ETV Bharat / state

JU Student Death: যাদবপুরকাণ্ডে ধৃত 2 পড়ুয়ার পুলিশি হেফাজত, আলোচনায় রহস্যময় চিঠি - যাদবপুরকাণ্ড

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার চারদিন পরেও তদন্ত অব্যাহত ৷ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের মধ্যে ধৃৃত দুই বর্তমান পড়ুয়ার 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়েছে ৷

ETV Bharat
ধৃত দুই ছাত্র
author img

By

Published : Aug 13, 2023, 10:16 PM IST

Updated : Aug 14, 2023, 6:52 AM IST

কলকাতা, 13 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক বাংলা বিভাগের প্রথম বর্ষের এক নাবালক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ধৃত দুই ছাত্রের 9 দিনের পুলিশি হেফাজত হল ৷ রবিবার ভোররাতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষ নামে ওই দুই পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ ৷ যাদবপুরের সমাজবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মনোতোষ, দীপশেখর অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ৷ এর আগে যাদবপুরকাণ্ডে সৌরভ চৌধুরী নামে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ, শনিবার সৌরভের 10 দিনের পুলিশ হেফাজত হয়েছে ৷

ধৃত দীপশেখর ও মনোতোষের আইনজীবী এদিন আদালতে পড়ুয়াদের জামিনের আবেদন করেন । তবে তাদের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক ৷ শুনানিতে সরকারি আইনজীবী বলেন, "এই ঘটনা প্রথম নয়, দীর্ঘদিন ধরে এটা চলে আসছে । ধৃতরা ওই পড়ুয়াকে নির্যাতন করেছিল ৷ মৃত পড়ুয়ার একটি ডায়েরিতে বেশ কিছু বিষয় জোর করে লিখে নিয়েছিল অভিযুক্তরা ৷ তারপর সেখানে সই করতে বাধ্য করানো হয় নাবালক ওই পড়ুয়াকে ৷ ডায়েরি সমেত সেই চিঠি উদ্ধার হয়েছে ৷"

অভিযোগ, সৌরভ চৌধুরীর সঙ্গে মিলে ধৃত দীপশেখর ও মনোতোষ মানসিক ও শারীরিক নির্যাতন চালাত ওই পড়ুয়ার উপর ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে মনোতোষের ঘরেই অতিথি হিসেবে থাকত ওই পড়ুয়া ৷ পুলিশ সূত্রে খবর, ধৃত এই তিন ছাত্রের কথাতেই বিস্তর অসঙ্গতি মিলেছে ৷ এদের জেরা করে আরও কয়েকজনের নাম উঠে আসতে পারে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: সিগারেটের একাধিক ছ্যাঁকা, শরীরে ক্ষত; স্বপ্নদীপকে যৌন নির্যাতনের অভিযোগ শিশু সুরক্ষা কমিশনের

যাদবপুরের প্রাক্তনী হলেও মেন হস্টেলেই এক পড়ুয়ার গেস্ট হিসেবেই থাকত ধৃত সৌরভ চৌধুরী ৷ শুক্রবার তাকে গ্রেফতার করা হয় ৷ এমনকি হস্টেলের মেস কমিটির সদস্য হিসেবেও নাম ছিল সৌরভের ৷ সূত্রের খবর, সৌরভকে জিজ্ঞাসাবাদ করেই উঠে এসেছে দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষের নাম । শনিবার রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় ওই দুই পড়ুয়াকে । উত্তরে অসঙ্গতির কারণেই তাদের গ্রেফতার করা হয় । রবিবারই তাদের আলিপুর আদালতে পেশ করা হয় । বৃহস্পতিবার রাতে যাদবপুরের মেন হস্টেলের তিন তলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের ওই পড়ুয়ার ৷ তারপরেই হস্টেলে ব়্যাগিংয়ের বিষয়টি সামনে আসে ৷ মৃত পড়ুয়ার বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ সৌরভ চৌধুরীর নামও পুলিশকে জানিয়েছিলেন মৃত ছাত্রের বাবা ৷

কলকাতা, 13 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক বাংলা বিভাগের প্রথম বর্ষের এক নাবালক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ধৃত দুই ছাত্রের 9 দিনের পুলিশি হেফাজত হল ৷ রবিবার ভোররাতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষ নামে ওই দুই পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ ৷ যাদবপুরের সমাজবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মনোতোষ, দীপশেখর অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ৷ এর আগে যাদবপুরকাণ্ডে সৌরভ চৌধুরী নামে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ, শনিবার সৌরভের 10 দিনের পুলিশ হেফাজত হয়েছে ৷

ধৃত দীপশেখর ও মনোতোষের আইনজীবী এদিন আদালতে পড়ুয়াদের জামিনের আবেদন করেন । তবে তাদের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক ৷ শুনানিতে সরকারি আইনজীবী বলেন, "এই ঘটনা প্রথম নয়, দীর্ঘদিন ধরে এটা চলে আসছে । ধৃতরা ওই পড়ুয়াকে নির্যাতন করেছিল ৷ মৃত পড়ুয়ার একটি ডায়েরিতে বেশ কিছু বিষয় জোর করে লিখে নিয়েছিল অভিযুক্তরা ৷ তারপর সেখানে সই করতে বাধ্য করানো হয় নাবালক ওই পড়ুয়াকে ৷ ডায়েরি সমেত সেই চিঠি উদ্ধার হয়েছে ৷"

অভিযোগ, সৌরভ চৌধুরীর সঙ্গে মিলে ধৃত দীপশেখর ও মনোতোষ মানসিক ও শারীরিক নির্যাতন চালাত ওই পড়ুয়ার উপর ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে মনোতোষের ঘরেই অতিথি হিসেবে থাকত ওই পড়ুয়া ৷ পুলিশ সূত্রে খবর, ধৃত এই তিন ছাত্রের কথাতেই বিস্তর অসঙ্গতি মিলেছে ৷ এদের জেরা করে আরও কয়েকজনের নাম উঠে আসতে পারে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: সিগারেটের একাধিক ছ্যাঁকা, শরীরে ক্ষত; স্বপ্নদীপকে যৌন নির্যাতনের অভিযোগ শিশু সুরক্ষা কমিশনের

যাদবপুরের প্রাক্তনী হলেও মেন হস্টেলেই এক পড়ুয়ার গেস্ট হিসেবেই থাকত ধৃত সৌরভ চৌধুরী ৷ শুক্রবার তাকে গ্রেফতার করা হয় ৷ এমনকি হস্টেলের মেস কমিটির সদস্য হিসেবেও নাম ছিল সৌরভের ৷ সূত্রের খবর, সৌরভকে জিজ্ঞাসাবাদ করেই উঠে এসেছে দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষের নাম । শনিবার রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় ওই দুই পড়ুয়াকে । উত্তরে অসঙ্গতির কারণেই তাদের গ্রেফতার করা হয় । রবিবারই তাদের আলিপুর আদালতে পেশ করা হয় । বৃহস্পতিবার রাতে যাদবপুরের মেন হস্টেলের তিন তলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের ওই পড়ুয়ার ৷ তারপরেই হস্টেলে ব়্যাগিংয়ের বিষয়টি সামনে আসে ৷ মৃত পড়ুয়ার বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ সৌরভ চৌধুরীর নামও পুলিশকে জানিয়েছিলেন মৃত ছাত্রের বাবা ৷

Last Updated : Aug 14, 2023, 6:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.