ETV Bharat / state

Afghanistan Effect : এ রাজ্যের জঙ্গি স্লিপার সেলগুলি নিয়ে চিন্তিত পুলিশ প্রশাসন - জেএমবি জঙ্গি সংগঠন

কাবুল দখল করার পাশাপাশি তালিবান বেশ কিছু জঙ্গি সংগঠনের সঙ্গে সখ্য বাড়াচ্ছে ৷ গোপন সূত্রে এমনই খবর পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা । গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, কাবুলের পর এবার গোটা বিশ্বে নিজেদের শক্তি বা নাশকতা ছড়াতে উদগ্রীব তালিবানরা ।

Afghanistan Effect
Afghanistan Effect
author img

By

Published : Aug 21, 2021, 7:18 PM IST

কলকাতা, 21 অগস্ট : আফগানিস্তানে তালিবানদের বাড়বাড়ন্ত নিয়ে চিন্তিত ভারত সরকার । সরকারের আশঙ্কা, তালিবানদের বাড়বাড়ন্তে দেশের মধ্যে একাধিক নিষিদ্ধ সংগঠনের স্লিপার সেলগুলি নতুন করে অক্সিজেন পাবে । চিন্তার কারণ রয়েছে এ রাজ্যেও ৷ পশ্চিমবঙ্গে বাংলাদেশের বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেলের সদস্যদের নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে পুলিশ প্রশাসন । ফের বাংলাদেশের জেএমবির মতো জঙ্গি সংগঠনের মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা শুরু হয়েছে । তাই জঙ্গি কার্যকলাপ রুখতে এবার বাংলার আনাচে-কানাচে নিজেদের নেটওয়ার্ক বৃদ্ধির কাজ চালু করছে রাজ্য ও কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা ।

কাবুল দখল করার পাশাপাশি তালিবান বেশ কিছু জঙ্গি সংগঠনের সঙ্গে সখ্য বাড়াচ্ছে ৷ গোপন সূত্রে এমনই খবর পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা । স্বরাষ্ট্রমন্ত্রকের গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, কাবুলের পর এবার গোটা বিশ্বে নিজেদের শক্তি বা নাশকতা ছড়াতে উদগ্রীব তালিবানরা । ফলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠনগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চাইছে তারা । এর মধ্যে বেশ কয়েকটি গোষ্ঠী রয়েছে যারা শুধুমাত্র এদেশে নয়, এই রাজ্যেও বেশ কিছুদিন ধরে সক্রিয় । যার মধ্যে একটি হল আনসার-উল-বাংলা টিম বা এবিটি । কিছুদিন আগে এই সংগঠনের নাম পাল্টে আনসার-উল-ইসলাম রাখা হয়েছে বলে জানাচ্ছেন গোয়েন্দারা ।

জানা গিয়েছে, 2007 সালে বাংলাদেশে কাজ শুরু করলেও 2013 সালে এবিটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় সেদেশে । ফলে নাম বদলানো সেই সংগঠনই এপারের গোয়েন্দাদের কাছে এখন সবচেয়ে বড় মাথাব্যথার কারণ । 2016 সালে ব্রাহ্মণবেড়িয়ায় আল কায়েদা ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের সঙ্গে আনসারুলের দাওয়াহিল্লা একটি মিটিংয়ের সময় নতুন করে নাশকতার ডাক দেওয়া হয় বলে জানতে পারেন ভারতীয় গোয়েন্দারা ।

আরও পড়ুন : Pro-Taliban Post : সোশ্যাল মিডিয়ায় তালিবানের সমর্থনে পোস্ট, অসমে গ্রেফতার 14

