ETV Bharat / state

PIL to Stop Panchayat Elections: সম্পূর্ণ পঞ্চায়েত নির্বাচনী প্রক্রিয়া বন্ধের দাবি, জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির বেঞ্চে - প্রধান বিচারপতির বেঞ্চ

পঞ্চায়েত নির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়া বন্ধের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল ৷ প্রধান বিচারপতির বেঞ্চে এই নিয়ে দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি, রাজ্যে জরুরি অবস্থা জারিরও আবেদন জানানো হয়েছে ৷ আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে ৷

PIL to Stop Panchayat Elections
PIL to Stop Panchayat Elections
author img

By

Published : Jun 26, 2023, 5:13 PM IST

কলকাতা, 26 জুন: সম্পূর্ণ পঞ্চায়েত নির্বাচনী প্রক্রিয়া বন্ধ করার দাবিতে এ বার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷ সোমবার এই নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয় । পাশাপাশি রাজ্যে জরুরি অবস্থা জারির জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়ারও আবেদন জানিয়েছেন মামলাকারী আইনজীবী । মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ৷

শ্রীধরচন্দ্র বাগাড়িয়া নামে ওই আইনজীবীর বক্তব্য, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে গোটা রাজ্যে যে ভাবে সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে রাজ্যপালের উচিত রাজ্যে জরুরি অবস্থা জারি করা । আগে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করে, তারপর নির্বাচন করা উচিত বলে মত মামলাকারীর ।

মামলাকারী প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "কেন্দ্রের উচিত রাজ্যপালের কাছে রাজ্যের বর্তমান সন্ত্রাসের পরিস্থিতি নিয়ে রিপোর্ট চাওয়া । তারপর কেন্দ্রের যদি মনে হয়, রাজ্যে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন রয়েছে, তাহলে রাজ্যে জরুরি অবস্থা জারি করা উচিত এবং নির্বাচন বন্ধ রাখা উচিত ।"

আরও পড়ুন: রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা

সংবিধানের 356 ধারা রাষ্ট্রপতিকে রাজ্যে জরুরি অবস্থা জারি করার ক্ষমতা দিয়েছে । রাজ্যের রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে রাষ্ট্রপতি যদি সন্তুষ্ট হন যে, সংবিধান অনুযায়ী রাজ্য চালানো সম্ভব হচ্ছে না, তাহলে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ।

পাশাপাশি আর একটা জনস্বার্থ মামলা দায়ের হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ৷ অভিযোগ, এই কার্ডের নামে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে মিথ্যা প্রচার চালানো হচ্ছে । এই মামলাগুলির আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে ।

উল্লেখ্য, সোমবার সকালে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছেন নবেন্দু বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি ।

কলকাতা, 26 জুন: সম্পূর্ণ পঞ্চায়েত নির্বাচনী প্রক্রিয়া বন্ধ করার দাবিতে এ বার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷ সোমবার এই নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয় । পাশাপাশি রাজ্যে জরুরি অবস্থা জারির জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়ারও আবেদন জানিয়েছেন মামলাকারী আইনজীবী । মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ৷

শ্রীধরচন্দ্র বাগাড়িয়া নামে ওই আইনজীবীর বক্তব্য, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে গোটা রাজ্যে যে ভাবে সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে রাজ্যপালের উচিত রাজ্যে জরুরি অবস্থা জারি করা । আগে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করে, তারপর নির্বাচন করা উচিত বলে মত মামলাকারীর ।

মামলাকারী প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "কেন্দ্রের উচিত রাজ্যপালের কাছে রাজ্যের বর্তমান সন্ত্রাসের পরিস্থিতি নিয়ে রিপোর্ট চাওয়া । তারপর কেন্দ্রের যদি মনে হয়, রাজ্যে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন রয়েছে, তাহলে রাজ্যে জরুরি অবস্থা জারি করা উচিত এবং নির্বাচন বন্ধ রাখা উচিত ।"

আরও পড়ুন: রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা

সংবিধানের 356 ধারা রাষ্ট্রপতিকে রাজ্যে জরুরি অবস্থা জারি করার ক্ষমতা দিয়েছে । রাজ্যের রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে রাষ্ট্রপতি যদি সন্তুষ্ট হন যে, সংবিধান অনুযায়ী রাজ্য চালানো সম্ভব হচ্ছে না, তাহলে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ।

পাশাপাশি আর একটা জনস্বার্থ মামলা দায়ের হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ৷ অভিযোগ, এই কার্ডের নামে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে মিথ্যা প্রচার চালানো হচ্ছে । এই মামলাগুলির আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে ।

উল্লেখ্য, সোমবার সকালে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছেন নবেন্দু বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.