কলকাতা, 18 ফেব্রুয়ারি : তাপস পালের জীবনের বিপর্যয়ের জন্য দায়ি রাজনীতিই ৷ 2001 সালে বিধায়ক হয়ে বিধানসভায় আসেন ৷ রাজনীতিতে যোগ দেওয়া একটা ভুল পদক্ষেপ ছিল বলে মনে করছেন তাপস পালের সহকর্মীরা ৷ তাঁদের মতে, রাজনীতিতে যোগ দেওয়ার ফলে এই অকাল মৃত্যু ৷
তারপর থেকেই কংগ্রেসের মুখ্য সচেতক অসিত মিত্রর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ৷ কথায় কথায় বলে ফেললেন, "তাপস পালের জীবনের বিপর্যয়ের মূল কারণ রাজনীতি ৷" একই কথা কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মার মুখেও ৷ তিনিও বলেন, "রাজনীতির জগতে না এলে তাপস পালের অকাল মৃত্যু ঘটত না ৷"
বিধায়ক জীবনের অনেক স্মৃতির কথা ভাগ করলেন অসিত মিত্র ৷ অধিবেশন কক্ষে তাঁর পাশেই বসতেন তাপস পাল ৷ সুখ দুঃখের অনেক কথা ভাগ করে নিতেন ৷ অসিতবাবু বলেন, "হঠাৎ অভিনয় ছেড়ে রাজনীতিতে আসা নিয়ে জানতে চাইলে তাপস বলতেন, মমতা দিদির ইচ্ছাতেই রাজনীতিতে আসা ৷"
অন্যদিকে, তাঁর এই অকাল মৃত্যুর জন্য তৃণমূলকেই দায়ি করলেন মুর্শিদাবাদের ফারাক্কার বিধায়ক মইনুল হক ৷ তাঁরও প্রথম আলাপ বিধানসভাতেই ৷ তিনিও বললেন, "তাপস পাল রাজনীতিতে না আসলেই ভালো করতেন ৷ তাহলে আজ এই পরিণতি হত না ৷" তিনি অভিযোগ করেন, "যখন বন্দী দশায় তাপস পাল, তখন একবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের সাংসদের সঙ্গে দেখা করেননি ৷ আর্থিক প্রতারণার মামলায় বিচারাধীন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ৷ তাতেই দুঃখপ্রকাশ করেছিলেন তাপস পাল ৷"