ETV Bharat / state

রক্ষকই ভক্ষক ! ডাকাতিতে জড়িত পুলিশ - ASI

ডাকাতিতে জড়িত থাকার অভিযোগ পুলিশের বিরুদ্ধে । গ্রেপ্তার ASI ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 10, 2019, 7:01 PM IST

Updated : Jul 10, 2019, 8:36 PM IST

কলকাতা, 10 জুলাই : ডাকাতি করল পুলিশ । এমনটাই অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের এক অফিসারের বিরুদ্ধে । 4 তারিখ দুপুরে নদিয়ার বাবলু নাথ (51) গয়না তৈরি করতে বউবাজারে এসেছিলেন । তাঁর কাছে ছিল এক লাখ টাকা ও 50 গ্রাম সোনা । আচমকাই তাঁর সামনে একটি টাটা সুমো আসে । দুই আরোহী গাড়ি থেকে নেমে দাবি করে, "আমরা পুলিশের লোক । গাড়িতে উঠতে হবে ।" তারপর তাঁর কাছ থেকে সোনা, টাকা ও আংটি নিয়ে নেওয়া হয় । অভিযোগ, গাড়িতে পাঁচজন ছিল । এরপর তাঁকে বিমানবন্দর চত্বরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় ।

4 তারিখ মুচিপাড়া থানায় এই প্রসঙ্গে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি । তদন্তে নামে পুলিশ । আসরে নামে কলকাতা পুলিশের গোয়েন্দারাও । CCTV দেখে গাড়ি চালককে চিহ্নিত করে পুলিশ । একজনকে গ্রেপ্তার করা হয় । ধৃতের নাম নেপাল ধর । তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, গাড়িটি ভাড়া নিয়েছিল কলকাতা পুলিশের রেকর্ড সেকশনের ASI আশিস চন্দ । গতকাল তাঁকে আটক করা হয় । জিজ্ঞাসাবাদ করতেই দোষ স্বীকার করেন তিনি । তাঁকে গ্রেপ্তার করা হয় । তদন্তে উঠে আসে আরও 4 ব্যক্তির নাম । বলাই নামে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ ।

আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয় হয় এই তিনজনকে । 16 তারিখ পর্যন্ত পুলিশ হেপাজত দেওয়া হয়েছে তাদের ।

কলকাতা, 10 জুলাই : ডাকাতি করল পুলিশ । এমনটাই অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের এক অফিসারের বিরুদ্ধে । 4 তারিখ দুপুরে নদিয়ার বাবলু নাথ (51) গয়না তৈরি করতে বউবাজারে এসেছিলেন । তাঁর কাছে ছিল এক লাখ টাকা ও 50 গ্রাম সোনা । আচমকাই তাঁর সামনে একটি টাটা সুমো আসে । দুই আরোহী গাড়ি থেকে নেমে দাবি করে, "আমরা পুলিশের লোক । গাড়িতে উঠতে হবে ।" তারপর তাঁর কাছ থেকে সোনা, টাকা ও আংটি নিয়ে নেওয়া হয় । অভিযোগ, গাড়িতে পাঁচজন ছিল । এরপর তাঁকে বিমানবন্দর চত্বরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় ।

4 তারিখ মুচিপাড়া থানায় এই প্রসঙ্গে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি । তদন্তে নামে পুলিশ । আসরে নামে কলকাতা পুলিশের গোয়েন্দারাও । CCTV দেখে গাড়ি চালককে চিহ্নিত করে পুলিশ । একজনকে গ্রেপ্তার করা হয় । ধৃতের নাম নেপাল ধর । তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, গাড়িটি ভাড়া নিয়েছিল কলকাতা পুলিশের রেকর্ড সেকশনের ASI আশিস চন্দ । গতকাল তাঁকে আটক করা হয় । জিজ্ঞাসাবাদ করতেই দোষ স্বীকার করেন তিনি । তাঁকে গ্রেপ্তার করা হয় । তদন্তে উঠে আসে আরও 4 ব্যক্তির নাম । বলাই নামে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ ।

আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয় হয় এই তিনজনকে । 16 তারিখ পর্যন্ত পুলিশ হেপাজত দেওয়া হয়েছে তাদের ।

Intro:কলকাতা, ৬ জুলাই: টাকা দিলেই মিলবে পছন্দসই ভিআইপি মোবাইল নম্বর। সদ্য বিবাহিত সাংসদ নুসরতের স্বামী নিখিল জৈন পেয়েছিলেন এমনই মেসেজ। যোগাযোগ করলে চাওয়া হয় 45 হাজার টাকা। সেই টাকা পাঠিয়ে দেন বিখ্যাত এক শাড়ির কোম্পানির ডিরেক্টর নিখিল। পরে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার। কলকাতায় বিয়ের রিসেপশনের পার্টির পরেরদিনই তিনি অভিযোগ দায়ের করেন লালবাজার সাইবার ক্রাইম থানায়। পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
Body:পুলিশ সূত্রে খবর, শুধু নিখিল নন, এমন অভিযোগ সাইবার ক্রাইম থানা পেয়েছে আরও কয়েকজনের কাছ থেকে। নিজের অভিযোগে নিখিল জানিয়েছেন, গত 26 মে তিনি একটি বাল্ক মেসেজ পান। সেখানে জানানো হয়, চাইলে তিনি পেতে পারেন বিশেষ ধরনের ভিআইপি মোবাইল নম্বর। সঙ্গে দেওয়া হয় একটি যোগাযোগ এর ইমেইল আইডি। বলা হয়, সেটি একটি টেলিকম কোম্পানির সিনিয়র অফিশিয়ালের ইমেইল আইডি। সেখানে ইমেইল করলে নিখিলকে বলা হয় একটি নির্দিষ্ট ব্যাংক একাউন্টে 45000 টাকা জমা করতে। গুজরাটের ভদোদরার একটি ব্রাঞ্চে সেই টাকা পাঠিয়ে দেন নিখিল। সেই সব ডকুমেন্ট তিনি জমা দিয়েছেন লালবাজারে।Conclusion:জানা গেছে, এই ধরনের ঘটনা এই প্রথম নয়। বছর চারেক আগে দিল্লিতে এই ধরনের ঘটনা ঘটেছিল। পরে সেই গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করা হয় সল্টলেক থেকে। এবার অবশ্য এই অপারেশন কোথা থেকে চালানো হচ্ছে তার এখনও খোঁজ পাওয়া যায়নি। লালবাজারের এক সিনিয়র কথা জানিয়েছেন, গুরুত্ব দিয়েই এই মামলার তদন্ত শুরু হয়েছে। আশা করা যাচ্ছে অত্যন্ত দ্রুত অপরাধীদের চিহ্নিত করা যাবে।
Last Updated : Jul 10, 2019, 8:36 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.