ETV Bharat / state

পুলিশের চাপে অচৈতন্য মহিলাকে ভরতি নিতে বাধ্য হল NRS - নীলরতন মেডিকেল কলেজ ও হাসপাতাল

সুমন সিং নামে এক অচৈতন্য মহিলাকে পুলিশের চাপে পড়ে গতকাল রাত আটটা নাগাদ ভরতি নিল NRS ।

নীলরতন মেডিকেল কলেজ ও হাসপাতাল
author img

By

Published : Jun 13, 2019, 10:02 AM IST

কলকাতা, 13 জুন : তখন রাত আটটা । অফিস ফেরত নিত্যযাত্রীদের ফিরে তাকানোর জো নেই । স্টেশনের একপাশে মধ্য তিরিশের মহিলাকে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের । পাশে তখন অঝোরে কেঁদে চলেছে বছর আটেকের মেয়েটা ।

ওই অবস্থায় মহিলাকে নিয়ে NRS-এ যান কর্তব্যরত পুলিশকর্মীরা । তখন নিজেদের দাবি আদায়ে ব্যস্ত চিকিৎসকরা । তড়িঘড়ি মহিলাকে দেখে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন তারা । কিন্তু চিকিৎসকদের সেই যুক্তি মানতে চাননি পুলিশকর্মীরা । কার্যত তাঁদের চাপেই অসুস্থ ওই মহিলাকে ভরতি করতে বাধ্য হন চিকিৎসকরা ।

গতকাল রাতের এই ঘটনায় একদিকে চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে । পুলিশের সদর্থক ভূমিকার প্রশংসাও শোনা যাচ্ছে ।

পুলিশ জানিয়েছে, অসুস্থ ওই মহিলার নাম সুমন সিং । কলকাতার ম্যাঙ্গোলেনে তাঁর এক আত্মীয় থাকে । কী ভাবে ওই মহিলা শিয়ালদা স্টেশনে এলেন তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে । মহিলাকে হাসপাতালে ভরতি করার পর এক প্রত্যক্ষদর্শী জানান, বেশ কয়েক ঘণ্টা ধরে স্টেশনে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন তিনি । ওই অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা জ্বরের ওষুধ দিয়ে ছেড়ে দিতে চেয়েছিলেন । যা মানতে চাননি কেউই । তাদের চাপেই শেষ পর্যন্ত ভরতি করা হয় সুমনকে । খবর দেওয়া হয় তাঁর আত্মীয়কেও । হাসপাতালের তরফে জানানো হয়েছে বর্তমানে ইমারজেন্সিতে ভরতি রয়েছে সুমন ।

কলকাতা, 13 জুন : তখন রাত আটটা । অফিস ফেরত নিত্যযাত্রীদের ফিরে তাকানোর জো নেই । স্টেশনের একপাশে মধ্য তিরিশের মহিলাকে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের । পাশে তখন অঝোরে কেঁদে চলেছে বছর আটেকের মেয়েটা ।

ওই অবস্থায় মহিলাকে নিয়ে NRS-এ যান কর্তব্যরত পুলিশকর্মীরা । তখন নিজেদের দাবি আদায়ে ব্যস্ত চিকিৎসকরা । তড়িঘড়ি মহিলাকে দেখে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন তারা । কিন্তু চিকিৎসকদের সেই যুক্তি মানতে চাননি পুলিশকর্মীরা । কার্যত তাঁদের চাপেই অসুস্থ ওই মহিলাকে ভরতি করতে বাধ্য হন চিকিৎসকরা ।

গতকাল রাতের এই ঘটনায় একদিকে চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে । পুলিশের সদর্থক ভূমিকার প্রশংসাও শোনা যাচ্ছে ।

পুলিশ জানিয়েছে, অসুস্থ ওই মহিলার নাম সুমন সিং । কলকাতার ম্যাঙ্গোলেনে তাঁর এক আত্মীয় থাকে । কী ভাবে ওই মহিলা শিয়ালদা স্টেশনে এলেন তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে । মহিলাকে হাসপাতালে ভরতি করার পর এক প্রত্যক্ষদর্শী জানান, বেশ কয়েক ঘণ্টা ধরে স্টেশনে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন তিনি । ওই অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা জ্বরের ওষুধ দিয়ে ছেড়ে দিতে চেয়েছিলেন । যা মানতে চাননি কেউই । তাদের চাপেই শেষ পর্যন্ত ভরতি করা হয় সুমনকে । খবর দেওয়া হয় তাঁর আত্মীয়কেও । হাসপাতালের তরফে জানানো হয়েছে বর্তমানে ইমারজেন্সিতে ভরতি রয়েছে সুমন ।

Intro:দিনের শেষে এক অজ্ঞাত পরিচয় মহিলা অবশেষে ভর্তি হল এনআরএস হাসপাতালে। আজ রাত আটটা নাগাদ শিয়ালদা স্টেশনে এক অজ্ঞাত পরিচয় মহিলাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। অচৈতন্য মহিলার পাশে বসে কাঁদছে আট বছরের মেয়ে বছরের মেয়ে। অচৈতন্য অবস্থায় ওই মহিলাকে পুলিশ এনআরএস হাসপাতালে নিয়ে আসেন। প্রথমে ভোট দিতে রাজি না হলেও অবশেষে ভর্তি নেয়া হয় ওই অসুস্থ মহিলাকে।


Body:বাচ্চা মেয়েটির থেকে পুলিশ জানতে পারে তার মামার বাড়ি মেঙ্গো লেন এলাকায়। অসুস্থতার খবর পেয়ে অসুস্থ মহিলা পরিচিত এক ব্যক্তি হাসপাতালে আসেন। জানা গেছে মহিলার নাম সুমন সিং। ওই ব্যক্তি জানিয়েছেন ডাক্তাররা প্রাথমিকভাবে দেখে ছেড়ে দিচ্ছে, কোথাও ভর্তি এই অবস্থায় ভর্তি করবেন বুঝতে পারছেন না। যখন সুমন সিং কে নিয়ে টানাটানি বোঝা যাচ্ছে না কি হবে তখনই ঝরনা মঞ্চ থেকে দুজন জুনিয়র ডাক্তার এস এ সুমন কে পর্যবেক্ষণ করেন। তারা জানিয়েছেন জব রয়েছে সঙ্গে হাইপারটেনশনের ভুগছে রোগিনী।


Conclusion:ভর্তি করা হবে নাকি সুমন কে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এই এই দোটানা যখন চলছে তখন কিছুটা চাপে পড়ে সুমনকে ভর্তি করা হলো ইমারজেন্সিতে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.