কলকাতা, 23 ফেব্রুয়ারি : ইয়াবা সহ কলকাতায় ধরা পড়ল মালদার কালিয়াচকের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান । নাম আতিউর রহমান ওরফে মনোজ( 43 ) ৷ তবে মাদক পাচারে তিনি রাজনৈতিক পরিচিতি কাজে লাগাতেন কি না তা জানার চেষ্টা করছে গোয়েন্দারা ৷
কলকাতায় মাদক ঢুকবে বলে খবর ছিল স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দাদের কাছে । খবর ছিল, গাড়িতে আনা হবে ইয়াবা । সেইমতো চলছিল নজরদারি । সেই সূত্রে ময়দান থানা এলাকার সৈয়দ বাবা মাজারের কাছে গোয়েন্দারা থামায় দুটি গাড়ি । যার একটিতে ছিল মণিপুরের দু'জন । ফকির আহমেদ ওরফে ফখরুদ্দিন(32), জিয়াউর রহমান ওরফে জায়দুর । অন্য গাড়িতে ছিল আমিরুল শেখ(34) এবং আতিউর রহমান ওরফে মনোজ(43) । এই দুজনই মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা । আমিরুলের বাড়ি সুলতানগঞ্জ । আর আতিউর মোজামপুরের বাসিন্দা । আতিউর তৃণমূল পরিচালিত কালিয়াচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান । গাড়ি দু'টিতে তল্লাশি চালিয়ে প্রথমে কিছুই পাওয়া যায়নি । কিন্তু গোয়েন্দাদের কাছে নিশ্চিত খবর ছিল । গোয়েন্দারা সম্ভাব্য সব জায়গায় শুরু করে তল্লাশি । হঠাৎই তারা দেখতে পায় দরজায় অনেকটা ফাঁপা অংশ । খোলা হয় দরজার সেই অংশ । আর তাতেই বেরিয়ে পড়ে 13 কেজি 683 গ্রাম ইয়াবা ট্যাবলেট । যার বাজারদর 3 কোটি 90 লাখ টাকারও বেশি । এর পরই গ্রেপ্তার করা হয় ওই 4 জনকে ৷
গোয়েন্দারা মনে করছেন, মণিপুর থেকে আসা মাদক তুলে দেওয়া হচ্ছিল মালদার দু'জনের হাতে । ওই মাদক চলে যেত মালদায় । তারপর কালিয়াচক সীমান্ত দিয়ে পার করে দেওয়া হত বাংলাদেশে । ধৃতদের কাছ থেকে নগদ 4 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ ।
মায়ানমার থেকে উত্তর-পূর্ব ভারত । সেখান থেকে নানা পথে মাদক পৌঁছে যাচ্ছে কলকাতা শহরে । আবার কখনও তা পৌঁছে যাচ্ছে বাংলাদেশে । এভাবেই সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক মাদক চক্র । কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স সূত্রে খবর, এই চক্র তেমনই ।