ETV Bharat / state

Police Constable Arrest for Snatching : রক্ষকই ভক্ষক ! ব্যবসায়ীর থেকে 20 কেজি রূপো ছিনতাইয়ে গ্রেফতার কনস্টেবল

সাহায্য করার নামে গাড়ি করে নিয়ে গিয়ে এক ব্যবসায়ীর থেকে 20 কেজি রূপো ছিনতাই করে গ্রেফতার নিউটাউন ইকোপার্ক থানার এক কনস্টেবল (Police Constable Arrest for Snatching) ৷ তাকে গ্রেফতার করে শিয়ালদা জিআরপি ৷ বাকি দুই সঙ্গীর খোঁজে চলছে জিজ্ঞাসাবাদ ৷

Police Constable Arrest for Snatching
ধৃত কনস্টেবল
author img

By

Published : May 12, 2022, 10:11 PM IST

বিধাননগর, 12 মে : কুড়ি কেজি রূপো ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার বিধাননগর পুলিশের এক কনস্টেবল (Police Constable Arrest by Sealdah grp due to Snatching 20 kg Silver)। গ্রেফতার করল শিয়ালদা জিআরপি । ধৃতের নাম সোমনাথ দাস ৷ বাগুইআটি এলাকার বাসিন্দা ।

জিআরপি সূত্রে খবর, চলতি বছরের 22 ফেব্রুয়ারি ঝাড়খন্ডের বাসিন্দা এক ব্যবসায়ী কলকাতার বড় বাজার থেকে 20 কেজি রূপো কিনে শিয়ালদা স্টেশনে যান বাড়ি ফিরে যাওয়ার জন্য । সেখানে টিকিট না পেয়ে বিধাননগর স্টেশনে এলে ধৃত কনস্টেবল সোমনাথ দাস-সহ মোট তিনজন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীকে ট্যাক্সিতে তোলে ৷ এরপর বিভিন্ন জায়গায় ঘোরানোর পর দমদমে নামিয়ে দিয়ে ব্যবসায়ীর কাছে থাকা রূপো নিয়ে চম্পট দেয় ।

এই ঘটনার পর ওই ব্যবসায়ী শিয়ালদা জিআরপিকে গোটা ঘটনা জানালে তদন্তে নামেন জিআরপি আধিকারিকরা । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হয় বিধাননগর পুলিশে কর্মরত ইকোপার্ক থানার কনস্টেবল সোমনাথ দাসকে । ইতিমধ্যেই তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাকি দুই সঙ্গীর পরিচয় জানতে ৷

আরও পড়ুন : Snatching in Jalpaiguri : পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই, এটিএম লুঠের চেষ্টা; অপরাধের আঁতুড় ঘর জলপাইগুড়ি !

বিধাননগর, 12 মে : কুড়ি কেজি রূপো ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার বিধাননগর পুলিশের এক কনস্টেবল (Police Constable Arrest by Sealdah grp due to Snatching 20 kg Silver)। গ্রেফতার করল শিয়ালদা জিআরপি । ধৃতের নাম সোমনাথ দাস ৷ বাগুইআটি এলাকার বাসিন্দা ।

জিআরপি সূত্রে খবর, চলতি বছরের 22 ফেব্রুয়ারি ঝাড়খন্ডের বাসিন্দা এক ব্যবসায়ী কলকাতার বড় বাজার থেকে 20 কেজি রূপো কিনে শিয়ালদা স্টেশনে যান বাড়ি ফিরে যাওয়ার জন্য । সেখানে টিকিট না পেয়ে বিধাননগর স্টেশনে এলে ধৃত কনস্টেবল সোমনাথ দাস-সহ মোট তিনজন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীকে ট্যাক্সিতে তোলে ৷ এরপর বিভিন্ন জায়গায় ঘোরানোর পর দমদমে নামিয়ে দিয়ে ব্যবসায়ীর কাছে থাকা রূপো নিয়ে চম্পট দেয় ।

এই ঘটনার পর ওই ব্যবসায়ী শিয়ালদা জিআরপিকে গোটা ঘটনা জানালে তদন্তে নামেন জিআরপি আধিকারিকরা । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হয় বিধাননগর পুলিশে কর্মরত ইকোপার্ক থানার কনস্টেবল সোমনাথ দাসকে । ইতিমধ্যেই তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাকি দুই সঙ্গীর পরিচয় জানতে ৷

আরও পড়ুন : Snatching in Jalpaiguri : পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই, এটিএম লুঠের চেষ্টা; অপরাধের আঁতুড় ঘর জলপাইগুড়ি !

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.