ETV Bharat / state

Governor CV Ananda Bose: বাংলা শিখতে রাজ্যপালের হাতেখড়িকে তামাশা বলছে সিপিএম, স্বাগত জানাল বিজেপি-কংগ্রেস

বাংলা শিখতে তৎপর বাংলার নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ 26 জানুয়ারি রাজভবনে তাঁর হাতেখড়ি হওয়ার কথা (hate khori ceremony of Bengal Governor) ৷

ETV Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By

Published : Jan 19, 2023, 7:08 PM IST

কলকাতা, 19 জানুয়ারি: সরস্বতী পুজোর দিন হাতেখড়ি দিয়ে বাংলা শেখা শুরু করতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) ৷ রাজ্যপালের এই উদ্যোগকে অবশ্য তামাশা হিসেবেই দেখছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । 26 জানুয়ারি রাজভবনে রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেন সেলিম ৷

এমনিতেই রাজ্যপাল পদটিকে রাখা নিয়ে দলীয়ভাবে বিরোধিতা রয়েছে সিপিএমের । সিপিএম নেতাদের বিভিন্ন সময়ে একথাও বলতে শোনা গিয়েছে, রাজ্যপাল পদ রাখা আর সাদা হাতি পোষা একই জিনিস । এই প্রেক্ষিতেই রাজ্যপালের হাতে খড়ির বিষয়টিও ভালো চোখে দেখছেন না সেলিম ৷ মঙ্গলবার ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন, "এসব তামাশা নিয়ে কী বলব ! এ নিয়ে মাতামাতির এতকিছু নেই ।"

তাঁর মতে সিরিয়াস কোনও রাজনৈতিক ইস্যুতে প্রতিক্রিয়া জানানো যায় । তবে এসব বিষয়ে নয় । প্রসঙ্গত, রাজ্যপাল যেভাবে বাংলা ভাষার প্রতি তাঁর ভালোবাসা প্রদর্শন করছেন তা নিয়েই এদিন প্রশ্ন করা হয়েছিল সিপিএম রাজ্য সম্পাদককে । প্রশ্ন শুনেই চোটে যান তিনি । জানান, মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা, জীবন জীবিকার প্রশ্ন অথবা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় হলে তিনি প্রতিক্রিয়া জানাবেন । এসব তামাশা নিয়ে নয় ।

আরও পড়ুন: বাংলা লেখা শিখবেন রাজ্যপাল, সরস্বতী পুজোয় মুখ্যমন্ত্রীর সামনে হাতেখড়ি সিভি আনন্দ বোসের

অন্যদিকে, রাজ্যপালের হাতেখড়ি (hate khori ceremony of Governor CV Ananda Bose) প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, "রাজ্যপাল বাংলা শিখতে চাইছেন ভালো কথা । হাতেখড়ি হবে । অনুষ্ঠান করে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী, সাংবাদিকদের আমন্ত্রণ করলে তাঁরা যাবেন । এতে বাড়াবাড়ির কিছু আছে বলে মনে করি না ।"

তবে এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যপালের এই উদ্যোগকে স্বাগত জানালেও তাঁর দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন ৷ তিনি বলেন, "রাজ্যপাল বাংলা শিখতে চাইছেন অত্যন্ত আনন্দের খবর । একইসঙ্গে এটা একটা অভিনব প্রয়াস । রাজ্যপাল এসে বাংলা ভাষার সঙ্গে সম্পৃক্ত হওয়ার একটা চেষ্টা করছেন । মুখ্যমন্ত্রীও তাঁর হাতেখড়িতে উপস্থিত থাকবেন ।" পাশাপাশি তাঁর কটাক্ষ, কিন্তু সমস্যা হল অ-আ-ক-খ শিখে যারা স্কুলে যাচ্ছে তারা কোনও শিক্ষক পাচ্ছে না । বহু স্কুল শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে । বর্তমান স্কুল শিক্ষা ধ্বংসের দিকে পৌঁছে গিয়েছে । বেসরকারিকরণ বাড়ছে। স্কুলের সামগ্রিক পরিস্থিতির উপর হতাশ হয়ে বহু মানুষ তাঁদের ছেলেমেয়েদের আর স্কুলে পাঠাচ্ছেন না । এই বিষয়টিতেও রাজ্যপালের নজর দেওয়া উচিত বলে মনে করেন এই বিজেপি নেতা ৷

তবে, রাজভবনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । শাসক দলের মুখপাত্র তথা বরানগরের বিধায়ক তাপস রায় এই প্রসঙ্গে বলেন, "রাজ্যপাল বাংলা শিখতে চাইছেন এটা অত্যন্ত আনন্দের খবর । আমরা খোলা মনে তাঁকে স্বাগত জানাচ্ছি । বাংলা ভাষার প্রতি তার ভালোবাসা এবং বাংলার সংস্কৃতির প্রতি তার প্রেম অবশ্যই প্রশংসার দাবি রাখে ।"

