ETV Bharat / state

Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ে টাকার বিনিময়ে ভর্তির অভিযোগ, গ্রেফতার 2 - টাকা নিয়ে ছাত্র ভর্তির অভিযোগ

দুই যুবককে গ্রেফতার করল যাদবপুর থানার পুলিশ ৷ অভিযোগ, এরা টাকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি করিয়ে দেওয়ার টোপ দিয়েছিল ছাত্রছাত্রীদের ৷ (Jadavpur Police arrests two persons for allegedly taking money for admission in Jadavpur University)

Jadavpur Engineering College Scam
যাদবপুর বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Dec 23, 2021, 8:56 AM IST

Updated : Dec 23, 2021, 9:42 AM IST

কলকাতা, 23 ডিসেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টাকা নিয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি করিয়ে দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল যাদবপুর থানার পুলিশ । ধৃতদের নাম সুরাজ মুখোপাধ্যায় ও সৌভিক মণ্ডল । তাদের জিজ্ঞাসাবাদ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই আরও দু'জন ছাত্রের নাম উঠে এসেছে । (Jadavpur Police arrests two persons for allegedly taking money for admission)

জানা গিয়েছে, বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের কাউন্সেলিং চলছিল ৷ সেই সময় লাইনে দাঁড়িয়ে থাকা ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলছিল এই দুই বহিরাগত যুবক ৷ তারা টাকার বিনিময়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলছিল ছাত্র-ছাত্রীদের ৷ এই টোপ মুহূর্তে ছড়িয়ে পড়ে এক ছাত্র থেকে অন্য ছাত্রের কাছে ৷ খবর পৌঁছায় কর্তৃপক্ষের কাছে ৷

আরও পড়ুন : Student Harassment : যাদবপুরের ছাত্রীকে কুপ্রস্তাব, অভিযুক্ত বিশ্বভারতীর প্রাক্তনী বাংলাদেশী যুবক

যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ৷ কিন্তু সন্তোষজনক উত্তর না মেলায় সঙ্গে সঙ্গে যাদবপুর থানাকে খবর দেয় ৷ পুলিশ এসে এই দু'জনকে থানায় নিয়ে যায় এবং জেরা করে ৷ পুলিশের কাছে দুই যুবক স্বীকার করে নেয় যে তারা একজন হাওড়া ও অন্যজন হুগলির বাসিন্দা ৷

সন্ধে আনুমানিক 8টা নাগাদ যাদবপুর থানার পুলিশ তাদের দু'জনকে গ্রেফতার করে ৷ আজ তাদের আলিপুর পুলিশ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারীরা ৷ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, এই ঘটনায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের হাত রয়েছে ৷ তবে তদন্তের স্বার্থে দুই ছাত্রের নাম প্রকাশ্যে আনতে চাইছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে ৷

কলকাতা, 23 ডিসেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টাকা নিয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি করিয়ে দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল যাদবপুর থানার পুলিশ । ধৃতদের নাম সুরাজ মুখোপাধ্যায় ও সৌভিক মণ্ডল । তাদের জিজ্ঞাসাবাদ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই আরও দু'জন ছাত্রের নাম উঠে এসেছে । (Jadavpur Police arrests two persons for allegedly taking money for admission)

জানা গিয়েছে, বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের কাউন্সেলিং চলছিল ৷ সেই সময় লাইনে দাঁড়িয়ে থাকা ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলছিল এই দুই বহিরাগত যুবক ৷ তারা টাকার বিনিময়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলছিল ছাত্র-ছাত্রীদের ৷ এই টোপ মুহূর্তে ছড়িয়ে পড়ে এক ছাত্র থেকে অন্য ছাত্রের কাছে ৷ খবর পৌঁছায় কর্তৃপক্ষের কাছে ৷

আরও পড়ুন : Student Harassment : যাদবপুরের ছাত্রীকে কুপ্রস্তাব, অভিযুক্ত বিশ্বভারতীর প্রাক্তনী বাংলাদেশী যুবক

যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ৷ কিন্তু সন্তোষজনক উত্তর না মেলায় সঙ্গে সঙ্গে যাদবপুর থানাকে খবর দেয় ৷ পুলিশ এসে এই দু'জনকে থানায় নিয়ে যায় এবং জেরা করে ৷ পুলিশের কাছে দুই যুবক স্বীকার করে নেয় যে তারা একজন হাওড়া ও অন্যজন হুগলির বাসিন্দা ৷

সন্ধে আনুমানিক 8টা নাগাদ যাদবপুর থানার পুলিশ তাদের দু'জনকে গ্রেফতার করে ৷ আজ তাদের আলিপুর পুলিশ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারীরা ৷ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, এই ঘটনায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের হাত রয়েছে ৷ তবে তদন্তের স্বার্থে দুই ছাত্রের নাম প্রকাশ্যে আনতে চাইছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে ৷

Last Updated : Dec 23, 2021, 9:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.