct 31, 2020, 7:14 AM IST

কলকাতা, 31 অক্টোবর : দীর্ঘদিন ধরে বন্ধ সমস্ত স্কুল । বন্ধ পুলকার ব্যবসাও । নেই কোনও রোজগার । তাই আর রোড ট্যাক্স দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিল পুলকার সংগঠনগুলি । এই বিষয়ে 2 নভেম্বর পরিবহনসহ অন্যান্য দপ্তরে চিঠি দেবে তারা । এর আগেও রোড ট্যাক্সের উপর জরিমানা মকুব করার দাবিতে পরিবহন ও সংশ্লিষ্ট দপ্তরে ডেপুটেশন জমা দেয় পুলকার সংগঠনগুলি ।

স্কুলগুলি আবার কবে খুলবে তা এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না । আনলক ফেজ়ে অনেক কিছু স্বাভাবিক হলেও স্কুল বন্ধ থাকায় পুলকার ব্যবসার খুবই খারাপ অবস্থা । চরম আর্থিক অভাবের মধ্যে দিয়ে দিন গুজরান করতে হচ্ছে মালিক ও চালকদের । নেই কোনও রোজগার । তাই তাঁদের পক্ষে রোড ট্যাক্স দেওয়া সম্ভব নয় বলে জানান তাঁরা । পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ দত্ত বলেন , " কবে স্কুল খুলবে তা এখনও নিশ্চিত নয় । গাড়িগুলি টানা বসে রয়েছে । উপার্জন নেই । হাতে কোনও অর্থও নেই । "

তিনি আরও বলেন , "এক একটি গাড়ির ক্ষেত্রে রোড ট্যাক্স ছাড়া জরিমানা বাবদই অর্থ গিয়ে দাঁড়ায় প্রায় 15 থেকে 16 হাজার টাকা । আমাদের সংগঠনের প্রায় 90 শতাংশ মালিকের নতুন গাড়ি । মোরেটরিয়াম ঘোষণা হওয়ার আগেই বহু মালিক EMI দিয়ে দিয়েছিলেন ৷ আবার অনেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ভেবে মোরেটরিয়ামের আবেদন করেননি । তার উপর রয়েছে রোড ট্যাক্স ও সার্টিফিকেট অফ ফিটনেস ট্যাক্স । কোথা থেকে জোগাড় করব এখন এত টাকা ? তাই আমরা পরিবহন দপ্তরে চিঠি দিয়ে জানাব, স্কুল আবার খোলা না অবধি আমাদের পক্ষে আর কোনওরকম টাকা দেওয়া সম্ভব নয় । "

বেঙ্গল কার পুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অঞ্জন মুখোপাধ্যায় বলেন , " আমাদের সংগঠনের প্রায় 90 শতাংশ গাড়ির ক্ষেত্রে মালিকরা ছয় মাসের মোরেটরিয়ামের আবেদন করেছিলেন । গত এপ্রিল মাস থেকেই রোড ট্যাক্স, CF , EMI ও ইনস্যুরেন্স দিতে পারেনি কেউ । স্কুল আবার না খুললে আর কোনও টাকা দেওয়া মালিকদের পক্ষে সম্ভব নয় । পুরো বিষয়টি বিস্তারিত জানিয়ে পরিবহনমন্ত্রীকে চিঠিও দিয়েছি আমরা । "

তিনি আরও বলেন , "মোরেটরিয়াম নিয়ে সুপ্রিম কোর্টের রায় এখনও প্রকাশিত হয়নি । তাই সেই রায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে । অন্যদিকে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব যে বেসরকারি বাসের ক্ষেত্রে যেমন ছাড় দেওয়া হয়েছে, পুলকারের ক্ষেত্রেও যদি সেরকম কিছু ছাড় দেওয়া হয় ৷ তাহলে ব্যবসাটা আবার ঘুরে দাঁড়াতে পারবে । "

কলকাতা, 31 অক্টোবর : দীর্ঘদিন ধরে বন্ধ সমস্ত স্কুল । বন্ধ পুলকার ব্যবসাও । নেই কোনও রোজগার । তাই আর রোড ট্যাক্স দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিল পুলকার সংগঠনগুলি । এই বিষয়ে 2 নভেম্বর পরিবহনসহ অন্যান্য দপ্তরে চিঠি দেবে তারা । এর আগেও রোড ট্যাক্সের উপর জরিমানা মকুব করার দাবিতে পরিবহন ও সংশ্লিষ্ট দপ্তরে ডেপুটেশন জমা দেয় পুলকার সংগঠনগুলি ।

স্কুলগুলি আবার কবে খুলবে তা এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না । আনলক ফেজ়ে অনেক কিছু স্বাভাবিক হলেও স্কুল বন্ধ থাকায় পুলকার ব্যবসার খুবই খারাপ অবস্থা । চরম আর্থিক অভাবের মধ্যে দিয়ে দিন গুজরান করতে হচ্ছে মালিক ও চালকদের । নেই কোনও রোজগার । তাই তাঁদের পক্ষে রোড ট্যাক্স দেওয়া সম্ভব নয় বলে জানান তাঁরা । পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ দত্ত বলেন , " কবে স্কুল খুলবে তা এখনও নিশ্চিত নয় । গাড়িগুলি টানা বসে রয়েছে । উপার্জন নেই । হাতে কোনও অর্থও নেই । "

তিনি আরও বলেন , "এক একটি গাড়ির ক্ষেত্রে রোড ট্যাক্স ছাড়া জরিমানা বাবদই অর্থ গিয়ে দাঁড়ায় প্রায় 15 থেকে 16 হাজার টাকা । আমাদের সংগঠনের প্রায় 90 শতাংশ মালিকের নতুন গাড়ি । মোরেটরিয়াম ঘোষণা হওয়ার আগেই বহু মালিক EMI দিয়ে দিয়েছিলেন ৷ আবার অনেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ভেবে মোরেটরিয়ামের আবেদন করেননি । তার উপর রয়েছে রোড ট্যাক্স ও সার্টিফিকেট অফ ফিটনেস ট্যাক্স । কোথা থেকে জোগাড় করব এখন এত টাকা ? তাই আমরা পরিবহন দপ্তরে চিঠি দিয়ে জানাব, স্কুল আবার খোলা না অবধি আমাদের পক্ষে আর কোনওরকম টাকা দেওয়া সম্ভব নয় । "

বেঙ্গল কার পুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অঞ্জন মুখোপাধ্যায় বলেন , " আমাদের সংগঠনের প্রায় 90 শতাংশ গাড়ির ক্ষেত্রে মালিকরা ছয় মাসের মোরেটরিয়ামের আবেদন করেছিলেন । গত এপ্রিল মাস থেকেই রোড ট্যাক্স, CF , EMI ও ইনস্যুরেন্স দিতে পারেনি কেউ । স্কুল আবার না খুললে আর কোনও টাকা দেওয়া মালিকদের পক্ষে সম্ভব নয় । পুরো বিষয়টি বিস্তারিত জানিয়ে পরিবহনমন্ত্রীকে চিঠিও দিয়েছি আমরা । "

তিনি আরও বলেন , "মোরেটরিয়াম নিয়ে সুপ্রিম কোর্টের রায় এখনও প্রকাশিত হয়নি । তাই সেই রায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে । অন্যদিকে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব যে বেসরকারি বাসের ক্ষেত্রে যেমন ছাড় দেওয়া হয়েছে, পুলকারের ক্ষেত্রেও যদি সেরকম কিছু ছাড় দেওয়া হয় ৷ তাহলে ব্যবসাটা আবার ঘুরে দাঁড়াতে পারবে । "

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.