কলকাতা, 6 অগস্ট: অমৃত ভারত প্রকল্পে শিয়ালদা বিভাগে 7টি স্টেশনের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী মোদি ৷ 27টি রাজ্যে 508টি স্টেশনের পুনর্নির্মান হবে। 'অমৃত ভারত স্টেশন স্কিমের' অংশ হিসেবে পশ্চিমবঙ্গের 37টি রেলওয়ে স্টেশন পুনর্নির্মাণ করা হবে। রবিবার শিয়ালদা স্টেশনে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ব রেলের অধীনে শিয়ালদা ডিভিশনের সাতটি রেলস্টেশন অত্যাধুনিক সুবিধার সঙ্গে পুনর্নির্মাণ করা হচ্ছে। ভারতীয় বৈচিত্রকে গুরুত্ব দিয়ে সেজে উঠবে স্টেশনগুলি ।
রবিবার প্রধানমন্ত্রী জানিয়েছেন, অত্যাধুনিক যাত্রী পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই স্টেশন গুলিকে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগেই ভারতীয় রেলের 'অমৃত ভারত স্টেশন প্রকল্প'। সম্পূর্ণ প্রকল্পের অধীনে পড়ছে দেশের মোট 1 হাজার 309টি স্টেশন। তবে, সর্বপ্রথম পর্যায়ে সাজিয়ে তোলা হবে 508টি স্টেশনকে।
আরও পড়ুন: নয়া রূপে সেজে উঠছে উত্তরপূর্বের 56টি স্টেশন, খরচ 1960 কোটি
রবিবার শিয়ালদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ দ্বিবেদী ৷ এদিন আনন্দ বোসকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হয়। ক্রিকেটার ঝুলন গোস্বামী, তীরন্দাজ বোম্বাইলা দেবী লাইশরাম, কাঁথা শিল্পী প্রীতিকণা গোস্বামী প্রমুখের উপস্থিতির মাধ্যমে ভিডিয়ো কনফারেন্সিং প্রোগ্রাম হয়। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের যে 37টি স্টেশনকে সাজিয়ে তোলা হবে সেগুলি হল-
আলুয়াবাড়ি রোড জংশন, অম্বিকা কালনা, অণ্ডাল জংশন, আসানসোল জংশন, আজিমগঞ্জ স্টেশন, বর্ধমান জংশন, ব্যারাকপুর, বহরমপুর কোর্ট, বেথুয়াডহরী, বিন্নাগুড়ি, বোলপুর, চাঁদপাড়া, দলগাঁও, ডলাখোলা, ধূপগুড়ি, দিনহাটা, ফালাকাটা, হলদিবাড়ি, হাসিমারা, জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, কালিয়াগঞ্জ, কামাখ্যাগুড়ি, কাটোয়া জংশন, কৃষ্ণনগর সিটি জংশন, মাদলা টাউন, নবদ্বীপ ধাম, নিউ আলিপুরদুয়ার, নিউ ফারাক্কা, নিউ মাল জংশন, পাণ্ডবেশ্বর, রামপুরহাট জংশন, সামসি, শিয়ালদা, শান্তিপুর, শেওড়াফুলি জংশন ও তারকেশ্বর।
আরও পড়ুন: পূর্ব রেলের 28টি স্টেশনকে আনা হচ্ছে 'অমৃত ভারত' প্রকল্পের আওতায়