ETV Bharat / state

অগ্নিমূল্য দর, 70টি বাজারে অভিযান পুলিশের - high price of vegetables

আজ সকাল থেকেই বাজারে নেমে পড়ল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷ উদ্দেশ্য, খুচরো বাজারে অগ্নিমূল্যের আসল কারণ খুঁজে বের করা ৷ কলকাতার VIP বাজার সহ আটটি বাজারে অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷

অভিযান পুলিশের
author img

By

Published : Nov 15, 2019, 8:20 PM IST

কলকাতা, 15 নভেম্বর : আজ সকাল থেকে বাজারে নেমে পড়ল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷ উদ্দেশ্য, খুচরো বাজারে অগ্নিমূল্যের আসল কারণ খুঁজে বের করা ৷ কলকাতার VIP বাজার সহ 70টি বাজারে অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷ গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন, "আলুর দাম নিয়ে খুচরো বাজারে কেউ কেউ বদমায়েশি করছে ৷ খুচরো বাজারে এবার নজরদারি চালাবে CID ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷" তারপরই আজ এই অভিযান চালায় পুলিশ ৷

আলু, পিঁয়াজ সহ সব সবজির চড়া দাম ৷ মধ্যবিত্তের হেঁশেলে আগুন ৷ খোলা বাজারে আলুর দর 22 টাকা থেকে 25 টাকার মধ্যে ঘোরাফেরা করছে ৷ পিঁয়াজ 80-100 টাকা ৷ কোনও সবজির দামই 50 টাকার কমে নেই ৷ এই পরিস্থিতিতে গতকাল দীর্ঘদিন পর বাজার নিয়ে যে টাস্ক ফোর্স রয়েছে, তাদের সঙ্গে গতকাল বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷

বৈঠকে মুখ্যমন্ত্রী আলু, পিঁয়াজ সহ সবজির মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ পিঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে তিনি বলেন, "পিঁয়াজ নিয়ে কেন্দ্রীয় সংস্থা NAFED-র সঙ্গে চুক্তি হয়েছিল আমাদের ৷ তারা বলেছিল 25 টাকা মূল্যে পিঁয়াজ দেবে ৷ কিন্তু তারা সেই চুক্তি মানেনি ৷ এর ফলে পিঁয়াজ নিয়ে সমস্যা রয়েছে ৷ তবে সুফল বাংলায় কম দামে পিঁয়াজ বিক্রি করছি ৷ আরও সুফল বাংলার সংখ্যা বাড়ানো হবে ৷ আলু হিমঘর থেকে বের হওয়ার পর 14 টাকা থেকে 15 টাকা দাম হওয়া উচিত ৷ খুচরো বাজারে কেউ কেউ বদমায়েশি করছে ৷ আলুর বাজার নিয়ে পুলিশ, এনফোর্সমেন্ট, CID নজরদারি চালাবে ৷"

এই বৈঠকেই উঠে আসে খুচরো ব্যবসায়ীরা চড়া দামে জিনিসপত্র বিক্রি করছেন । পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের মধ্যে দামের বড় হেরফের দেখা যাচ্ছে । সেই সূত্রেই এনফোর্সমেন্ট শাখা আজ ময়দানে নেমেছে । একজন ইনস্পেক্টরেরনেতৃত্বে মোট আটটি দল তৈরি করে বাজারগুলিতে নজরদারি শুরু হয়েছে ।

কলকাতা, 15 নভেম্বর : আজ সকাল থেকে বাজারে নেমে পড়ল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷ উদ্দেশ্য, খুচরো বাজারে অগ্নিমূল্যের আসল কারণ খুঁজে বের করা ৷ কলকাতার VIP বাজার সহ 70টি বাজারে অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷ গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন, "আলুর দাম নিয়ে খুচরো বাজারে কেউ কেউ বদমায়েশি করছে ৷ খুচরো বাজারে এবার নজরদারি চালাবে CID ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷" তারপরই আজ এই অভিযান চালায় পুলিশ ৷

আলু, পিঁয়াজ সহ সব সবজির চড়া দাম ৷ মধ্যবিত্তের হেঁশেলে আগুন ৷ খোলা বাজারে আলুর দর 22 টাকা থেকে 25 টাকার মধ্যে ঘোরাফেরা করছে ৷ পিঁয়াজ 80-100 টাকা ৷ কোনও সবজির দামই 50 টাকার কমে নেই ৷ এই পরিস্থিতিতে গতকাল দীর্ঘদিন পর বাজার নিয়ে যে টাস্ক ফোর্স রয়েছে, তাদের সঙ্গে গতকাল বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷

