ETV Bharat / state

বদলে গেল নিয়ম, গাড়ির ধোঁয়া পরীক্ষা করার ক্ষেত্রে মেটাতে হবে না ই-চালানের মামলা - গাড়ির ধোঁয়া পরীক্ষা

Pollution testing: বদলে গেল গাড়ির ধোঁয়া পরীক্ষার নিয়ম ৷ ই-চালানের মামলা বাকি থাকলেও গাড়ির দূষণ পরীক্ষা করা যাবে ৷ পুরনো নিয়ম ফিরতেই স্বস্তি গাড়ি চালকদের ৷ বাণিজ্যক এবং ব্যাক্তিগত গাড়ির মালিক সুবিধার্থে এই সিদ্ধান্ত ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 8:49 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর: কিছুটা হলেও স্বস্তি মিলল গাড়ির চালক ও মালিকদের । কারণ এবার থেকে ই-চালান মেটানো না-থাকলেও গাড়ির দূষণ পরীক্ষা করানো যাবে। যদিও এই নিয়ম আগেও ছিল ৷ আবারও তা ফিরে এল বলা যায় ৷ নয়া বিধি চালুও হয়ে গিয়েছে ৷ বুধবার বেশ কয়েকজন গাড়ি চালক ধোঁয়া পরীক্ষা করতে গিয়ে দেখেন ই-চালানের মামলা না-মেটালেও তাঁদের দূষণ পরীক্ষা করতে কোনও সমস্যা হয়নি ৷

কয়েকদিন আগেই একটি বিজ্ঞপ্তিতেই উল্লেখ করা হয়েছিল, বাকি পড়ে থাকা সমস্ত পুলিশি মামলা মিটলে তবেই গাড়ির পরীক্ষা করা যাবে। আর এই বিজ্ঞপ্তির পরেই মাথায় হাত পড়েছিল মালিকপক্ষের । আপাতত এই নিয়ম বাতিল করেছে পরিবহণ দফতর । তবে এই নিয়ে এখনও পরিবহণ বিভাগের পক্ষ থেকে কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি করা করা হয়নি । এই প্রসঙ্গেই ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, যে যেদিন এই বিজ্ঞপ্তির কথা কানে এসেছিল তার পরদিনই পরিবহণ মন্ত্রীকে এই নিয়ম নিয়ে আপত্তি জানিয়ে চিঠি দেওয়া হয় ।

পাশপাশি বাস-মিনিবাস সমন্বয়ে সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে জানান যে, গত সপ্তাহে তাঁর সংগঠনের এক মালিকের ই-চালানের কেসগুলো মেটানো ছিল না বলে ধোঁয়া পরীক্ষা করতে গিয়ে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছিল । তবে আজ যখন আর একজন ধোঁয়া পরীক্ষা করতে যান তিনি ই-চালান না মিটিয়েই সফলভাবে পরীক্ষা করাতে পেরেছেন । নতুন এই সিদ্ধান্তে মালিকদের অনেটাই সুবিধা হবে। যাত্রী পরিবহনকে চালু রাখা সরকারের দায়িত্ব তাই চিন্তাভাবনা না-করেই তড়িঘড়ি এই ধরনের সিদ্ধান্ত নিলে তা যেমন যাত্রীদের সমস্যার সৃষ্টি করবে তেমনই গণপরিবহনের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ কর্মীদের নাকাল হতে হবে । তাই এই সিদ্ধান্তকে সংগঠন স্বাগত জানায় ।

পরিবহণ বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, যে একদিকে যেমন বাণিজ্যক এবং ব্যক্তিগত গাড়ির মালিকরা তাঁদের সমস্যার কথা জানিয়েছিলেন অন্যদিকে ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের তরফেও বেশ কিছু সমস্যার কথা জানানো হয়েছিল। তাই দু'পক্ষের দাবির ভিত্তিতে আগের নিয়মই বলবৎ থাকছে।

আরও পডু়ন:

