কলকাতা, 26 মে: 'দ্য কেরালা স্টোরি'র পর 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল'। এই ছবির মাধ্যমে পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা হয়েছে, এই অভিযোগে ছবিটির পরিচালক সনোজ মিশ্রকে তলব করেছে কলকাতা পুলিশ ৷ ছবিটি নিয়ে পুলিশের এই ভূমিকায় সরব হয়েছে বিরোধীরা ৷ বিরোধিতার সুর একই বাম ও বিজেপির ৷ তবে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস কিন্তু এই ছবিতে বাংলাকে কলুষিত করার প্রয়াস দেখছে । আর সে কারণেই পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তারা । তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে খোলাখুলি পুলিশকে সমর্থন জানিয়েছেন ।
প্রথমে 'কাশ্মীর ফাইলস', তারপর 'দ্য কেরালা স্টোরি', এবার 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' । বিতর্ক থামছে না বাংলায় । প্রসঙ্গত 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ট্রেলার সামনে আসার পর তা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে । কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই ছবির পরিচালক সনোজ মিশ্রকে আগামী 30 মে আমহার্স্ট স্ট্রিট থানায় তলব করা হয়েছে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে আক্রমণ এবং প্রতি আক্রমণের পালা ।
ছবির পরিচালককে পুলিশের তলবের প্রসঙ্গে সরব হয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "দেখতেই তো পেলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এত মিথ্যে কথা বলেন, উনি বললেন এখানে কেরালা স্টোরির কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে । উনি আইন-শৃঙ্খলার দোহাই দিয়ে এখানে ছবি দেখানো বন্ধ করে দিতে চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের নাকে ঝামা ঘষে দিয়েছে ৷ তারপরেও কিন্তু শিক্ষা হয়নি এই সরকারের । একই কাজ করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ।"
এদিন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের গলাতেও একই সুর শোনা গিয়েছে ৷ এই আইনজীবী তথা সাংসদ নেতার কথায়, পুলিশ যদি নোটিশ দিয়ে ডেকে থাকেন তাহলে এক্তিয়ার বহির্ভূত কাজ করেছে । যাঁকে নোটিশ পাঠানো হয়েছে তাঁর অবিলম্বে উচিৎ কোর্টে যাওয়া। তিনি বলেন, "কোনও ছবি রাজ্যকে কলঙ্কিত করেছে না করেনি সেটা রাজ্য পালটা প্রচার করে বলতে পারে । কিন্তু আমার মত প্রকাশের অধিকারে হস্তক্ষেপ করতে পারে না । সম্প্রতি কেরালা স্টোরি নিয়ে থাপ্পড় খেয়েছে । তার আগে ভূতের ভবিষ্যত নিয়ে । মত প্রকাশে বাধা সৃষ্টির জন্য পুলিশকে এভাবে ব্যবহার করা অত্যন্ত অগণতান্ত্রিক ও অসাংবিধানিক ।"
আরও পড়ুন: 'বাংলাকে অপমান করা উদ্দেশ্য নয়, গবেষণা করে সত্য তুলে ধরেছি'; দাবি পরিচালক সনোজের
তবে রাজ্যের শাসকদলের তরফ থেকে পুলিশের ভূমিকাকে সমর্থন জানিয়ে বলা হয়েছে, 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' বলে যে সিনেমাটার কথা বলা হচ্ছে এটা কোনও সিনেমা হতে পারে না । সম্পূর্ণ প্ররোচনা দেওয়ার ও ধর্মীয় ভেদাভেদ তৈরি করার জন্য বিষ ছড়ানোর চক্রান্ত । কুণাল ঘোষের কথায়, শুধু নোটিশ পাঠানো নয়, এই ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করা উচিত । এর সঙ্গে সিনেমা ও শিল্পের কোনও সম্পর্ক নেই । তিনি অভিযোগ করে বলেন,"এই ধরনের ছবি বিজেপির এজেন্ডায় তৈরি হচ্ছে । যদি বেঙ্গল স্টোরি করতে হয় তাহলে একের পর এক প্রকল্পে রাজ্য যেখানে প্রথম পুরস্কার পায় তার স্টোরি করতে হবে । আর যদি সন্ত্রাস দেখাতে হয় মরিচ ঝাঁপি দেখান, সাঁইবাড়ি হত্যাকাণ্ড দেখান । সেটাই তো বেঙ্গল স্টোরি ।"
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা, পরিচালক সনোজকে তলব লালবাজারের