ETV Bharat / state

G20 Summit: জি-20 উপলক্ষে ইএম বাইপাসকে ঢেলে সাজনোর পরিকল্পনা

author img

By

Published : Dec 7, 2022, 10:43 PM IST

2023-এ শহরে বসবে জি-20 সম্মেলন(G20 Summit)৷ যেখানে যোগ দেবেন দেশ-বিদেশ থেকে আগত বিশিষ্ট অতিথিরা ৷ সেই উপলক্ষে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসকে সাজানোর পরিকল্পনা রাজ্য সরকারের ৷

Etv Bharat
জি20 উপলক্ষে ইএম বাইপাসকে ঢেলে সাজনোর পরিকল্পনা

কলকাতা, 7 ডিসেম্বর: নতুন বছর শুরুতেই শহরে বসতে চলেছে জি-20 সম্মেলনের আসর । আসবেন দেশ-বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ । তাঁদের চলার পথকে আরও সুন্দর করে তুলতে তৎপর প্রশাসন । সেই উদ্দেশ্যেই ইস্টার্ন মেট্রোপলিটন (ইএম) বাইপাসকে আরও আকষর্ণীয় করার তোড়জোড় শুরু হয়েছে (Plans to decorated EM Bypass on the Occasion of G20 Summit)।

কলকাতা-সহ আশপাশের গোটা এলাকাই সাজানো হবে বলে জানা গিয়েছে । তবে বিশেষ নজর দেওয়া হবে ইএম বাইপাসের উপর । ইতিমধ্যেই কলকাতা পৌরনিগম নিজে ইএম বাইপাসের (Eastern Metropolitan Bypass) রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাতে নিয়েছে । গাছ লাগানো থেকে শুরু করে ফুটপাথ ঠিক করার কাজ শুরু হচ্ছে । যে পথে দেশ-বিদেশের অতিথিরা শহরে আসবেন বা শহর ঘুরবেন, সেই রাস্তা-সহ আশপাশের পরিবেশকে দৃষ্টিনন্দন করার পরিকল্পনাও নেওয়া হয়েছে ।

আরও পড়ুন : জি-20 গোষ্ঠীর সভাপতিত্বে ভারত, স্মরণীয় রাখতে দেশের 100টি সৌধে জ্বলল আলো

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, উলটোডাঙা হাডকো মোড় থেকে রুবি মোড় পর্যন্ত রাস্তা প্রয়োজন অনুসারে সমান করা হবে । ফুটপাত এবং রেলিং সারাই থেকে শুরু করে তাতে পড়বে নতুন রংয়ের প্রলেপ । পাশাপাশি, আইল্যান্ডগুলিকে সবুজে মুড়ে দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে । পূর্বাশা এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের উলটোদিকের আইল্যান্ড নতুন করে সাজানো হতে পারে । প্রায় 3 হাজার গাছ লাগানো হবে ।

এই বিষয়ে পৌরনিগমের এক আধিকারিক জানান, মেট্রোর কাজের অংশে গার্ডওয়ালে প্রচারমূলক বোর্ড বা ব্যানার লাগাতে বলা হয়েছে । আগামী দিনে যে পথে মেট্রো চলবে, সেই পথের রূপ কেমন হবে সেই বিষয়ে ভাবনা চিন্তা চলছে ল্যাম্পপোস্টগুলিতে এলইডি আলোর চেন দেওয়া হবে । বাইপাস হাতে আসার পর এই ইভেন্ট যথেষ্ট চ্যালেঞ্জ আমাদের কাছে ।

আরও পড়ুন : জি20 সম্মেলনের লোগোয় পদ্মের ব্যবহার না হলেই ভালো হত, মন্তব্য মমতার

কলকাতা, 7 ডিসেম্বর: নতুন বছর শুরুতেই শহরে বসতে চলেছে জি-20 সম্মেলনের আসর । আসবেন দেশ-বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ । তাঁদের চলার পথকে আরও সুন্দর করে তুলতে তৎপর প্রশাসন । সেই উদ্দেশ্যেই ইস্টার্ন মেট্রোপলিটন (ইএম) বাইপাসকে আরও আকষর্ণীয় করার তোড়জোড় শুরু হয়েছে (Plans to decorated EM Bypass on the Occasion of G20 Summit)।

কলকাতা-সহ আশপাশের গোটা এলাকাই সাজানো হবে বলে জানা গিয়েছে । তবে বিশেষ নজর দেওয়া হবে ইএম বাইপাসের উপর । ইতিমধ্যেই কলকাতা পৌরনিগম নিজে ইএম বাইপাসের (Eastern Metropolitan Bypass) রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাতে নিয়েছে । গাছ লাগানো থেকে শুরু করে ফুটপাথ ঠিক করার কাজ শুরু হচ্ছে । যে পথে দেশ-বিদেশের অতিথিরা শহরে আসবেন বা শহর ঘুরবেন, সেই রাস্তা-সহ আশপাশের পরিবেশকে দৃষ্টিনন্দন করার পরিকল্পনাও নেওয়া হয়েছে ।

আরও পড়ুন : জি-20 গোষ্ঠীর সভাপতিত্বে ভারত, স্মরণীয় রাখতে দেশের 100টি সৌধে জ্বলল আলো

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, উলটোডাঙা হাডকো মোড় থেকে রুবি মোড় পর্যন্ত রাস্তা প্রয়োজন অনুসারে সমান করা হবে । ফুটপাত এবং রেলিং সারাই থেকে শুরু করে তাতে পড়বে নতুন রংয়ের প্রলেপ । পাশাপাশি, আইল্যান্ডগুলিকে সবুজে মুড়ে দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে । পূর্বাশা এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের উলটোদিকের আইল্যান্ড নতুন করে সাজানো হতে পারে । প্রায় 3 হাজার গাছ লাগানো হবে ।

এই বিষয়ে পৌরনিগমের এক আধিকারিক জানান, মেট্রোর কাজের অংশে গার্ডওয়ালে প্রচারমূলক বোর্ড বা ব্যানার লাগাতে বলা হয়েছে । আগামী দিনে যে পথে মেট্রো চলবে, সেই পথের রূপ কেমন হবে সেই বিষয়ে ভাবনা চিন্তা চলছে ল্যাম্পপোস্টগুলিতে এলইডি আলোর চেন দেওয়া হবে । বাইপাস হাতে আসার পর এই ইভেন্ট যথেষ্ট চ্যালেঞ্জ আমাদের কাছে ।

আরও পড়ুন : জি20 সম্মেলনের লোগোয় পদ্মের ব্যবহার না হলেই ভালো হত, মন্তব্য মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.