কলকাতা, 15 নভেম্বর : আজ সকাল থেকে বাজারে নেমে পড়ল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷ উদ্দেশ্য, খুচরো বাজারে অগ্নিমূল্যের আসল কারণ খুঁজে বের করা ৷ কলকাতার VIP বাজার সহ 70টি বাজারে অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷ গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন, "আলুর দাম নিয়ে খুচরো বাজারে কেউ কেউ বদমায়েশি করছে ৷ খুচরো বাজারে এবার নজরদারি চালাবে CID ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷" তারপরই আজ এই অভিযান চালায় পুলিশ ৷
আলু, পিঁয়াজ সহ সব সবজির চড়া দাম ৷ মধ্যবিত্তের হেঁশেলে আগুন ৷ খোলা বাজারে আলুর দর 22 টাকা থেকে 25 টাকার মধ্যে ঘোরাফেরা করছে ৷ পিঁয়াজ 80-100 টাকা ৷ কোনও সবজির দামই 50 টাকার কমে নেই ৷ এই পরিস্থিতিতে গতকাল দীর্ঘদিন পর বাজার নিয়ে যে টাস্ক ফোর্স রয়েছে, তাদের সঙ্গে গতকাল বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷
বৈঠকে মুখ্যমন্ত্রী আলু, পিঁয়াজ সহ সবজির মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ পিঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে তিনি বলেন, "পিঁয়াজ নিয়ে কেন্দ্রীয় সংস্থা NAFED-র সঙ্গে চুক্তি হয়েছিল আমাদের ৷ তারা বলেছিল 25 টাকা মূল্যে পিঁয়াজ দেবে ৷ কিন্তু তারা সেই চুক্তি মানেনি ৷ এর ফলে পিঁয়াজ নিয়ে সমস্যা রয়েছে ৷ তবে সুফল বাংলায় কম দামে পিঁয়াজ বিক্রি করছি ৷ আরও সুফল বাংলার সংখ্যা বাড়ানো হবে ৷ আলু হিমঘর থেকে বের হওয়ার পর 14 টাকা থেকে 15 টাকা দাম হওয়া উচিত ৷ খুচরো বাজারে কেউ কেউ বদমায়েশি করছে ৷ আলুর বাজার নিয়ে পুলিশ, এনফোর্সমেন্ট, CID নজরদারি চালাবে ৷"
এই বৈঠকেই উঠে আসে খুচরো ব্যবসায়ীরা চড়া দামে জিনিসপত্র বিক্রি করছেন । পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের মধ্যে দামের বড় হেরফের দেখা যাচ্ছে । সেই সূত্রেই এনফোর্সমেন্ট শাখা আজ ময়দানে নেমেছে । একজন ইনস্পেক্টরেরনেতৃত্বে মোট আটটি দল তৈরি করে বাজারগুলিতে নজরদারি শুরু হয়েছে ।