ETV Bharat / state

JU Student Death: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে শনিবার ৷ মামলাকারীর নাম অভ্র সেন ৷

ETV Bharat
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Aug 19, 2023, 5:30 PM IST

কলকাতা, 19 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনায় ফের একটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ।শনিবার যাদবপুরের এক প্রাক্তনী এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে মামলা করেছেন । মামলাকারীর নাম অভ্র সেন ৷ পাশাপাশি, তিনি আর্জি জানিয়েছেন এই মামলায় যুক্ত করা হোক এনআইএ ও এনসিবিকেও। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলা করা হয়েছে ৷

মামলাকারী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের করা মামলায় পুলিশি তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ৷ তিনি অভিযোগ করেছেন, পুলিশ তদন্ত করছে ঠিকই কিন্তু তা অনেক ধীর গতিতে । এছাড়া তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনাও রয়েছে । আবাদেনকারীর দাবি, সিবিআই তদন্ত করলে দ্রুত এই মৃত্যু রহস্যের কিনারা হওয়া সম্ভব । উল্লেখ্য, এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনায় দু'টি মামলা দায়ের হয়েছে । একটি মামলা করেছেন বাম শিবিরের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় । যিনি রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে র‍্যাগিং বিরোধী কমিটির সুপারিশ কার্যকর করতে আর্জি জানিয়েছেন । অন্যদিকে, তৃণমুল ছাত্র পরিষদের তরফে একটি মামলা দায়ের হয়েছে যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা লাগানো একাধিক দাবি জানানো হয়েছে ৷ বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে এই মামলায় যুক্ত করা হয়েছে রাজ্যপালকেও ।

আরও পড়ুন: যাদবপুরে হস্টেলের 68 নম্বর ঘর থেকে উদ্ধার রক্তমাখা জামা-প্যান্ট ও রুমাল

গত 9 অগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় সেখানকার বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রের। হাসপাতালে ভর্তি করলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এই ঘটনায় ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে ৷ এই ছাত্রমৃত্যুর পর থেকে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় ও রাজ্যের রাজনীতি । সাধারণ মানুষও সোচ্চার হয়েছেন এই ঘটনায় । ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের মধ্যে 6 জন প্রাক্তনী, 6 জন বর্তমান পড়ুয়া ৷

কলকাতা, 19 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনায় ফের একটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ।শনিবার যাদবপুরের এক প্রাক্তনী এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে মামলা করেছেন । মামলাকারীর নাম অভ্র সেন ৷ পাশাপাশি, তিনি আর্জি জানিয়েছেন এই মামলায় যুক্ত করা হোক এনআইএ ও এনসিবিকেও। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলা করা হয়েছে ৷

মামলাকারী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের করা মামলায় পুলিশি তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ৷ তিনি অভিযোগ করেছেন, পুলিশ তদন্ত করছে ঠিকই কিন্তু তা অনেক ধীর গতিতে । এছাড়া তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনাও রয়েছে । আবাদেনকারীর দাবি, সিবিআই তদন্ত করলে দ্রুত এই মৃত্যু রহস্যের কিনারা হওয়া সম্ভব । উল্লেখ্য, এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনায় দু'টি মামলা দায়ের হয়েছে । একটি মামলা করেছেন বাম শিবিরের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় । যিনি রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে র‍্যাগিং বিরোধী কমিটির সুপারিশ কার্যকর করতে আর্জি জানিয়েছেন । অন্যদিকে, তৃণমুল ছাত্র পরিষদের তরফে একটি মামলা দায়ের হয়েছে যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা লাগানো একাধিক দাবি জানানো হয়েছে ৷ বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে এই মামলায় যুক্ত করা হয়েছে রাজ্যপালকেও ।

আরও পড়ুন: যাদবপুরে হস্টেলের 68 নম্বর ঘর থেকে উদ্ধার রক্তমাখা জামা-প্যান্ট ও রুমাল

গত 9 অগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় সেখানকার বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রের। হাসপাতালে ভর্তি করলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এই ঘটনায় ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে ৷ এই ছাত্রমৃত্যুর পর থেকে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় ও রাজ্যের রাজনীতি । সাধারণ মানুষও সোচ্চার হয়েছেন এই ঘটনায় । ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের মধ্যে 6 জন প্রাক্তনী, 6 জন বর্তমান পড়ুয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.