ETV Bharat / state

Haridevpur Youth Body Recovered: হরিদেবপুরের ঘটনায় গ্রেফতার অয়নের বান্ধবী, শ্রীঘরে মা-ভাইও - ayan mondal death case

দশমীর দিন হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা অয়ন মণ্ডল তাঁর বান্ধবীর সঙ্গে দেখা করতে যান । তারপর একাদশীর দিন ব্রিজের নীচ থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (Death of youth in Haridevpur) ৷

Haridevpur Ayan Mondal Death
ETV Bharat
author img

By

Published : Oct 8, 2022, 6:54 AM IST

কলকাতা, 8 অক্টোবর: অয়ন মণ্ডলের মৃত্যুর ঘটনায় বান্ধবী এবং তাঁর মা ও ভাইকে গ্রেফতার করল হরিদেবপুর থানার পুলিশ । লালবাজার সূত্রে খবর, শুক্রবার রাতে থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে তাঁদের গ্রেফতার করা হয় (Girl Friend of Ayan Mondal arrested) ।শনিবার তাঁদের আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ ।

এদিকে, শুক্রবার রাত দশটা নাগাদ অয়ন মণ্ডলের বান্ধবীর হরিদেবপুরের নতুন পল্লির বাড়িতে প্রায় 200 জন যুবক চড়াও হয় । বান্ধবীর বাড়িতে তালা লাগানো ছিল । সেই তালা খুলে রীতিমতো বাড়িতে ঢুকে তাণ্ডব চালানো হয় । অবাধে চলে লুটপাট । অভিযোগ, তাণ্ডবে বাধা দেওয়ায় ওই বান্ধবীর প্রতিবেশীর বাড়িতেও তুলকালাম কাণ্ড চালানো হয় । ওই বাড়িতে ঢুকে আসবাবপত্র ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন: বৃহস্পতিবারই দেহ উদ্ধারের খবর লালবাজারে পাঠানো হয়, দাবি ডায়মন্ড হারবার জেলা পুলিশের

দশমীর দিন হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা অয়ন মণ্ডল তাঁর বান্ধবীর সঙ্গে দেখা করতে যান । অভিযোগ, সেই সময় অয়নের বান্ধবীর বাড়িতে কোনও অভিভাবক ছিল না । হঠাৎ বান্ধবীর বাবা-মা এসে যাওয়াতে অয়ন লুকিয়ে ছাদে চলে যান ৷ সেখান থেকে অয়ন তাঁর বন্ধুদের ফোন করে গোটা ঘটনাটি জানায় । এরপরই অয়নের মোবাইল সুইচড অফ হয়ে যায় বলে তাঁর বন্ধুরা পুলিশকে জানিয়েছে । অয়নের পরিবারের অভিযোগ, বান্ধবীর বাড়ির লোকেরা তাঁকে পিটিয়ে হত্যা করেছে । জানা গিয়েছে অয়নের মাথার পিছন দিকে ভারী ভোঁতা কোনও বস্তু দিয়ে একাধিকবার আঘাতের চিহ্ন রয়েছে । দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে । এর আগে একাদশীর দিন সকাল 8টা নাগাদ মগরাহাট থানা এলাকার একটি ব্রিজের নিচ থেকে অয়ন মণ্ডলের দেহ উদ্ধার করে পুলিশ ।

কলকাতা, 8 অক্টোবর: অয়ন মণ্ডলের মৃত্যুর ঘটনায় বান্ধবী এবং তাঁর মা ও ভাইকে গ্রেফতার করল হরিদেবপুর থানার পুলিশ । লালবাজার সূত্রে খবর, শুক্রবার রাতে থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে তাঁদের গ্রেফতার করা হয় (Girl Friend of Ayan Mondal arrested) ।শনিবার তাঁদের আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ ।

এদিকে, শুক্রবার রাত দশটা নাগাদ অয়ন মণ্ডলের বান্ধবীর হরিদেবপুরের নতুন পল্লির বাড়িতে প্রায় 200 জন যুবক চড়াও হয় । বান্ধবীর বাড়িতে তালা লাগানো ছিল । সেই তালা খুলে রীতিমতো বাড়িতে ঢুকে তাণ্ডব চালানো হয় । অবাধে চলে লুটপাট । অভিযোগ, তাণ্ডবে বাধা দেওয়ায় ওই বান্ধবীর প্রতিবেশীর বাড়িতেও তুলকালাম কাণ্ড চালানো হয় । ওই বাড়িতে ঢুকে আসবাবপত্র ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন: বৃহস্পতিবারই দেহ উদ্ধারের খবর লালবাজারে পাঠানো হয়, দাবি ডায়মন্ড হারবার জেলা পুলিশের

দশমীর দিন হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা অয়ন মণ্ডল তাঁর বান্ধবীর সঙ্গে দেখা করতে যান । অভিযোগ, সেই সময় অয়নের বান্ধবীর বাড়িতে কোনও অভিভাবক ছিল না । হঠাৎ বান্ধবীর বাবা-মা এসে যাওয়াতে অয়ন লুকিয়ে ছাদে চলে যান ৷ সেখান থেকে অয়ন তাঁর বন্ধুদের ফোন করে গোটা ঘটনাটি জানায় । এরপরই অয়নের মোবাইল সুইচড অফ হয়ে যায় বলে তাঁর বন্ধুরা পুলিশকে জানিয়েছে । অয়নের পরিবারের অভিযোগ, বান্ধবীর বাড়ির লোকেরা তাঁকে পিটিয়ে হত্যা করেছে । জানা গিয়েছে অয়নের মাথার পিছন দিকে ভারী ভোঁতা কোনও বস্তু দিয়ে একাধিকবার আঘাতের চিহ্ন রয়েছে । দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে । এর আগে একাদশীর দিন সকাল 8টা নাগাদ মগরাহাট থানা এলাকার একটি ব্রিজের নিচ থেকে অয়ন মণ্ডলের দেহ উদ্ধার করে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.