কলকাতা, ২৮ মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার SSC চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চে এসে সহমর্মিতা প্রকাশ করেন। কিন্তু, তারপর রাত ১২টা বাজতেই পুলিশ ধর্মতলায় গিয়ে SSC চাকরিপ্রার্থীদের চাপ দিয়ে অনশন তুলে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত ১২ টা ৩০ মিনিট নাগাদ অনশনরত SSC চাকরিপ্রার্থীরা জানান, কিছুক্ষণ আগেই পুলিশ গিয়েছিল। পুলিশ অনশনরত চাকরিপ্রার্থী ইনসান আলি ও মেহবুব মণ্ডলকে আলাদ করে ডেকে নিয়ে গিয়ে নির্দেশ দেয়, বৃহস্পতিবার সকাল ৭টার মধ্যে ধর্মতলায় অনশনস্থান খালি করে দিতে হবে।
অনশনকারীরা জানান, "বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ পুলিশ এসে সকাল ৭টার মধ্যে জায়গা খালি করার নির্দেশ দিয়েছে। জোর করে পুলিশ আন্দোলন বন্ধ করতে চাইছে। বৃহস্পতিবার সকালে আলোচনা করে অনশন প্রত্যাহার করা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত হবে।
SSC যুব ছাত্র অধিকার মঞ্চের অর্পিতা দাস বলেন, “পুলিশ রাত ১২টা নাগাদ এসে ইনসানদা ও মেহবুবদাকে ডেকে নিয়ে গিয়ে বলে একটা লিখিত দাও যে, কাল সকাল সাতটার মধ্যে জায়গা খালি করে দেবে। আমাদের কাল একবার বিকাশ ভবনে ডেকেছে। দেখি কী করি।”
তানিয়া শেঠ বলেন, “পরিস্থিতি খুবই খারাপ। পুলিশ আমাদের তুলে দিতে চাইছে। মুখ্যমন্ত্রী নিজে এসে বলে গেলেন, আমারা যেন আলোচনার জন্য পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল বিকাশ ভবনে পাঠাই। কিন্তু তারপর মাঝরাতে পুলিশ এসে হঠাৎ আমাদের তুলে দিতে চাইছে। আমরা ভেবেছিলাম বৃহস্পতিবার বিকাশ ভবন থেকে আলোচনা সেরে ফেরার পর প্রেস কনফারেন্স করে আমাদের পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত জানাব। কিন্তু, সেটা আমাদের করতে দেওয়া হচ্ছে না। হঠাৎ করে পুলিশ এসে বলছে, মুখ্যমন্ত্রী এসে গেছেন, তোমাদের যা বলার তোমরা বলে দিয়েছ। এবার জায়গা ছাড়তে হবে। এখনই বলছিল উঠে যেতে। পরে বলল সকাল সাতটার মধ্যে জায়গা খালি করতে হবে।”
গোটা ঘটনায় পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।