  1. একাধিক সুরা কোম্পানিতে আয়কর হানা, বাজেয়াপ্ত 300 কোটি টাকা!
  2. রাজ্যে প্রথম হয়ে দিল্লির লড়াইয়ে মালদার মেয়ে, 2 টাকায় দেশজয়ের স্বপ্নে উড়ান শুরু পাখির
  3. ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন! আতঙ্কিত যাত্রীরা

কলকাতা, 7 ডিসেম্বর: কিছুটা হলেও স্বস্তি মিলল গাড়ির চালক ও মালিকদের । কারণ এবার থেকে ই-চালান মেটানো না-থাকলেও গাড়ির দূষণ পরীক্ষা করানো যাবে। যদিও এই নিয়ম আগেও ছিল ৷ আবারও তা ফিরে এল বলা যায় ৷ নয়া বিধি চালুও হয়ে গিয়েছে ৷ বুধবার বেশ কয়েকজন গাড়ি চালক ধোঁয়া পরীক্ষা করতে গিয়ে দেখেন ই-চালানের মামলা না-মেটালেও তাঁদের দূষণ পরীক্ষা করতে কোনও সমস্যা হয়নি ৷

কয়েকদিন আগেই একটি বিজ্ঞপ্তিতেই উল্লেখ করা হয়েছিল, বাকি পড়ে থাকা সমস্ত পুলিশি মামলা মিটলে তবেই গাড়ির পরীক্ষা করা যাবে। আর এই বিজ্ঞপ্তির পরেই মাথায় হাত পড়েছিল মালিকপক্ষের । আপাতত এই নিয়ম বাতিল করেছে পরিবহণ দফতর । তবে এই নিয়ে এখনও পরিবহণ বিভাগের পক্ষ থেকে কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি করা করা হয়নি । এই প্রসঙ্গেই ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, যে যেদিন এই বিজ্ঞপ্তির কথা কানে এসেছিল তার পরদিনই পরিবহণ মন্ত্রীকে এই নিয়ম নিয়ে আপত্তি জানিয়ে চিঠি দেওয়া হয় ।

পাশপাশি বাস-মিনিবাস সমন্বয়ে সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে জানান যে, গত সপ্তাহে তাঁর সংগঠনের এক মালিকের ই-চালানের কেসগুলো মেটানো ছিল না বলে ধোঁয়া পরীক্ষা করতে গিয়ে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছিল । তবে আজ যখন আর একজন ধোঁয়া পরীক্ষা করতে যান তিনি ই-চালান না মিটিয়েই সফলভাবে পরীক্ষা করাতে পেরেছেন । নতুন এই সিদ্ধান্তে মালিকদের অনেটাই সুবিধা হবে। যাত্রী পরিবহনকে চালু রাখা সরকারের দায়িত্ব তাই চিন্তাভাবনা না-করেই তড়িঘড়ি এই ধরনের সিদ্ধান্ত নিলে তা যেমন যাত্রীদের সমস্যার সৃষ্টি করবে তেমনই গণপরিবহনের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ কর্মীদের নাকাল হতে হবে । তাই এই সিদ্ধান্তকে সংগঠন স্বাগত জানায় ।

পরিবহণ বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, যে একদিকে যেমন বাণিজ্যক এবং ব্যক্তিগত গাড়ির মালিকরা তাঁদের সমস্যার কথা জানিয়েছিলেন অন্যদিকে ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের তরফেও বেশ কিছু সমস্যার কথা জানানো হয়েছিল। তাই দু'পক্ষের দাবির ভিত্তিতে আগের নিয়মই বলবৎ থাকছে।

আরও পডু়ন:

  1. একাধিক সুরা কোম্পানিতে আয়কর হানা, বাজেয়াপ্ত 300 কোটি টাকা!
  2. রাজ্যে প্রথম হয়ে দিল্লির লড়াইয়ে মালদার মেয়ে, 2 টাকায় দেশজয়ের স্বপ্নে উড়ান শুরু পাখির
  3. ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন! আতঙ্কিত যাত্রীরা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.