কলকাতা , 19 ফেব্রুয়ারি : হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম দুই শিশুকে নিয়ে চিকিৎসকরা উদ্বেগে ছিলেন । তাঁদের উদ্বেগ আরও বেড়ে গিয়েছে । যদিও একই সঙ্গে আশাও ছাড়ছেন না তাঁরা । স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনই জানা গিয়েছে । কারণ, গতরাতে শেষ পাওয়া খবর অনুযায়ী, পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম ঋষভ সিংয়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না । যদিও, এই দুর্ঘটনায় জখম আর একজন অর্থাৎ দীপাংশু ভগতের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে । তবে, সংকট এখনও কাটেনি । এই দুই শিশুকে এখনও ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয়েছে ।
শুক্রবার হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় এই দুই শিশু সব থেকে বেশি জখম হয়েছিল । কারণ, এই দুই শিশুর ফুসফুস সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় । যা ঋষভ সিংয়ের মস্তিষ্কেও প্রভাব ফেলে । তার পাঁজরের চারটি হাড়-ও ভেঙে গিয়েছে । অন্যদিকে, দুর্ঘটনার জেরে দীপাংশু ভগতের মস্তিষ্কে আঘাত লাগে বলে জানা গিয়েছে । এই দুই শিশুকে শুক্রবার ইমামবাড়া হাসপাতাল থেকে গ্রিন করিডর তৈরি করে SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয় । সেখানে দু'জনকেই ভেন্টিলেশনে রাখা হয় । তবে, তাদের মধ্যে ঋষভ সিংয়ের ফুসফুস বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । যে কারণে, ভেন্টিলেশনের সাপোর্ট দিব্যাংশ ভকত নিতে পারলেও , সেই সাপোর্ট সেভাবে নিতে পারছিল না ঋষভ সিং । শুক্রবার পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় , যেখানে ঋষভের প্রাণ সংশয় দেখা দেয় । এরপর শুক্রবার রাত থেকে হাসপাতালের CTVS-এ তাকে ECMO (এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন)-র সাপোর্টে রাখা হয়েছে ।
সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, এই দুই শিশুর শারীরিক অবস্থা সংকটে রয়েছে । তবে, তাদের মধ্যে কিছুটা হলেও দীপাংশু ভগতের ক্ষেত্রে আশার আলো দেখতে পাচ্ছে কর্তৃপক্ষ । অন্যদিকে, ECMO-র সাপোর্টের বাইরে যতক্ষণ না ঋষভ সিংকে আনা সম্ভব হচ্ছে , ততক্ষণ তার শরীরের বিভিন্ন প্যারামিটারের বিষয়ে কিছু বলা সম্ভব হচ্ছে না । তার ফুসফুসকে বাঁচানোর অঙ্গ হিসাবে রবিবার তার ট্র্যাকিওস্টমি করা হয় । মঙ্গলবার রাতে অ্যান্টিবায়োটিক বদলে দেওয়া হয়েছে । সূত্রের খবর, উদ্বেগে থাকলেও, আশাও ছাড়ছেন না চিকিৎসকরা । কারণ, ঋষভ সিংয়ের শারীরিক অবস্থার উন্নতি যেমন হচ্ছে না, তেমনই অবনতিও হচ্ছে না । যদি তার শারীরিক অবস্থা আরও দিন দশেক থাকে এমনই থাকে , তাহলে তাকে সুস্থ করে তোলার সম্ভাবনা রয়েছে । তবে, তাকে সুস্থ করে তোলার প্রচেষ্টা দীর্ঘ হতে পারে । মাস খানেক সময় লেগে যেতে পারে বলেও জানা গিয়েছে । অন্যদিকে , দীপাংশু ভগতের যাতে ভেন্টিলেশনের সাপোর্টের বাইরে আনা সম্ভব হয়, তার জন্য চেষ্টা চলছে ।