গড়িয়া, 9 জানুয়ারি: যাত্রীর পছন্দমতো রুটে যেতে নারাজ অটোচালক ৷ আর তাই মেজাজ হারিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চালককে হুমকি দুই ব্যক্তি ৷ এমনকী প্রাণে মেরে ফেলার হুমকিও দিতে থাকে অভিযুক্তরা ৷ শেষে পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করে ৷ মঙ্গলবার পাটুলি থানা এলাকায় ঘটনাটি ঘটেছে ভোর 5টা নাগাদ ৷ এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, "এই ঘটনায় আমরা দু'জনকে গ্রেফতার করেছি ৷ ধৃতদের নাম দীপায়ন দত্ত এবং চিরঞ্জিত কর্মকার ৷ তারা গড়িয়ার বাসিন্দা ৷ তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ৷ বাজেয়াপ্ত হয়েছে একটি অভিজাত গাড়ি ৷" পুলিশ সূত্রে খবর, গ্রেফতারির সময় অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিল বলে ৷
জানা গিয়েছে, আজ ভোর পাঁচটা নাগাদ পাটুলি থানা এলাকার গড়িয়া মোড়ে অটো নিয়ে দাঁড়িয়ে ছিলেন অটোচালকরা ৷ সেই সময়ে গাড়ি থেকে নেমে আসে দীপায়ন দত্ত এবং চিরঞ্জিত কর্মকার ৷ তারা অটোচালকদের জানায় যে, তারা সোনারপুর ঘাসিয়াড়া যাবে ৷ কিন্তু অটোচালক সেখানে যেতে রাজি হয় না ৷ সেই সময় তারা ওই অটোচালককে বেশি টাকা দিতে চায় ৷ তা সত্ত্বেও সেখানে যেতে অস্বীকার করেন অটোচালক ৷ তিনি দীপায়ন এবং চিরঞ্জিতকে বলেন, "সোনারপুরের ঘাসিয়ারা তাদের রুট নয় ৷" এতে রেগে যায় দীপায়ন ও চিরঞ্জিত ৷
এরপরই অটোচালকের সঙ্গে দু'জনের বচসা বাঁধে ৷ অভিযোগ, এই সময় পকেট থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে দীপায়ন ৷ অটোচালকের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দিতে থাকে তারা ৷ সেই সময় অভিযুক্তরা প্রত্যেকে মদ্যপ অবস্থায় ছিল ৷
এই সময় অন্য অটোচালকরা পাটুলি থানায় ফোন করে গোটা বিষয়টি জানায় ৷ গড়িয়া মোড়ের কাছে তখন রাউন্ডে ছিল পাটুলি থানার একটি গাড়ি ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসে পাটুলি থানার পুলিশ ৷ দুই অভিযুক্তকে সেখান থেকেই থানায় নিয়ে যাওয়া হয় ৷ পাশাপাশি অভিযুক্তদের গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ ৷ তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় ৷ ধৃতরা ওই আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে পেল, তা জানার চেষ্টা করা হচ্ছে ৷ এছাড়া সারারাত দুই অভিযুক্ত মদ্যপ অবস্থায় কোথায় কোথায় গিয়েছিল, সেই তথ্য সংগ্রহ করছে পুলিশ ৷
আরও পড়ুন: