ETV Bharat / state

রাকেশ-পামেলা মামলায় ক্রমেই প্রকাশ্য়ে লিংক ম্যান - পামেলা-রাকেশ সিং মাদক মামলা

মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পরেই পামেলা গোস্বামী পুলিশকে জানিয়েছিল, রাকেশ সিংয়ের ডানহাত বলে পরিচিত এক ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পামেলার গাড়িতে ওই মাদক রেখেছিল । তদন্ত করে জানা যায়, ওই ব্যক্তির নাম অমৃত । এবার রাকেশ সিংয়ের বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেই ব্যক্তিকে চিহ্নিত করতে পেরেছে বলে মনে করছেন লালবাজারের গোয়েন্দারা ।

রাকেশ-পামেলা মামলায় ক্রমেই প্রকাশ্য়ে লিংক ম্যান
রাকেশ-পামেলা মামলায় ক্রমেই প্রকাশ্য়ে লিংক ম্যান
author img

By

Published : Feb 27, 2021, 5:07 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি : পামেলা এবং রাকেশ সিং মামলায় লিংক ম্যানের খোঁজ পাচ্ছিলেন না লালবাজারের গোয়েন্দারা । এবার রাকেশ সিংয়ের কলকাতার বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে সেই লিংক ম্যান সম্পর্কে ধারণা অনেকটাই স্পষ্ট হল লালবাজারের কাছে । পাশাপাশি, এই ঘটনায় ভিন রাজ্যে গিয়ে একাধিকবার তদন্ত চালানোর কথা ভাবছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ঘটনায় মোট 12 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ।

রাকেশ এবং পামেলা গোস্বামীর কাছে মাদক কীভাবে পৌঁছাল সেই বিষয়ে তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ । তারা জানতে পেরেছে, এই ঘটনায় ভিন রাজ্যের যোগ রয়েছে । পাশাপাশি গ্রেপ্তার হওয়ার পরেই পামেলা গোস্বামী পুলিশকে জানিয়েছিল রাকেশ সিংয়ের ডানহাত বলে পরিচিত এক ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পামেলার গাড়িতে ওই মাদক রেখেছিল । তদন্ত করে জানা যায়, ওই ব্যক্তির নাম অমৃত । এবার রাকেশ সিংয়ের বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেই ব্যক্তিকে চিহ্নিত করতে পেরেছে বলে মনে করছেন লালবাজারের গোয়েন্দারা ।

রাকেশ-পামেলা মামলায় ক্রমেই প্রকাশ্য়ে লিংক ম্যান

আরও পড়ুন, অন্য চোখে দেখত রাকেশ, রাজি না হওয়ায় ফাঁসিয়েছে; বিস্ফোরক পামেলা

সম্প্রতি কোকেন-সহ বিজেপি নেত্রী পামেলা গোস্বামী ও তাঁর এক সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ ৷ এরপর পামেলার বয়ানের উপর ভিত্তি করে বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেপ্তার করা হয় ৷ পামেলার দাবি ছিল, কোকেন পাচারে তাঁকে ফাঁসিয়েছেন কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ ৷ এরপর গ্রেপ্তারি এড়াতে রাকেশ পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি ৷

কলকাতা, 27 ফেব্রুয়ারি : পামেলা এবং রাকেশ সিং মামলায় লিংক ম্যানের খোঁজ পাচ্ছিলেন না লালবাজারের গোয়েন্দারা । এবার রাকেশ সিংয়ের কলকাতার বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে সেই লিংক ম্যান সম্পর্কে ধারণা অনেকটাই স্পষ্ট হল লালবাজারের কাছে । পাশাপাশি, এই ঘটনায় ভিন রাজ্যে গিয়ে একাধিকবার তদন্ত চালানোর কথা ভাবছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ঘটনায় মোট 12 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ।

রাকেশ এবং পামেলা গোস্বামীর কাছে মাদক কীভাবে পৌঁছাল সেই বিষয়ে তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ । তারা জানতে পেরেছে, এই ঘটনায় ভিন রাজ্যের যোগ রয়েছে । পাশাপাশি গ্রেপ্তার হওয়ার পরেই পামেলা গোস্বামী পুলিশকে জানিয়েছিল রাকেশ সিংয়ের ডানহাত বলে পরিচিত এক ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পামেলার গাড়িতে ওই মাদক রেখেছিল । তদন্ত করে জানা যায়, ওই ব্যক্তির নাম অমৃত । এবার রাকেশ সিংয়ের বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেই ব্যক্তিকে চিহ্নিত করতে পেরেছে বলে মনে করছেন লালবাজারের গোয়েন্দারা ।

রাকেশ-পামেলা মামলায় ক্রমেই প্রকাশ্য়ে লিংক ম্যান

আরও পড়ুন, অন্য চোখে দেখত রাকেশ, রাজি না হওয়ায় ফাঁসিয়েছে; বিস্ফোরক পামেলা

সম্প্রতি কোকেন-সহ বিজেপি নেত্রী পামেলা গোস্বামী ও তাঁর এক সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ ৷ এরপর পামেলার বয়ানের উপর ভিত্তি করে বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেপ্তার করা হয় ৷ পামেলার দাবি ছিল, কোকেন পাচারে তাঁকে ফাঁসিয়েছেন কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ ৷ এরপর গ্রেপ্তারি এড়াতে রাকেশ পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.