ETV Bharat / state

TET Agitation: অসুস্থ বেশ কয়েকজন চাকরিপ্রার্থী, 144 ধারা জারির পর পাঁচ জন করে ভাগ হয়ে গিয়েছেন আন্দোলনকারীরা - ডিসি হেড কোয়ার্টার দেবস্মিতা দাস

করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের আন্দোলনের (TET Agitation) মঞ্চে অসুস্থ হয়ে পড়েন একজন চাকরিপ্রার্থী। কলকাতা হাইকোর্টের নির্দেশে পর্যদের সামনে 144 ধারা জারি করার পর মোতায়েন হয়েছে বিশাল পুলিশবাহিনী (Huge Police Force Deployed) ৷

TET Agitation
144 ধারা জারির পর চাকরিপ্রার্থীরা পাঁচ জন করে বিভক্ত হলেন
author img

By

Published : Oct 20, 2022, 8:12 PM IST

Updated : Oct 20, 2022, 9:51 PM IST

কলকাতা, 20 অক্টোবর: করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের আন্দোলনের মঞ্চে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন চাকরিপ্রার্থী। প্রথমে তাঁদের হাসপাতালে নিয়ে যেতে চাইলেও পুলিশের সহযোগিতা নেওয়া হয়নি চাকরিপ্রার্থীদের তরফে। পরে তাঁর শ্বাসের সমস্যা থাকায় পুলিশের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বারবার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে 144 ধারা জারি রয়েছে ওই জায়গায়। তাই চাকরিপ্রার্থীরা পাঁচজন করে ভাগ হয়ে গিয়েছেন।

অসুস্থ বেশ কয়েকজন চাকরিপ্রার্থী

ডিসি হেড কোয়ার্টার দেবস্মিতা দাসের নেতৃত্বে বিরাট পুলিশবাহিনী মোতায়েন রয়েছে (Huge Police Force Deployed) করুণাময়ী চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চে (Dharna Mancha of Job Seekers)। বিধাননগর কমিশনার এলাকার বিভিন্ন থানার আইসিরা-সহ অ্যাডিশনাল ফোর্সও মোতায়েন রয়েছে চাকরি প্রার্থীদের ধরনা মঞ্চে (TET Agitation)। এছাড়াও একাধিকবার মাইকিং চলছে যাতে এই স্থান চাকরিপ্রার্থীরা ছেড়ে দেন ৷

কলকাতা, 20 অক্টোবর: করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের আন্দোলনের মঞ্চে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন চাকরিপ্রার্থী। প্রথমে তাঁদের হাসপাতালে নিয়ে যেতে চাইলেও পুলিশের সহযোগিতা নেওয়া হয়নি চাকরিপ্রার্থীদের তরফে। পরে তাঁর শ্বাসের সমস্যা থাকায় পুলিশের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বারবার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে 144 ধারা জারি রয়েছে ওই জায়গায়। তাই চাকরিপ্রার্থীরা পাঁচজন করে ভাগ হয়ে গিয়েছেন।

অসুস্থ বেশ কয়েকজন চাকরিপ্রার্থী

ডিসি হেড কোয়ার্টার দেবস্মিতা দাসের নেতৃত্বে বিরাট পুলিশবাহিনী মোতায়েন রয়েছে (Huge Police Force Deployed) করুণাময়ী চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চে (Dharna Mancha of Job Seekers)। বিধাননগর কমিশনার এলাকার বিভিন্ন থানার আইসিরা-সহ অ্যাডিশনাল ফোর্সও মোতায়েন রয়েছে চাকরি প্রার্থীদের ধরনা মঞ্চে (TET Agitation)। এছাড়াও একাধিকবার মাইকিং চলছে যাতে এই স্থান চাকরিপ্রার্থীরা ছেড়ে দেন ৷

Last Updated : Oct 20, 2022, 9:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.