ETV Bharat / state

দেশের মানুষের সঙ্গে রসিকতা করছেন প্রধানমন্ত্রী, কটাক্ষ বাম-কংগ্রেসের - corona prevention

রবিার রাতে 9 মিনিটের জন্য ঘরের আলো বন্ধ রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী । তাঁর এই আবেদনকে কটাক্ষ করল বাম ও কংগ্রেস ।

pm is playing with human lives, said mannan,sujan
দেশের মানুষের সঙ্গে রসিকতা করছেন প্রধানমন্ত্রী ; বললেন মান্নান-সুজন
author img

By

Published : Apr 3, 2020, 5:05 PM IST

কলকাতা, 3 এপ্রিল : একই সুরে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করল রাজ্যের বাম ও কংগ্রেস নেতৃত্ব । কংগ্রেস নেতা আবদুল মান্নান বলেন, দেশের মানুষের সঙ্গে রসিকতা করছেন প্রধানমন্ত্রী । তিনি আরও বলেন, "কখনও খোল করতাল, কখনও হাততালি বাজাতে আবার কখনও অন্ধকার করতে বলছেন । এই মারণ রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই হাস্যকর নির্দেশের কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না । ফলে বিশ্বব্যাপী মানুষের কাছে আজ ভারতের মানুষ উপহাসের পাত্রে পরিণত হচ্ছে । "

CPI(M) নেতা সুজন চক্রবর্তী বলেন, "খুবই বিভ্রান্তিকর বক্তব্য প্রধানমন্ত্রীর । আগের দিন ছিল থালা বাজানো । এখন বোধহয় হাতে হ্যারিকেন । কী চাইছেন প্রধানমন্ত্রী? মানুষ অপেক্ষায় ছিলেন সদর্থক কোনও ঘোষণা শুনবেন । বিপদে আছে এদেশের মানুষ । লকডাউন মনেপ্রাণে মেনে নিয়েছে মানুষ । কিছু নেতা-মন্ত্রীর জন্য লোকজন বিপর্যস্ত হচ্ছেন । নেতা-মন্ত্রীরা সবাই বেরিয়ে পড়ছেন । নিজেদের কাজ দেখাবার জন্য । তাতে মানুষ বিব্রত হচ্ছেন । মানুষ বিজ্ঞান মেনে, লকডাউনকে সার্থক করে তুলছেন । বিজ্ঞানভিত্তিক ভাবে মানুষ লকডাউনকে মনেপ্রাণে মেনে নিয়েছে । মেনে নিয়েছে সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রাখার কথা । লকডাউন মেনে তাঁরা ঘরে রয়েছেন । "

তিনি আরও বলেন, " প্রধানমন্ত্রী বলছেন অন্ধকার করতে । লাইট অফ করে দিতে, আলো নিভিয়ে দিতে । মানুষ এগুলো মেনে নেবে না । একের পর এক গিমিক এবং ইভেন্টের পর ইভেন্ট করছেন প্রধানমন্ত্রী । দেশটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী । ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা বিপদে রয়েছেন । কোরোনা ভাইরাস টেস্টের কিট পাওয়া যাচ্ছে না । চিকিৎসকদের সুরক্ষা পোশাক নেই । N 95 মাস্ক পাওয়া যাচ্ছে না । সর্বশক্তি দিয়ে এসবের ব্যবস্থা করা দরকার ছিল প্রধানমন্ত্রীর । লকডাউনের নামে প্রধানমন্ত্রী শুধু সময় চাইছেন । তালি বাজানো, থালা বাজানো, এসব রসিকতা মানুষের সঙ্গে করছেন প্রধানমন্ত্রী । মানুষ এসব মেনে নেবে না । অবিলম্বে বন্ধ হওয়া দরকার অবৈজ্ঞানিক এই পদ্ধতি । "

কলকাতা, 3 এপ্রিল : একই সুরে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করল রাজ্যের বাম ও কংগ্রেস নেতৃত্ব । কংগ্রেস নেতা আবদুল মান্নান বলেন, দেশের মানুষের সঙ্গে রসিকতা করছেন প্রধানমন্ত্রী । তিনি আরও বলেন, "কখনও খোল করতাল, কখনও হাততালি বাজাতে আবার কখনও অন্ধকার করতে বলছেন । এই মারণ রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই হাস্যকর নির্দেশের কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না । ফলে বিশ্বব্যাপী মানুষের কাছে আজ ভারতের মানুষ উপহাসের পাত্রে পরিণত হচ্ছে । "

CPI(M) নেতা সুজন চক্রবর্তী বলেন, "খুবই বিভ্রান্তিকর বক্তব্য প্রধানমন্ত্রীর । আগের দিন ছিল থালা বাজানো । এখন বোধহয় হাতে হ্যারিকেন । কী চাইছেন প্রধানমন্ত্রী? মানুষ অপেক্ষায় ছিলেন সদর্থক কোনও ঘোষণা শুনবেন । বিপদে আছে এদেশের মানুষ । লকডাউন মনেপ্রাণে মেনে নিয়েছে মানুষ । কিছু নেতা-মন্ত্রীর জন্য লোকজন বিপর্যস্ত হচ্ছেন । নেতা-মন্ত্রীরা সবাই বেরিয়ে পড়ছেন । নিজেদের কাজ দেখাবার জন্য । তাতে মানুষ বিব্রত হচ্ছেন । মানুষ বিজ্ঞান মেনে, লকডাউনকে সার্থক করে তুলছেন । বিজ্ঞানভিত্তিক ভাবে মানুষ লকডাউনকে মনেপ্রাণে মেনে নিয়েছে । মেনে নিয়েছে সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রাখার কথা । লকডাউন মেনে তাঁরা ঘরে রয়েছেন । "

তিনি আরও বলেন, " প্রধানমন্ত্রী বলছেন অন্ধকার করতে । লাইট অফ করে দিতে, আলো নিভিয়ে দিতে । মানুষ এগুলো মেনে নেবে না । একের পর এক গিমিক এবং ইভেন্টের পর ইভেন্ট করছেন প্রধানমন্ত্রী । দেশটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী । ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা বিপদে রয়েছেন । কোরোনা ভাইরাস টেস্টের কিট পাওয়া যাচ্ছে না । চিকিৎসকদের সুরক্ষা পোশাক নেই । N 95 মাস্ক পাওয়া যাচ্ছে না । সর্বশক্তি দিয়ে এসবের ব্যবস্থা করা দরকার ছিল প্রধানমন্ত্রীর । লকডাউনের নামে প্রধানমন্ত্রী শুধু সময় চাইছেন । তালি বাজানো, থালা বাজানো, এসব রসিকতা মানুষের সঙ্গে করছেন প্রধানমন্ত্রী । মানুষ এসব মেনে নেবে না । অবিলম্বে বন্ধ হওয়া দরকার অবৈজ্ঞানিক এই পদ্ধতি । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.