ETV Bharat / state

ADR Report : অজানা উৎস থেকে আয়ে শীর্ষে কংগ্রেস, দ্বিতীয় বিজেপি, তৃতীয় তৃণমূল - এডিআর রিপোর্ট

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (Association for Democratic Reforms- ADR) রিপোর্টে পাওয়া গেল- অজানা আয়ের উৎসে এখনও শীর্ষে রয়েছে কংগ্রেস ৷ তারপরই রয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস ৷ রিপোর্টটি প্রকাশিত হয়েছে 2019-20-এর অর্থবর্ষের ভিত্তিতে ৷

এডিআর রিপোর্ট : অজানা উৎস থেকে আয়ে এখনও শীর্ষে কংগ্রেস
এডিআর রিপোর্ট : অজানা উৎস থেকে আয়ে এখনও শীর্ষে কংগ্রেস
author img

By

Published : Aug 31, 2021, 6:29 PM IST

কলকাতা, 31 অগস্ট : রাজনৈতিক দলগুলি মুখে যতই স্বচ্ছতার কথা বলুক না কেন, প্রকৃতপক্ষে সে কথাগুলির সত্যতা বোঝা যায় রাজনৈতিক দলগুলির আয়ের উৎস নিয়ে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (Association for Democratic Reforms- ADR) সাম্প্রতিক বিশ্লেষণ থেকে । 2019-20 অর্থবর্ষে রাজনৈতিক দলগুলির আয়ের উৎস বিশ্লেষণ করে এডিআর জানাচ্ছে, তাদের আয়ের সিংহভাগই আসছে অজানা উৎস থেকে । এবং অজানা উৎস থেকে আয়ের তালিকায় এখনও শীর্ষে রয়েছে কংগ্রেস (Indian National Congress) ৷ দ্বিতীয় স্থানে বিজেপি (Bharatiya Janata Party) এবং তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) । এই তিনটি দল ছাড়াও আর যে চারটি রাজনৈতিক দলের আর্থিক উৎস নিয়ে বিশ্লেষণ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস সেগুলি হল- সিপিআইএম, সিপিআই, এনসিপি এবং বিএসপি । এই সাত রাজনৈতিক দলের মধ্যে একমাত্র বিএসপির কোনও অজানা উৎস থেকে আয় নেই বলে জানা যাচ্ছে ।

এডিআরের এই সাতটি রাজনৈতিক দলের আয়ের উৎস বিশ্লেষণ করে জানা যাচ্ছে, 2019-20 অর্থবর্ষে এই সাতটি দলের মোট আয়ের প্রায় 70.98 শতাংশই হল অজানা উৎস থেকে । এই ক্ষেত্রে এখনও শীর্ষে রয়েছে কংগ্রেস, যার অজানা উৎস থেকে আয় হয়েছে 77.10 শতাংশ । এরপরেই দ্বিতীয় স্থানে আছে বিজেপি ৷ তাদের অজানা উৎস থেকে আয় হয়েছে 72.93 শতাংশ । কংগ্রেস, বিজেপির পরই রয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ অজানা উৎস থেকে তাদের আয় হল 68.92 শতাংশ ।

রিপোর্টে চতুর্থ স্থানে রয়েছে সিপিআইএম ৷ তাদের 51.27 শতাংশ অজানা উৎস থেকে আয় রয়েছে ৷ পঞ্চম, ষষ্ঠ স্থানে রয়েছে সিপিআই এবং এনসিপি ৷ দেখা যাচ্ছে, অজানা উৎস থেকে সিপিআইয়ের 29.43 শতাংশ এবং শারদ পাওয়ারের এনসিপির 29.28 শতাংশ আয় হয়েছে ৷ এদের মধ্যে শুধু বিএসপিরই কোনও আয় দেখা যাচ্ছে না ৷ গত অর্থবর্ষে অজানা উৎস থেকে কুমারী মায়াবতীর বিএসপির আয় 0 শতাংশ ৷

রাজনৈতিক বিশ্লেষকদের মতে অবশ্য এতে আশ্চর্যের কিছু নেই । নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, " বিজেপি এবং কংগ্রেস দু'জনেই সেই অর্থে জাতীয় দল ৷ তাই তাদের অজানা উৎস থেকে আয়ের পরিমাণ অনেক বেশি হবেই । তবে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের আয়ের পরিমাণটাও কম নয় । আশ্চর্য হচ্ছি যে, সিপিআইএম এবং সিপিআইয়ের মতো ঘোষিত বামপন্থী পার্টিও একই দোষে দুষ্ট ৷"

