ETV Bharat / state

চুড়িতে লুকিয়ে মাদক পাচার, খিদিরপুর থেকে উদ্ধার 50 লাখের কোকেন - কোকেন

আন্তর্জাতিক মাদক পাচারচক্রের হদিশ পেল কলকাতা পুলিশের গোয়েন্দারা । গ্রেপ্তার এক চক্রী । চুড়ির মধ্য থেকে উদ্ধার 50 লাখ টাকার মাদক ।

চুড়ির মধ্যে মাদক
author img

By

Published : Jun 30, 2019, 4:29 PM IST

Updated : Jun 30, 2019, 5:34 PM IST

কলকাতা, 30 জুন : দেখে মনে হবে চুড়ি । কিন্তু, তার মধ্যেই যে রয়েছে মাদক, তা বোঝার উপায় নেই । গতকাল কলকাতা থেকে আন্তর্জাতিক মাদক পাচারচক্রের এক চক্রীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের অ্যান্টি নারকোটিক স্কয়্যাড । বাজেয়াপ্ত করা হয়েছে 50 লাখ টাকার মাদকদ্রব্য ।

গোপন সূত্রে গোয়েন্দারা খবর পান, খিদিরপুরে কাজ করছে আন্তর্জাতিক মাদক পাচারের একটা বড় চক্র । জানা যায়, এই মাদক পাচারচক্রের সঙ্গে হংকং-এর যোগ রয়েছে । তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, চুড়ির মধ্যে পাঠানো হচ্ছে মাদক । সেই সূত্রেই পর্দা ফাঁস । গত রাতে গ্রেপ্তার করা হয় এম এম আলি রোডের বাসিন্দা আবদুল রেজ্জাক(27) ওরফে সোনুকে । ১৭ বি ষষ্ঠীতলা রোডে কারবার শুরু করেছিল সে । সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় ।

সোনুর কাছ থেকে পাওয়া যায় 60টি চুড়ি । চুড়িগুলির মাঝখানে কাটা । সেটা ধরে টান মারতেই বেরিয়ে পড়ে কোকেন । এই মাদকের এক গ্রামের দাম আট হাজার টাকা । মোট 50 লাখ টাকার মাদক পাওয়া যায় 60টি চুড়ি থেকে ।

গোয়েন্দাদের জেরায় আবদুল রেজ্জাক স্বীকার করে নেয় সে এবং তার সঙ্গীরা এভাবে আগেও মাদক পাচার করেছে । সূত্রের খবর, ইতিমধ্যে সে তার সঙ্গীদের নাম গোয়েন্দাদের কাছে বলেছে । তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ।

কলকাতা, 30 জুন : দেখে মনে হবে চুড়ি । কিন্তু, তার মধ্যেই যে রয়েছে মাদক, তা বোঝার উপায় নেই । গতকাল কলকাতা থেকে আন্তর্জাতিক মাদক পাচারচক্রের এক চক্রীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের অ্যান্টি নারকোটিক স্কয়্যাড । বাজেয়াপ্ত করা হয়েছে 50 লাখ টাকার মাদকদ্রব্য ।

গোপন সূত্রে গোয়েন্দারা খবর পান, খিদিরপুরে কাজ করছে আন্তর্জাতিক মাদক পাচারের একটা বড় চক্র । জানা যায়, এই মাদক পাচারচক্রের সঙ্গে হংকং-এর যোগ রয়েছে । তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, চুড়ির মধ্যে পাঠানো হচ্ছে মাদক । সেই সূত্রেই পর্দা ফাঁস । গত রাতে গ্রেপ্তার করা হয় এম এম আলি রোডের বাসিন্দা আবদুল রেজ্জাক(27) ওরফে সোনুকে । ১৭ বি ষষ্ঠীতলা রোডে কারবার শুরু করেছিল সে । সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় ।

সোনুর কাছ থেকে পাওয়া যায় 60টি চুড়ি । চুড়িগুলির মাঝখানে কাটা । সেটা ধরে টান মারতেই বেরিয়ে পড়ে কোকেন । এই মাদকের এক গ্রামের দাম আট হাজার টাকা । মোট 50 লাখ টাকার মাদক পাওয়া যায় 60টি চুড়ি থেকে ।

গোয়েন্দাদের জেরায় আবদুল রেজ্জাক স্বীকার করে নেয় সে এবং তার সঙ্গীরা এভাবে আগেও মাদক পাচার করেছে । সূত্রের খবর, ইতিমধ্যে সে তার সঙ্গীদের নাম গোয়েন্দাদের কাছে বলেছে । তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ।

sample description
Last Updated : Jun 30, 2019, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.