বৈঠকে মুখ্যমন্ত্রী আলু, পিঁয়াজ সহ সবজির মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ পিঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে তিনি বলেন, "পিঁয়াজ নিয়ে কেন্দ্রীয় সংস্থা NAFED-র সঙ্গে চুক্তি হয়েছিল আমাদের ৷ তারা বলেছিল 25 টাকা মূল্যে পিঁয়াজ দেবে ৷ কিন্তু তারা সেই চুক্তি মানেনি ৷ এর ফলে পিঁয়াজ নিয়ে সমস্যা রয়েছে ৷ তবে সুফল বাংলায় কম দামে পিঁয়াজ বিক্রি করছি ৷ আরও সুফল বাংলার সংখ্যা বাড়ানো হবে ৷ আলু হিমঘর থেকে বের হওয়ার পর 14 টাকা থেকে 15 টাকা দাম হওয়া উচিত ৷ খুচরো বাজারে কেউ কেউ বদমায়েশি করছে ৷ আলুর বাজার নিয়ে পুলিশ, এনফোর্সমেন্ট, CID নজরদারি চালাবে ৷"

এই বৈঠকেই উঠে আসে খুচরো ব্যবসায়ীরা চড়া দামে জিনিসপত্র বিক্রি করছেন । পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের মধ্যে দামের বড় হেরফের দেখা যাচ্ছে । সেই সূত্রেই এনফোর্সমেন্ট শাখা আজ ময়দানে নেমেছে । একজন ইনস্পেক্টরেরনেতৃত্বে মোট আটটি দল তৈরি করে বাজারগুলিতে নজরদারি শুরু হয়েছে ।

Intro:কলকাতা, ১৫ নভেম্বর: গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন, "আলুর দাম নিয়ে খুচরো বাজারে কেউ কেউ বদমায়েশি করছে৷ খুচরো বাজারে এবার নজরদারি চালাবে সিআইডি এবং এনফর্সমেন্ট ব্রাঞ্চ।" আজ সকাল থেকেই বাজাবে নেমে পড়ল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। উদ্দেশ্য খুচরো বাজারে অগ্নিমূল্যের আসল রোগ খুঁজে বের করা। কলকাতার ভিআইপি বাজার সহ আটটিবাজারে আজ হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
Body:আলু,পেঁয়াজ সহ সব সবজি, মধ্যবিত্তের হেঁশেলে আগুন লাগার জোগাড়। খোলা বাজারে আলুর দর 22 থেকে 25 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। পেঁয়াজ 80 থেকে 100 টাকা। কোন সবজির দামই 50 টাকার নিচে নেই। এই পরিস্থিতিতে গতকাল দীর্ঘদিন পর বাজার নিয়ে যে টাস্কফোর্স রয়েছে তার সঙ্গে গতকাল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রী আলু, পিঁয়াজ সহ সবজির মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ পিঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে তিনি বলেন, "পিঁয়াজ নিয়ে কেন্দ্রীয় সংস্থা NAFED-এর সঙ্গে চুক্তি হয়েছিল আমাদের ৷ তারা বলেছিল 25 টাকা মূল্যে পিঁয়াজ দেবে ৷ কিন্তু তারা সেই চুক্তি মানেনি ৷ এর ফলে পিঁয়াজ নিয়ে সমস্যা রয়েছে ৷ তবে সুফল বাংলায় কম দামে পিঁয়াজ বিক্রি করছি ৷ আরও সুফল বাংলার সংখ্যা বাড়ানো হবে ৷" আরও বলেন, "আলু স্টোরেজ থেকে বের হওয়ার পর 14-15 টাকা মূল্য হওয়া উচিত ৷ খুচরো বাজারে কেউ কেউ বদমায়েশি করছে ৷ আলুর বাজার নিয়ে পুলিশ, এনফোর্সমেন্ট, CID নজরদারি চালাবে ৷"
Conclusion:এই বৈঠকেই উঠে আসে খুচরো ব্যবসায়ীরা চড়া দামে জিনিসপত্র বিক্রি করছেন। পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারের মধ্যে দামের বড় হেরফের দেখা যাচ্ছে। সেই সূত্রেই এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আজ ময়দানে নেমেছে। একজন ইন্সপেক্টরের নেতৃত্বে মোট আটটি দল তৈরি করে বাজারগুলিতে ইন্সপেকশন শুরু হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.