কলকাতা, 4 অগস্ট: অনন্দপুর থানা এলাকায় 21 দিনের কন্যাসন্তানকে বিক্রির ঘটনার তদন্তে কসবার রাজডাঙা এলাকার একটি আইভিএফ সেন্টারে তল্লাশি চালাল আনন্দপুর থানার পুলিশ । এই ঘটনায় ধৃত মোট আটজন অভিযুক্তের মধ্যে একজনকে সঙ্গে নিয়ে শুক্রবার ওই আইভিএফ সেন্টারে তল্লাশি চালানো হয় ৷
এ দিন দুপুরে কসবার রাজডাঙা এলাকার একটি আইভিএফ সেন্টারে হাজির হয় আনন্দপুর থানার পুলিশ । সঙ্গে ছিলেন প্রচুর মহিলা পুলিশ কর্মী । আনন্দপুরে 21 দিনের কন্যাসন্তানকে বিক্রির ঘটনায় মমতা পাত্র নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ । এ দিন তাঁকে সঙ্গে নিয়ে আনন্দপুর থানার পুলিশ কসবার রাজডাঙার ওই আইভিএফ সেন্টারে দীঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালায় ।
জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে রাজডাঙার ওই আইভিএফ সেন্টারে সারোগেসির মাধ্যমে মাতৃত্ব অর্জন করেছিলেন ধৃত মমতা পাত্র । দুপুরে মমতা পাত্রকে সঙ্গে নিয়ে ওই আইভিএফ সেন্টারের ভিতরে ঢোকেন পুলিশকর্মীরা । সংশ্লিষ্ট আইভিএফ সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলেন তদন্তকারীরা । তাঁদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে যে, মমতা পাত্র ওই আইভিএফ সেন্টারেই সারোগেসির মাধ্যমে মাতৃত্ব অর্জন করেছিলেন ৷
আরও পড়ুন: আনন্দপুরে চার লক্ষ টাকার বিনিময়ে 21 দিনের কন্যাসন্তানকে বিক্রি মায়ের ! গ্রেফতার 6
এখন জানার বিষয়, মমতা পাত্র কোন প্রক্রিয়ায় সেখান থেকে সারোগেট মাদার হলেন ? তিনি আইনগত ভাবে মাতৃত্ব অর্জন করেছিলেন নাকি শিশু পাচার চক্রের সঙ্গে তিনি সরাসরি ভাবে যুক্ত রয়েছেন, তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ।
আনন্দপুর থানা এলাকায় শিশু পাচারের ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ । এই আটজনের মধ্যে অন্যতম হলেন মমতা পাত্র । ঘটনার তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন, শহরে বিভিন্ন আইভিএফ সেন্টারগুলির আড়ালে শিশু পাচার চক্রের ব্যবসা শুরু হয়েছে । এ বিষয়ে আরও বিশদে জানার জন্যই সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ৷