কলকাতা, 30 জানুয়ারি : 7 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিজেপি সূত্রে খবর, ভারত পেট্রোলিয়ামের এক সরকারি কর্মসূচিতে ঝটিকা সফরে রাজ্যে পা রাখবেন প্রধানমন্ত্রী ।
15 দিনের মধ্যে দ্বিতীয়বার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ভারত পেট্রোলিয়াম ছাড়াও রিমোট কন্টোলের মাধ্যমে নোয়াপাড়া- দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পেরও সূচনা করতে পারেন তিনি।
এর আগে 23 জানুয়ারি রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী । ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে পরাক্রম দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি । এবার ফের একবার বাংলায় আসছেন তিনি । সরকারি কর্মসূচি হলেও বাংলায় আসন্ন নির্বাচনের বাতাবরণে প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।
আরও পড়ুন : ‘‘আত্মনির্ভর ভারতের লক্ষ্য ছিল নেতাজির !’’ রাজনৈতিক চাল প্রধানমন্ত্রীর
তবে বাংলায় কোনও রাজনৈতিক কর্মসূচিতে দেখতে হলে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে । এমনই মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা ।
23 জানুয়ারির সরকারি অনুষ্ঠানে যেভাবে জয় শ্রীরাম স্লোগান উঠেছিল এবং তারপর মুখ্যমন্ত্রী কোনওরকম ভাষণ না দিয়েই পোডিয়াম ছাড়েন, তা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে । এবার প্রধানমন্ত্রী ফের একবার সরকারি কর্মসূচিতে আসছেন বাংলায় ।