ETV Bharat / state

কলকাতা স্টেশনের কাছে স্কুটিতে ধাক্কা পুলকারের, গ্রেপ্তার চালক - কলকাতা স্টেশনে পুলকার দুর্ঘটনা

Representative Image
ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 17, 2020, 12:42 PM IST

Updated : Feb 17, 2020, 5:37 PM IST

12:40 February 17

কলকাতা, 17 ফেব্রুয়ারি : কলকাতা স্টেশনের কাছে পুলকার দুর্ঘটনা । ঘটনায় আহত হয়েছে দু'জন পড়ুয়া । তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পুলকার চালক মহম্মদ শাহিলকে ।

আজ সকালে কলকাতা স্টেশনের কাছে পুলকারে স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছিলেন মহম্মদ শাহিল । হঠাৎই উলটো দিক থেকে আসা একটি স্কুটারকে ধাক্কা মারে পুলকারটি । তারপর কোনওরকমে পুলকার থামান চালক । ঘটনায় আহত হয় দুই স্কুল পড়ুয়া । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । আহত স্কুল পড়ুয়াদের আর জি কর হাসপাতালে নিয়ে যায় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই পড়ুয়াকে ছেড়ে দেওয়া হয় । পাশাপাশি গ্রেপ্তার করা হয় ওই পুলকারের চালককে ।  

হুগলির পোলবার পুলকার দুর্ঘটনার রেশ কাটার আগে ফের এই ঘটনা নতুন করে আতঙ্ক তৈরি করল । ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে পুলকার চালকদের গাফিলতি । স্কুল পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে পুলিশও । অধিকাংশ পুলকারের আইনত স্বীকৃতি নেই । আবার, ঠিকমতো মেরামত হয় না ।

পুলকারগুলির ভূমিকা নিয়ে স্কুল ও অভিভাবকদের সতর্ক থাকতে বলা হয়েছে । এর মধ্যে আজকের ঘটনা ফের নতুন করে নিরাপত্তার প্রসঙ্গটি উসকে দিল । 

12:40 February 17

কলকাতা, 17 ফেব্রুয়ারি : কলকাতা স্টেশনের কাছে পুলকার দুর্ঘটনা । ঘটনায় আহত হয়েছে দু'জন পড়ুয়া । তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পুলকার চালক মহম্মদ শাহিলকে ।

আজ সকালে কলকাতা স্টেশনের কাছে পুলকারে স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছিলেন মহম্মদ শাহিল । হঠাৎই উলটো দিক থেকে আসা একটি স্কুটারকে ধাক্কা মারে পুলকারটি । তারপর কোনওরকমে পুলকার থামান চালক । ঘটনায় আহত হয় দুই স্কুল পড়ুয়া । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । আহত স্কুল পড়ুয়াদের আর জি কর হাসপাতালে নিয়ে যায় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই পড়ুয়াকে ছেড়ে দেওয়া হয় । পাশাপাশি গ্রেপ্তার করা হয় ওই পুলকারের চালককে ।  

হুগলির পোলবার পুলকার দুর্ঘটনার রেশ কাটার আগে ফের এই ঘটনা নতুন করে আতঙ্ক তৈরি করল । ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে পুলকার চালকদের গাফিলতি । স্কুল পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে পুলিশও । অধিকাংশ পুলকারের আইনত স্বীকৃতি নেই । আবার, ঠিকমতো মেরামত হয় না ।

পুলকারগুলির ভূমিকা নিয়ে স্কুল ও অভিভাবকদের সতর্ক থাকতে বলা হয়েছে । এর মধ্যে আজকের ঘটনা ফের নতুন করে নিরাপত্তার প্রসঙ্গটি উসকে দিল । 

Last Updated : Feb 17, 2020, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.