কলকাতা, 19 জানুয়ারি: সরস্বতী পুজোর দিন হাতেখড়ি দিয়ে বাংলা শেখা শুরু করতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) ৷ রাজ্যপালের এই উদ্যোগকে অবশ্য তামাশা হিসেবেই দেখছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । 26 জানুয়ারি রাজভবনে রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেন সেলিম ৷

এমনিতেই রাজ্যপাল পদটিকে রাখা নিয়ে দলীয়ভাবে বিরোধিতা রয়েছে সিপিএমের । সিপিএম নেতাদের বিভিন্ন সময়ে একথাও বলতে শোনা গিয়েছে, রাজ্যপাল পদ রাখা আর সাদা হাতি পোষা একই জিনিস । এই প্রেক্ষিতেই রাজ্যপালের হাতে খড়ির বিষয়টিও ভালো চোখে দেখছেন না সেলিম ৷ মঙ্গলবার ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন, "এসব তামাশা নিয়ে কী বলব ! এ নিয়ে মাতামাতির এতকিছু নেই ।"

তাঁর মতে সিরিয়াস কোনও রাজনৈতিক ইস্যুতে প্রতিক্রিয়া জানানো যায় । তবে এসব বিষয়ে নয় । প্রসঙ্গত, রাজ্যপাল যেভাবে বাংলা ভাষার প্রতি তাঁর ভালোবাসা প্রদর্শন করছেন তা নিয়েই এদিন প্রশ্ন করা হয়েছিল সিপিএম রাজ্য সম্পাদককে । প্রশ্ন শুনেই চোটে যান তিনি । জানান, মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা, জীবন জীবিকার প্রশ্ন অথবা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় হলে তিনি প্রতিক্রিয়া জানাবেন । এসব তামাশা নিয়ে নয় ।

আরও পড়ুন: বাংলা লেখা শিখবেন রাজ্যপাল, সরস্বতী পুজোয় মুখ্যমন্ত্রীর সামনে হাতেখড়ি সিভি আনন্দ বোসের

অন্যদিকে, রাজ্যপালের হাতেখড়ি (hate khori ceremony of Governor CV Ananda Bose) প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, "রাজ্যপাল বাংলা শিখতে চাইছেন ভালো কথা । হাতেখড়ি হবে । অনুষ্ঠান করে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী, সাংবাদিকদের আমন্ত্রণ করলে তাঁরা যাবেন । এতে বাড়াবাড়ির কিছু আছে বলে মনে করি না ।"

তবে এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যপালের এই উদ্যোগকে স্বাগত জানালেও তাঁর দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন ৷ তিনি বলেন, "রাজ্যপাল বাংলা শিখতে চাইছেন অত্যন্ত আনন্দের খবর । একইসঙ্গে এটা একটা অভিনব প্রয়াস । রাজ্যপাল এসে বাংলা ভাষার সঙ্গে সম্পৃক্ত হওয়ার একটা চেষ্টা করছেন । মুখ্যমন্ত্রীও তাঁর হাতেখড়িতে উপস্থিত থাকবেন ।" পাশাপাশি তাঁর কটাক্ষ, কিন্তু সমস্যা হল অ-আ-ক-খ শিখে যারা স্কুলে যাচ্ছে তারা কোনও শিক্ষক পাচ্ছে না । বহু স্কুল শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে । বর্তমান স্কুল শিক্ষা ধ্বংসের দিকে পৌঁছে গিয়েছে । বেসরকারিকরণ বাড়ছে। স্কুলের সামগ্রিক পরিস্থিতির উপর হতাশ হয়ে বহু মানুষ তাঁদের ছেলেমেয়েদের আর স্কুলে পাঠাচ্ছেন না । এই বিষয়টিতেও রাজ্যপালের নজর দেওয়া উচিত বলে মনে করেন এই বিজেপি নেতা ৷

তবে, রাজভবনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । শাসক দলের মুখপাত্র তথা বরানগরের বিধায়ক তাপস রায় এই প্রসঙ্গে বলেন, "রাজ্যপাল বাংলা শিখতে চাইছেন এটা অত্যন্ত আনন্দের খবর । আমরা খোলা মনে তাঁকে স্বাগত জানাচ্ছি । বাংলা ভাষার প্রতি তার ভালোবাসা এবং বাংলার সংস্কৃতির প্রতি তার প্রেম অবশ্যই প্রশংসার দাবি রাখে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.