কলকাতা, 3 মে : বাকি থাকা দুই কেন্দ্রের ভোট গ্রহণ আপাতত স্থগিত করল কমিশন ৷ জঙ্গিপুর এবং সামশেরগঞ্জে প্রার্থী মারা যাওয়ার কারণে পুনরায় ভোট গ্রহণের দিন ঠিক হয় 16 মে ৷ কিন্তু কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে তা স্থগিত করল কমিশন ৷ এখনও পর্যন্ত পরবর্তী দিন ঘোষণা করা হয়নি ৷
কমিশনের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশার মুখ্য নির্বাচন অধিকারিকদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট নেয় নির্বাচন কমিশন ৷ এরপর কমিশন লকডাউনের এবং কোভিড পরিস্থিতির বিষয়টিও খতিয়ে দেখেন ৷ এরপরই ওড়িশায় বাকি থাকা একটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন এবং পশ্চিমবঙ্গে বাকি থাকা দুটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কমিশন ৷
পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে দুই কেন্দ্রের ভোট গ্রহণ বাকি ছিল ৷ মুর্শিদাবাদের দু’টি বিধানসভা কেন্দ্র সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে সংযুক্ত মোর্চার প্রার্থীরা করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৷ তাই ওই দুই কেন্দ্রে ভোট স্থগিত হয়ে যায় ৷ পরে নির্বাচন কমিশনের তরফে জানানো হয় যে ওই দুই কেন্দ্রে 13 মে নির্বাচন হবে ৷ কিন্তু ওই দিন ঈদ হওয়ার প্রবল সম্ভাবনা থাকায় নির্বাচনের তারিখ বদলে 16 মে করা হয় এবং 19 মে ভোট গণনার দিন ঠিক হয় ৷ কিন্তু কোভিড পরিস্থিতির জেরে তা আবার স্থগিত করল কমিশন ৷ তবে পরবর্তী কবে ওই দুই কেন্দ্রে ভোট গ্রহণ হবে, তা জানায়নি কমিশন ৷
আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক