ETV Bharat / state

946টি কবিতা নিয়ে বইমেলায় মমতার কবিতা বিতান

গত বছর পর্যন্ত মোট 87টি বই প্রকাশিত হয়েছে । এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের 946টি কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে কবিতা বিতান । জাগো বাংলা স্টলে পাওয়া যাবে এই বই ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 28, 2020, 1:21 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : এবার বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা 946টি কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে নতুন বই । নাম কবিতা বিতান । গতকাল বিধানসভায় নিজের ঘরে বসে একথা জানান মুখ্যমন্ত্রী । এছাড়াও শিশুদের বই সহ আরও বেশ কয়েকটি বই প্রকাশিত হবে । NRC ও CAA-র বিরুদ্ধেও একটি বই প্রকাশিত হবে বলে খবর ।

লোকসভা নির্বাচনের প্রক্রিয়া, বিদ্যাসাগরের মূর্তি কিংবা নাগরিকত্ব সংশোধনী আইন বারবার মমতার কলমে উঠে এসেছে নানা কবিতা । কখনও 'গর্জে ওঠো', কখনও 'জরুরি', কখনও 'দমকা হাওয়া' । বেশ কয়েক বছর ধরে বইমেলায় প্রকাশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই । গতবছর পর্যন্ত মোট 87টি বই প্রকাশিত হয়েছে তাঁর । সেঞ্চুরির পথে আর 13 টি বই বাকি । বই প্রকাশে তাঁর সেঞ্চুরির কথা আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ব্যতিক্রম নয় এবারও । 946 টি কবিতা নিয়ে একটি বই প্রকাশিত হচ্ছে । আজ কলকাতা বইমেলায় কবিতা বিতানের উদ্বোধন হবে । মঞ্চ থেকে নিজের লেখা কবিতার বই সহ অন্যান্য বইগুলির উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন : CAA-র প্রতিবাদে মমতার কলমে 'অধিকার'

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শিশুদের জন্যও বেশ কয়েকটি বই লিখেছেন তিনি । সবগুলি কাল প্রকাশিত হবে । সরস্বতীপুজোর জন্য একদিন এগিয়ে এসেছে বইমেলার উদ্বোধন । 29 জানুয়ারি হওয়ার কথা ছিল । কিন্তু উদ্বোধন হচ্ছে আজই । তাই এখনও পর্যন্ত শেষ মুহূর্তের প্রুফ দেখা শেষ হয়নি । আজ থেকেই বইমেলার জাগো বাংলা স্টলে পাওয়া যাবে বইগুলি ।

কলকাতা, 28 জানুয়ারি : এবার বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা 946টি কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে নতুন বই । নাম কবিতা বিতান । গতকাল বিধানসভায় নিজের ঘরে বসে একথা জানান মুখ্যমন্ত্রী । এছাড়াও শিশুদের বই সহ আরও বেশ কয়েকটি বই প্রকাশিত হবে । NRC ও CAA-র বিরুদ্ধেও একটি বই প্রকাশিত হবে বলে খবর ।

লোকসভা নির্বাচনের প্রক্রিয়া, বিদ্যাসাগরের মূর্তি কিংবা নাগরিকত্ব সংশোধনী আইন বারবার মমতার কলমে উঠে এসেছে নানা কবিতা । কখনও 'গর্জে ওঠো', কখনও 'জরুরি', কখনও 'দমকা হাওয়া' । বেশ কয়েক বছর ধরে বইমেলায় প্রকাশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই । গতবছর পর্যন্ত মোট 87টি বই প্রকাশিত হয়েছে তাঁর । সেঞ্চুরির পথে আর 13 টি বই বাকি । বই প্রকাশে তাঁর সেঞ্চুরির কথা আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ব্যতিক্রম নয় এবারও । 946 টি কবিতা নিয়ে একটি বই প্রকাশিত হচ্ছে । আজ কলকাতা বইমেলায় কবিতা বিতানের উদ্বোধন হবে । মঞ্চ থেকে নিজের লেখা কবিতার বই সহ অন্যান্য বইগুলির উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন : CAA-র প্রতিবাদে মমতার কলমে 'অধিকার'

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শিশুদের জন্যও বেশ কয়েকটি বই লিখেছেন তিনি । সবগুলি কাল প্রকাশিত হবে । সরস্বতীপুজোর জন্য একদিন এগিয়ে এসেছে বইমেলার উদ্বোধন । 29 জানুয়ারি হওয়ার কথা ছিল । কিন্তু উদ্বোধন হচ্ছে আজই । তাই এখনও পর্যন্ত শেষ মুহূর্তের প্রুফ দেখা শেষ হয়নি । আজ থেকেই বইমেলার জাগো বাংলা স্টলে পাওয়া যাবে বইগুলি ।

Intro:কলকাতা, ২৭ জানুয়ারি : ৯৪৬ টি কবিতা নিয়ে এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে একটি কবিতার বই । নাম 'কবিতা বিতান'। আজ বিধানসভায় নিজের ঘরে বসে একথা জানালেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শিশুদের বই সহ আরও বেশ কয়েকটি বই প্রকাশিত হবে। এমনকী NRC ও CAA - র বিরুদ্ধেও তার একটি বই প্রকাশিত হবে বলেই সূত্রের খবর।


Body:আগামীকাল কলকাতা বইমেলার উদ্বোধন। মঞ্চ থেকে নিজের লেখা কবিতার বই সহ অন্যান্য বইগুলির উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। প্রতিবছরই নিয়ম করে বইমেলাতে বই প্রকাশ হয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতবছর পর্যন্ত মোট ৮৭ টি বই প্রকাশিত হয়েছে তার। সেঞ্চুরির পথে আর ১৩ টি বই বাকি। এবারে বই প্রকাশে সেন্চুরি হয়ে যাবে বলে মনে করছেন বইপ্রেমীরা। প্রসঙ্গত, গত বছরই মমতা জানিয়েছিলেন বই প্রকাশে তার সেঞ্চুরি লক্ষ্যপূরণের কথা। সেই মতো, এবারেও বেশ কয়েকটি বই প্রকাশিত হচ্ছে তার। ৯৪৬ টি কবিতা নিয়ে একটি বই প্রকাশিত হচ্ছে। তবে শুধুমাত্র কবিতার বই নয়, সবার জন্য ভিন্ন স্বাধের বই লিখে থাকেন তিনি। CAA এবং NRC র বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তার লেখা বই অন‍্যতম। তবে আজ মমতা জানান, শিশুদের সহ বেশ কয়েকটি বই লিখেছেন তিনি। সবগুলি কাল প্রকাশিত হবে। শেষ মুহূর্তের প্রূফ দেখা সম্পন্ন হয়নি। প্রসঙ্গত, সরস্বতী পুজার কারণে একদিন এগিয়ে এসেছে বইমেলার উদ্বোধন। ২৯ জানুয়ারিতে হওয়ার কথা ছিল। কিন্তু উদ্বোধন হচ্ছে আগামীকাল ২৯ জানুয়ারি। এর ফলে সমস্যায় পড়েছে প্রকাশনা সংস্থাগুলো। এখনও পর্যন্ত সম্পন্ন করে উঠতে পারিনি সম্পূর্ণ প্রুফ দেখার কাজ। যদিও বইমেলার "জাগো বাংলা" স্টলে আগামী কাল উদ্বোধনের দিন থেকেই মমতার লেখা বইগুলি পাওয়া যাবে বলে প্রকাশনা সূত্রের খবর।



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.