কলকাতা, 24 জানুয়ারি: 2016 সালের এসএলএসটি (SLST Job Aspirants Agitation) উত্তীর্ণ বঞ্চিত চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন (Bikash Bhaban) অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সল্টলেক । পরিস্থিতি সামাল দিতে করুণাময়ী ও সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় । সেক্টর ফাইভ মেট্রো স্টেশন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে চাকরিপ্রার্থীদের তোলা হল পুলিশের গাড়িতে (Police detains SLST job aspirants)। চাকরির দাবিতে বিক্ষোভকারীদের বিকাশ ভবন পর্যন্ত যাওয়ার কথা ছিল ।
নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা ৷ এই নিয়ে নানা মহলে গিয়েছেন তাঁরা ৷ আজ তাঁদের বিকাশ ভবন অভিযানের কর্মসূচি ছিল ৷ চাকরির দাবিতে বিক্ষোভকারীদের আজ বিকাশ ভবন পর্যন্ত যাওয়ার কথা ছিল । বড় রকমের অশান্তি এড়াতে করুণাময়ী ও সেক্টর ফাইভ মেট্রো স্টেশন চত্বরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ৷ তবে চাকরিপ্রার্থীরা মেট্রো স্টেশন থেকে বেরতেই তাঁদের আটক করে পুলিশ ৷ একে একে পুলিশের গাড়িতে তোলা হয় বিক্ষোভকারীদের ৷ হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে গাড়িতে ওঠেন চাকরিপ্রার্থীরা ৷
আরও পড়ুন: আসছেন প্রধানমন্ত্রী, চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চ ফাঁকা করার নির্দেশ পুলিশের
চাকরিপ্রার্থীদের অপর একটি দল সিএল ব্লকের ভেতরে রাস্তায় বসে পড়েন । তাঁদেরকে রীতিমতো টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ । এই নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় ৷