আরও পড়ুন : Rahul Gandhi : 50 শতাংশ আয় বৃদ্ধি বিজেপির, টুইটে কটাক্ষ রাহুলের

কলকাতা, 31 অগস্ট : রাজনৈতিক দলগুলি মুখে যতই স্বচ্ছতার কথা বলুক না কেন, প্রকৃতপক্ষে সে কথাগুলির সত্যতা বোঝা যায় রাজনৈতিক দলগুলির আয়ের উৎস নিয়ে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (Association for Democratic Reforms- ADR) সাম্প্রতিক বিশ্লেষণ থেকে । 2019-20 অর্থবর্ষে রাজনৈতিক দলগুলির আয়ের উৎস বিশ্লেষণ করে এডিআর জানাচ্ছে, তাদের আয়ের সিংহভাগই আসছে অজানা উৎস থেকে । এবং অজানা উৎস থেকে আয়ের তালিকায় এখনও শীর্ষে রয়েছে কংগ্রেস (Indian National Congress) ৷ দ্বিতীয় স্থানে বিজেপি (Bharatiya Janata Party) এবং তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) । এই তিনটি দল ছাড়াও আর যে চারটি রাজনৈতিক দলের আর্থিক উৎস নিয়ে বিশ্লেষণ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস সেগুলি হল- সিপিআইএম, সিপিআই, এনসিপি এবং বিএসপি । এই সাত রাজনৈতিক দলের মধ্যে একমাত্র বিএসপির কোনও অজানা উৎস থেকে আয় নেই বলে জানা যাচ্ছে ।

এডিআরের এই সাতটি রাজনৈতিক দলের আয়ের উৎস বিশ্লেষণ করে জানা যাচ্ছে, 2019-20 অর্থবর্ষে এই সাতটি দলের মোট আয়ের প্রায় 70.98 শতাংশই হল অজানা উৎস থেকে । এই ক্ষেত্রে এখনও শীর্ষে রয়েছে কংগ্রেস, যার অজানা উৎস থেকে আয় হয়েছে 77.10 শতাংশ । এরপরেই দ্বিতীয় স্থানে আছে বিজেপি ৷ তাদের অজানা উৎস থেকে আয় হয়েছে 72.93 শতাংশ । কংগ্রেস, বিজেপির পরই রয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ অজানা উৎস থেকে তাদের আয় হল 68.92 শতাংশ ।

রিপোর্টে চতুর্থ স্থানে রয়েছে সিপিআইএম ৷ তাদের 51.27 শতাংশ অজানা উৎস থেকে আয় রয়েছে ৷ পঞ্চম, ষষ্ঠ স্থানে রয়েছে সিপিআই এবং এনসিপি ৷ দেখা যাচ্ছে, অজানা উৎস থেকে সিপিআইয়ের 29.43 শতাংশ এবং শারদ পাওয়ারের এনসিপির 29.28 শতাংশ আয় হয়েছে ৷ এদের মধ্যে শুধু বিএসপিরই কোনও আয় দেখা যাচ্ছে না ৷ গত অর্থবর্ষে অজানা উৎস থেকে কুমারী মায়াবতীর বিএসপির আয় 0 শতাংশ ৷

রাজনৈতিক বিশ্লেষকদের মতে অবশ্য এতে আশ্চর্যের কিছু নেই । নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, " বিজেপি এবং কংগ্রেস দু'জনেই সেই অর্থে জাতীয় দল ৷ তাই তাদের অজানা উৎস থেকে আয়ের পরিমাণ অনেক বেশি হবেই । তবে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের আয়ের পরিমাণটাও কম নয় । আশ্চর্য হচ্ছি যে, সিপিআইএম এবং সিপিআইয়ের মতো ঘোষিত বামপন্থী পার্টিও একই দোষে দুষ্ট ৷"

আরও পড়ুন : Rahul Gandhi : 50 শতাংশ আয় বৃদ্ধি বিজেপির, টুইটে কটাক্ষ রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.