কলকাতা, 27 জুলাই :CESC-র বাড়তি বিল নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন সৌরভ সিকদার নামে এক ব্যক্তি । মামলায় CESC-কে যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত । আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা ।
লকডাউন চলাকালীন বাড়িতে লোক পাঠিয়ে মিটার রিডিং নিতে না পারায় গড়ে বিল পাঠানোর জন্য 6 মে বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা থেকে অনুমতি নেয় CESC । অথচ তার দু'মাস আগেও গড়ে এবং বেশি বিল পাঠানো হয়েছে বলে অভিযোগ জানানো হয়েছে । আমফান ঝড়ের পর শহরের বহু গ্রাহক আট- দশ দিন কোথাও বা তারও বেশি দিন বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন । অথচ এই মাসেই কী করে এত বেশি বিল এল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারী ।
শুধু CESC নয়, হাইকোর্টে জনস্বার্থ মামলায় যুক্ত করা হয়েছে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমকেও । লকডাউনের মধ্যে গ্রাহকদের কিছু ছাড় দিতে কেন্দ্রীয় সরকার 90 হাজার কোটি টাকা দিয়েছিল দেশের বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিকে । কিন্তু অভিযোগ এরাজ্যে কোনও বণ্টন সংস্থা গ্রাহকদের সেই ছাড় দেয়নি ৷ অথচ কেন্দ্রের টাকা নেওয়া হয়েছে ।
কয়েকদিন ধরে CESC-র বিদ্যুতের বিল নিয়ে কলকাতা শহরের বাসিন্দারা ক্ষুব্ধ । হঠাৎ হাজার হাজার টাকার বিদ্যুতের বিল দেখে প্রত্যেক গ্রাহকেরই চক্ষু চড়কগাছ । বাধ্য হয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী সাংবাদিক বৈঠক করতে বাধ্য হন । এবং গ্রাহকদের আপাতত বর্ধিত বিল না দেওয়ার কথা জানান ।