কলকাতা, 22 জানুয়ারি: বাস ধর্মঘটের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে । এই ধর্মঘট সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক বলে দাবি মামলাকারীর ।
28, 29 ও 30 জানুয়ারি বাস ধর্মঘটে নামার কথা জানিয়ে পরিবহন দপ্তরে চিঠি দিয়েছে বাস মালিকদের কয়েকটি সংগঠন । রাজ্যকে অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে মামলা করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকার। তাঁর বক্তব্য, যাতে সাধারণ যাত্রীরা কোনও অসুবিধায় না পড়েন তার জন্য অবিলম্বে রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করুক । ভাড়ার বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠনের জন্য আদালতের কাছে আর্জি জানানো হয়েছে । আদালতের নির্দেশেই কমিটি ভাড়া বৃদ্ধির বিষয়টি সুপারিশ করবে । তাঁর আবেদন, ধর্মঘটে যাতে সাধারণ মানুষ কোনও অসুবিধায় না পড়ে সে জন্য আদালত একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিক। আগামী সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ।
আরও পড়ুন:চতুর্থ দিনে ভ্যাকসিনেশনের হার বাড়ল রাজ্যে
মূলত ডিজ়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কমাতে এবং যাত্রী ভাড়া বৃদ্ধির বিষয়ে রাজ্য সরকার যাতে ইতিবাচক সিদ্ধান্ত নেয়, সেই জন্যই এই ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকদের সংগঠন । কেন্দ্রীয় সরকারের কাছে তেলের দাম কমানোর আর্জি জানানোর পাশাপাশি ভাড়ায় জিএসটি চালু করারও দাবি জানিয়েছেন বাস মালিকরা । যদিও লকডাউন পরবর্তী সময় থেকেই বিভিন্ন রুটে ভাড়া বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।