পাশাপাশি গোয়েন্দারা এও জানতে পেরেছেন, নিজেদের বক্তব্য সংগঠনের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য 'আনসার-উল বাংলা' নামে একটি ওয়েবসাইটও খোলা হয়েছিল ৷ যার সার্ভার রাখা ছিল পাকিস্তানে । এই সোশ্যাল সাইটের মাধ্যমে আল-কায়েদা এবং তালিবানদের হয়ে লাগাতার প্রচার শুরু করে এবিটি । সংগঠনের এই ভাবধারা 'মাদু' এবং সদস্যরা 'ইখাওয়া' নামে পরিচিত । রাজ্য ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে এটাই এখন সবচেয়ে বড় চিন্তার কারণ ।

কলকাতা, 21 অগস্ট : আফগানিস্তানে তালিবানদের বাড়বাড়ন্ত নিয়ে চিন্তিত ভারত সরকার । সরকারের আশঙ্কা, তালিবানদের বাড়বাড়ন্তে দেশের মধ্যে একাধিক নিষিদ্ধ সংগঠনের স্লিপার সেলগুলি নতুন করে অক্সিজেন পাবে । চিন্তার কারণ রয়েছে এ রাজ্যেও ৷ পশ্চিমবঙ্গে বাংলাদেশের বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেলের সদস্যদের নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে পুলিশ প্রশাসন । ফের বাংলাদেশের জেএমবির মতো জঙ্গি সংগঠনের মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা শুরু হয়েছে । তাই জঙ্গি কার্যকলাপ রুখতে এবার বাংলার আনাচে-কানাচে নিজেদের নেটওয়ার্ক বৃদ্ধির কাজ চালু করছে রাজ্য ও কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা ।

কাবুল দখল করার পাশাপাশি তালিবান বেশ কিছু জঙ্গি সংগঠনের সঙ্গে সখ্য বাড়াচ্ছে ৷ গোপন সূত্রে এমনই খবর পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা । স্বরাষ্ট্রমন্ত্রকের গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, কাবুলের পর এবার গোটা বিশ্বে নিজেদের শক্তি বা নাশকতা ছড়াতে উদগ্রীব তালিবানরা । ফলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠনগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চাইছে তারা । এর মধ্যে বেশ কয়েকটি গোষ্ঠী রয়েছে যারা শুধুমাত্র এদেশে নয়, এই রাজ্যেও বেশ কিছুদিন ধরে সক্রিয় । যার মধ্যে একটি হল আনসার-উল-বাংলা টিম বা এবিটি । কিছুদিন আগে এই সংগঠনের নাম পাল্টে আনসার-উল-ইসলাম রাখা হয়েছে বলে জানাচ্ছেন গোয়েন্দারা ।

জানা গিয়েছে, 2007 সালে বাংলাদেশে কাজ শুরু করলেও 2013 সালে এবিটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় সেদেশে । ফলে নাম বদলানো সেই সংগঠনই এপারের গোয়েন্দাদের কাছে এখন সবচেয়ে বড় মাথাব্যথার কারণ । 2016 সালে ব্রাহ্মণবেড়িয়ায় আল কায়েদা ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের সঙ্গে আনসারুলের দাওয়াহিল্লা একটি মিটিংয়ের সময় নতুন করে নাশকতার ডাক দেওয়া হয় বলে জানতে পারেন ভারতীয় গোয়েন্দারা ।

আরও পড়ুন : Pro-Taliban Post : সোশ্যাল মিডিয়ায় তালিবানের সমর্থনে পোস্ট, অসমে গ্রেফতার 14

পাশাপাশি গোয়েন্দারা এও জানতে পেরেছেন, নিজেদের বক্তব্য সংগঠনের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য 'আনসার-উল বাংলা' নামে একটি ওয়েবসাইটও খোলা হয়েছিল ৷ যার সার্ভার রাখা ছিল পাকিস্তানে । এই সোশ্যাল সাইটের মাধ্যমে আল-কায়েদা এবং তালিবানদের হয়ে লাগাতার প্রচার শুরু করে এবিটি । সংগঠনের এই ভাবধারা 'মাদু' এবং সদস্যরা 'ইখাওয়া' নামে পরিচিত । রাজ্য ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে এটাই এখন সবচেয়ে বড় চিন্তার কারণ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.