কলকাতা, 20 অক্টোবর: করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের আন্দোলনের মঞ্চে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন চাকরিপ্রার্থী। প্রথমে তাঁদের হাসপাতালে নিয়ে যেতে চাইলেও পুলিশের সহযোগিতা নেওয়া হয়নি চাকরিপ্রার্থীদের তরফে। পরে তাঁর শ্বাসের সমস্যা থাকায় পুলিশের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বারবার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে 144 ধারা জারি রয়েছে ওই জায়গায়। তাই চাকরিপ্রার্থীরা পাঁচজন করে ভাগ হয়ে গিয়েছেন।
ডিসি হেড কোয়ার্টার দেবস্মিতা দাসের নেতৃত্বে বিরাট পুলিশবাহিনী মোতায়েন রয়েছে (Huge Police Force Deployed) করুণাময়ী চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চে (Dharna Mancha of Job Seekers)। বিধাননগর কমিশনার এলাকার বিভিন্ন থানার আইসিরা-সহ অ্যাডিশনাল ফোর্সও মোতায়েন রয়েছে চাকরি প্রার্থীদের ধরনা মঞ্চে (TET Agitation)। এছাড়াও একাধিকবার মাইকিং চলছে যাতে এই স্থান চাকরিপ্রার্থীরা ছেড়ে দেন ৷